নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

\'আউট বই\'-এর খবর :: ০১ >>>>

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২



ত্রিপুরা বসু'র লেখা 'দুশো বছরের বাংলা নথিপত্র' অনবদ্য একটি আউট বই। বইটি পাবার পর গো-গ্রাসে পড়েছি। প্রাচীন পুথি-পান্ডুলিপিচর্চা ও আলোচনায় ত্রিপুরা বসু একজন অগ্রণী গবেষক। রাঢ়-বাংলার গ্রাম-গ্রামান্তরে ক্ষেত্রসমীক্ষণের মাধ্যমে, ইতিহাস, পুরাতত্ত্ব, লোকসংস্কৃতি বিষয়ক নানা বৃত্তান্ত ছাড়াও তিনি সংগ্রহ করেছেন তালপাতা ও তুলটের সহস্রাধিক বাংলা সংস্কৃত পুথি, পুরনো দলিল, চিঠি, নথিপত্র ইত্যাদি। সেই বিপুল সংগ্রহেরই কয়েকটি 'চিঠি' নিয়ে 'দুশো বছরের বাংলা নথিপত্র'। জমিদার-ইজারাদার-নায়েব-গোমস্তা-পুরোহিত শাসিত পল্লিজীবনের বিচিত্র তথ্যের আকর এই গ্রন্থের আটচল্লিশটি 'চিঠি' বাংলার অনালোচিত সামাজিক ইতিহাসের অমূল্য উপকরণ।

#ছড়িয়ে_পড়ুক_বাংলা_বই

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রাচীন পুথি-পান্ডুলিপিচর্চা ও আলোচনায় ত্রিপুরা বসু একজন অগ্রণী গবেষক।
ভাষা সাহিত্যের ছাত্র ছাত্রীদের অতীব প্রয়োজনীয় বিষয় ।
তবে অনেকের আগ্রহ থেকে পড়তে পারে, সে জন্য ধন্যবাদ ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

রাকু হাসান বলেছেন: কোথা থেকে পেলেন ,কিভাবে পেলেন,আমিও কি কোনো ভাবে পেতে পারি ? এ তো সোনা পেলেন এমন ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

হাসান ইকবাল বলেছেন: রকমারী থেকে কিনে নিতে পারেন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: জানলাম।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

সনেট কবি বলেছেন: বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.