নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

তিন ব্লগারকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া ॥ ‘সরকার নিজের পায়ে কুড়াল মারছে’

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে তিন ব্লগারকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্লগার, গণমাধ্যম ও মানবাধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের দাবির প্রেক্ষিতে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এক ব্লগার বলেছেন, এর মধ্য দিয়ে সরকার ‘নিজের পায়ে কুড়াল মারছে’। ব্লগাররা বলেছেন, এ ধরনের ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।



প্রসঙ্গত, ইন্টারনেটে কথিত ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে সোমবার রাতে তিন ব্লগারকে আটক করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর সরকারের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছে, কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে। বিষয়টিকে ‘হতাশাজনক ও আপত্তিকর’ অভিহিত করে ব্লগার আরিফ জেবতিক বলেন, ‘প্রথম কথাটাই হচ্ছে তাদেরকে যেভাবে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হলো এবং দাগি আসামির মতো করে হাজির করা হলো, এটা হতাশাজনক এবং আপত্তিকর।’ এতে করে মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা তার। সরকারের পদক্ষেপকে ‘সুস্থ মত প্রকাশের ওপর চূড়ান্ত পদক্ষেপ’ হিসেবে দেখছেন ব্লগার অমি রহমান পিয়াল। এর মাধ্যমে কার হাতকে শক্তিশালী করা হচ্ছে, এ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিকল্প ধারার এই চর্চাটা ছিল বলেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এমন একটা বড় আন্দোলন গড়ে উঠতে পেরেছে। এখন এইসব কর্মকাণ্ডের মাধ্যমে সেই আন্দোলনের উৎসমুখ বন্ধ করা হচ্ছে।’ বিষয়টিকে সরকারের একটি ‘অদূরদর্শী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন তিনি। একইসঙ্গে এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্লগারদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ, ব্লগারদের বাসা তল্লাশি এবং হয়রানিরও নিন্দা জানান তিনি।



ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ গ্রেপ্তারের বিষয়টিকে দেখছেন ‘মৌলবাদী অপশক্তির সঙ্গে আপস’ হিসেবে। বাকী বিল্লাহ বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়েই আপসের বিষয়টি পরিষ্কার হয়েছে। আর আপসের এই বিষয়টি খুবই আশঙ্কাজনক।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক ব্লগারদের গ্রেপ্তারের নিন্দা জানানোর পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে লেখালেখির পরামর্শ দেন। তিনি বলেন, ‘সবারই উচিত দায়িত্বশীলতার সাথে লেখালেখি করা। তার মানে এই নয় যে সরকার হেফাজতে ইসলামের মতোই ধার্মিক হয়ে উঠবে।’ আর অভিযোগ প্রমাণের আগেই গণমাধ্যমের সামনে অভিযুক্তদের হাজির করাটাকে র‌্যাব-পুলিশের ‘অতি উৎসাহী মনোভাবের কারণেই’ ঘটেছে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ব্লগে ধর্মীয় উস্কানিমূলক লেখা প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, ‘এক্ষেত্রে সত্যিই যদি এরকম কেউ করে থাকে তার জন্য তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু শাহবাগের চলমান আন্দোলন নিয়ে যে রকম প্রচারণা চালানো হচ্ছে সেক্ষেত্রে কোনো ধরণের উদ্দেশ্যমুলক কিংবা আক্রমণাÍক জায়গা থেকে এটা করা হচ্ছে কি না এসব বিষয়গুলো বিচেনায় রাখতে হবে।’ এ প্রসঙ্গে ফেইসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি রামুর সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি উল্লেখ করেন তিনি।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

কমোরেড বলেছেন: পুরাই আইওয়াশ। এইগুলা হইল কপি-পেস্ট কলম সন্ত্রাসী। ব্লগার বলা ভুল হবে।

আফসোস পালের গোদাগুলো এখনো ধরাছোয়ার বাইরে।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

আমার স্বপ্নগুলি বলেছেন: হা হা হা। আপনে ব্লগার বলতে খালি উপরের কয়েকজনকেই বুঝেন বলে মনে হইতেছে। নোটিশ বোর্ডের টাঙ্গানো পোষ্টটাতে নজর বুলায়ে আসেন সাধারণ ব্লগাররা কি ভাবতেছে সেটা জানার জন্য।

অবশ্য যদি হলুদ সাংবাদিকতার রিহার্সেল স্বরুপ আগামি কালের খবরের কাগজের সংবাদের ড্রেস রিহার্সেল হিসেবে এই পোষ্টটা কইরা থাকেন, তাইলে কিছু বলার নাই।

জয় তথ্য সন্ত্রাস।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

এম এ হাসান মাহামুদ বলেছেন: পন্ডিতি করতে অবশ্য আমাদের সবারই ভাল লাগে।
ব্লগার কারা একটু বলেন তো, জানা দরকার।
আর সংবাদের ড্রেস রিহার্সেল বলতে কি বোঝালেন? রিপোর্টিং তো ভাই গাছে ধরা ফল না? যে চাইলাম, আর পেড়ে খাইলাম।
জ্ঞান দানের জন্য অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ, দিতে না পারার জন্য দুঃখিত।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ‘সরকার নিজের পায়ে কুড়াল মারছে’

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

ছোট গ্রাম বলেছেন: ব্লগারদের আটক করা হয় নি। ধর্ম নিয়ে কটুক্তিকারী কিছু ফালতুকে আটক করা হয়েছে।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

ক্ষ্যাপা বালক বলেছেন: ছোট গ্রাম বলেছেন: ব্লগারদের আটক করা হয় নি। ধর্ম নিয়ে কটুক্তিকারী কিছু ফালতুকে আটক করা হয়েছে।


সহমত

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

এম এ হাসান মাহামুদ বলেছেন: ব্লগারদের আটক করা হয় নি। ধর্ম নিয়ে কটুক্তিকারী ৩জনকে আটক করা হয়েছে।
কথাটা সত্যি। কিন্তু ব্লগারদের আটক করা হয়েছে। এটাই প্রচার করা হচ্ছে।
আসুন এই প্রচারণার বিরুদ্ধে আওয়াজ তুলি।
ব্লগারদের বদনাম রুখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.