নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

নেত্রকোণা অঞ্চলের লোকভাষা

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১২

নেত্রকোণা অঞ্চলে প্রচলিত লোকছড়ায় 'হাঙ্গা' শব্দটির ব্যবহার দেখা যায়। 'হাঙ্গা' শব্দের অর্থ হলো 'বিয়ে করা/বিয়ে বসা।' কিন্তু শব্দটির প্রায়োগিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় শব্দটিকে লিঙ্গান্তর করা হয়েছে। যেমন-'হাঙ্গাওয়ালী'।
অর্থাৎ যে নারী একাধিক বিয়ে করেছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এমনটি পরিলক্ষিত হয়না। কেউ 'হাঙ্গাওয়ালা' বলেনা। ''হাঙ্গাওয়ালীর ঘরে হাঙ্গাওয়ালী, তর মাগ তইয়া বেশ্যা অ, টেহা পয়সার অভাব অইবনা।' শব্দটির অর্থ 'বিয়ে করা/বিয়ে বসা' হলেও তাচ্ছিল্য অর্থে শব্দটির ব্যবহার বেশি সাহিত্যে কিংবা মৌখিক/কথ্য ভাষায়। শব্দটি গালি শব্দ হিসেবে এবং কাউকে খাটো করার মানসে তাচ্ছিল্য অর্থে নেত্রকোণার কয়েকটি লোকছড়ায় আছে 'হাঙ্গা' শব্দটির ব্যবহার, যেমন-

(১)
ইস্‌কুল ঘর ভাঙ্গা,
কাইল্যা বেডির হাঙ্গা।

(২)
এচ্ছেরি বেচ্ছেরি
কাডলের কুস,
তর মা মরছে
আমার কি দুস।
মাথা আছে চুল নাই
দেখতে অলম্বুত চুঙ্গা,
দশ টেহার মুরাদ নাই
করত চায় হাঙ্গা।

(৩)
এচ্ছেরিরে (এই ছেড়িরে) ধর
টুলার ভিত্‌রে ভর,
ছেরির নানী কইয়া দিছে
ধইরা হাঙ্গা কর। (এমুন এমুন কর)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩১

জুল ভার্ন বলেছেন: 'হাংগা' শব্দটা ঢাকাইয়ারা খুব ব্যবহার করে গালি হিসেবে। তবে তা বিয়ে বসা অর্থে নয় অবৈধ যৌন কর্ম করতেই বোঝায়।
বৃহত্তর বরিশাল অঞ্চলে হাংগা শব্দের ব্যবহার হয় বহুবিবাহের ক্ষেত্রে।

তিন নম্বর ছড়া বরিশাল অঞ্চলে বলা হয়-
ঐ ছেড়িরে ধর
চুংগার মৈদ্দে ভর
চুংগা যেনো লড়ে না
ছেড়ি যেনো মরেনা। :)

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৭

হাসান ইকবাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১১

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনি তো মনে হয় মন্তব্যের জবাব না দিয়ে আবার উধাও হয়ে যাবেন। তার আগেই বইয়ের জন্য অভিনন্দন জানিয়ে রাখলাম। অবশ্য দেরি হয়েই গেল কি না, বুঝতে পারছি না।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৮

হাসান ইকবাল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ তার লেখা গুলো নেত্রকোনার ভাষা ব্যবহার করেছেন। ভালো লাগে আমার নেত্রকোনার ভাষা।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৮

হাসান ইকবাল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.