নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

বই পড়া প্রসঙ্গে

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২১

আমাকে অনেকে বলেন, বই পড়ায় সময় কই। কিংবা বই কিনে পড়ার সময় কই। কেউ কেউ, বই কেনার টাকা কৈ!
আমি বলব এটা নিছক মিথ্যা কথা। আপনি প্রতিদিন দুপৃষ্ঠা করে বই পড়লে মাসে ষাট পৃষ্ঠা, বছরে সাতশো কুড়ি পৃষ্ঠা।
বছরে সাতশো কুড়ি পৃষ্ঠা পড়তে পারা মানে অনকেগুলো বই পড়তে পারা। আর কেউ কী দুপৃষ্ঠাই পড়ে! কৃপণ ছাড়া।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল বলেছেন...... মাঝে মাঝে একটা উপন্যাস ৩০০ +

২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছোট পোস্ট। পাঠক হিসেবে কেমন জানিনা। তবে লেখক হিসেবে আপনাকে কৃপণ মনে হচ্ছে।

অবসরে বই আর সামু'ই আমার সঙ্গী। ইদানীং, পাঠক হিসেবে নিজেকে মনখোলা, 'যা পাই গোগ্রাসে গিলে খাই টাইপ' মনে হচ্ছে।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

আকিব হাসান জাভেদ বলেছেন: বই পড়ার অভ্যাস গড়লে বই আপনাকে গড়ে তুলবে । বই জ্ঞানের পরিধী প্রসস্থ্য করে । তবে বই পড়ার সময় হলেও পরিবেশ হয়না । পরিবেশ আজ প্রযুক্তি গড়ে তুলেছে । আর দিন দিন আমরা প্রযুক্তির কাছে হার মেনে যাচ্ছি।

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

রাকু হাসান বলেছেন: হুম,দিন অনন্ত ৫ টা পাতা পড়া কোন ব্যাপার ই না । মাসে ১৫০ পৃষ্টা ,ছোট একটি বই । আসলে সঠিক পরিকল্পনা করলে মাসে ৫/৬ টা বই পড়া কোন সমস্যা হওয়ার কথা না । আমাদের ইচ্ছায় সমস্যা । আর পরিকল্পনা মত বই পড়ি না অনেকে । তবে সঠিক পরিকল্পনা মত বই পড় েদারুণ উপকার পাচ্ছি ,যদিও ইদানিং আগের চেয়ে ‍খুব কম পড়া হচ্ছে । দোয়া করবেন আগের রিদম টা যেন ফিরে পাই । আপনার পোস্ট যথেষ্ট ছোট ,আরেক টু বড় হলে ভাল হত । প্রথম পাতায় একটি লেখা আসবে ,একটু বড় হলে ভাল হয় না ! টপিক টা ভাল ছিল ।
জ্ঞানের বিপ্লব হোক

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



আমার গরুর রচনা পড়তে ভালো লাগে, সময় পেলেই পড়ি

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৫

চাঙ্কু বলেছেন: বই পড়তে ভালো লাগে তবে এখন বেশী পড়া হয় টেকি বই। আফসুস

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: " So in love, So in Love
We stand, hand in hand
in Paris ai Sunset
on this bridge
...above the river Seine. "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.