![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
বাংলাদেশে হরতাল বিষয়টি একটি পরিচিত বিষয়ে পরিণত হয়েছে। কথায় কথায় হরতাল দেয়া, রাজনৈতিক দলগুলোর একটি ফ্যাশন হয়ে গেছে। এর কারণে শুধু দেশবাসী ক্ষিতর সম্মুখিন হচ্ছে তা নয়, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে। নষ্ট হচ্ছে ব্যবসায়ীক সর্ম্পক ও সম্ভাবনা। এই তো কয়দিন আগেই চীন থেকে বায়ার দল আমাদের এয়ারপোর্ট থেকে ফিরে গীয়ে 'সরি' লিখে পাঠিয়েছে। এই হরতালের খবর এখন স্থান পাচ্ছে আর্ন্তজাতিক গণমাধ্যমেও। প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে বাংলাদেশের হরতালের খবর, সহিংসতার খবর।
হরতাল এবং হরতালের প্রভাব নিয়ে আল-জাজিরা প্রকাশ করেছে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন। চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশ করেছে গতকালের হরতালের খবর। এছাড়া পাকিস্তানের ডনে বার্তা সংস্থা এপির বরাতে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন।
আল-জাজিজার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে হরতালে পর হরতালের কারণে গ্রামীণ কৃষি ব্যবস্থা এবং কৃষক ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সিদ্দিকুর ময়েজ নামের পাবনার এক কৃষকের ঘটনা উল্লেখ করে বলা হয়, তিনি ১৯৯৮ সালের বন্যার পর এমন বিধ্ব¯ত্ম অবস্থায় পড়েননি কখনও। চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে বিরোধী দলের হরতালের কারণে কৃষকরা উৎপাদিত ফসল বাজারে তুলতে পারছে না। কলা, লিচু, আলু, ডিমসহ অনেক পণ্য তারা বাজারে পাঠাতে পারছে না। ময়েজের মতে, গ্রামের কৃষকরা এখন ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যে ক্ষতির সম্মুখিন তারা হয়েছেন এটা কাটিয়ে উঠতে ময়েজের মতে, দশ বছর লাগবে।
অন্যদিকে হরতালে রেল লাইন বিকল করে দেয়া এবং ৪০ জন আহতের খবর প্রকাশ করেছে চিনের বার্তা সংস্থা সিনহুয়া। বাংলাদেশের পূর্বাঞ্চলে রেল লাইনচ্যুত এবং সে কারণে প্রায় ৪০ জন আহত হয়েছে উল্লেখ করে সিনহুয়া জানায়, হরতালে দুর্বৃত্তরা রেল লাইন বিকল করে রাখলে এই আহতের ঘটনা ঘটে। রেল পুলিশের সুপারেনটেন্ডেন্ট নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, খুব সকালে ঢাকা থেকে ২৪২ কিলোমিটার দূরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেল লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলের ডাকা হরতালের উল্লেখ করে সিনহুয়া জানায়, হরতালের সমর্থনকারীরা হরতালের আগের দিন বিভিন্ন স্থানে গাড়ি পোড়ায়। এছাড়া হরতালের দিন পুলিশের প্রতিরোধ এবং রাবার বুলেট নিক্ষেপের কথাও উল্লেখ করে।
এছাড়া হরতালের খবর প্রকাশ করেছে পাকিস্তানের ডন। হরতালে ৩০ জন আহতের খবর দিয়ে ডন জানায়, বিএনপি এবং তাদের ১৭ টি জোটভুক্ত দল এ হরতালের আহবান করে। বিএনপির গ্রেপ্তারকৃত ১৫০ নেতা কর্মীর মুক্তির দাবিতে এই হরতাল আহবান করা হয় বলেও উল্লেখ করে ডন। হরতালে হাত বোমা ব্যবহার এবং রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনাও উল্লেখ করে তাদের প্রতিবেদনে। হরতাল বাংলাদেশের রাজনৈতিক বিরোধীতার প্রধান মাধ্যম হয়ে উঠছে উল্লেখ করে ডন জানায়, হরতালের পর হরতাল এখন বাংলাদেশের চেনা রীতি হয়ে দাঁড়িয়েছে যেখানে হরতালে কয়েকদিন আগে অšত্মত ৭০ জন নিহত হয়েছে।
হরতালে যানবাহন পোড়ানোতো এখন পুরনো স্টাইল হয়ে গেছে। নতুন স্টাইল হিসেবে দেখা দিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনীকে আহত করা। আজ হরতালের মধ্যেই দেশের ১৬টি জেলার প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছে। না জানি আরো কত কিছু অপেক্ষা করছে আমাদের জন্য এই হরতালে।
তবুও হরতাল হচ্ছে, হয়তো হরতাল হতেই থাকবে। আমাদের এটিকে সহ্য করে নিয়েই বাঁচতে হবে!?
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এম এ হাসান মাহামুদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
পত্রদূত বলেছেন: লেখার জন্য ধন্যবাদ। হরতালের বিরুদ্ধে সাধারন জনগনের সোচ্চার হওয়ার সময় এসেছে,এভাবে আর মুখ বুজে এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না। কোন রাজনৈতিক দলই কখনো যেন হরতাল করতে না পারে তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।