![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা,
তুমি কেমন আছ?তুমি চলে গেছ অচিন দেশে।তোমার প্রস্থান আমাকে কাঁদায়।তোমার চলে যাওয়ার সেই কঠিন মহুর্তগলো এখনও আমাকে দিন রাত তাড়া করে বেড়ায়।কতদিন তোমার মুখের সেই মহান বানী(বাবা তুই মানুষ হ)শুনিনা।শুনেছি মানুষ না ফেরার দেশে গেলে নাকি আকাশের তারা হয়,মা'তুমি কোন তারা?আমি আকাশে অনেক তারা দেখি আর তোমাকে খুঁজি।মা'জান বাড়ির পিছনে তোমার লাগানো আম গাছটাতে অনেক আম ধরেছে।গাছ থেকে টপাস করে পড়া পাকা আমা আমার জন্য আর কেউ কুড়িয়ে রাখে না।
মা'এখোনও গায়ে জ্বর আসে,সামনে সপ্তাহে ডাক্তার দেখাব,তুমি কোন চিন্তা কর না সব ঠিক হয়ে যাবে।জবা আপার মেয়ে মমি মেট্রিক পাশ করেছে
ওকে আমি একটা জামা কিনে দিয়েছি,তুমি খুশি হওনি?জানি তুমি খুশি হয়েছ।
গত রাতে আব্বাকে স্বপ্নে দেখেছি,মৃত্যু যন্ত্রনায় কাতর সেই নিথর দেহটা পরে আছে বিছানায় আর আমি পাশে বসে কাঁদছি ।
মা'কেন তোমরা আমাকে একা ফেলে চলে গেলে?তোমাদের অভাব যে,ভুলতে পারি না,আর তাইত ছুটে যাই তোমাদের কবরের পাশে তোমাদের স্পর্শ নিতে।
মা'আবাবা কি আমার উপর রাগ করেছে?আববাকে বলে দিও ফজন ভাই জমির ফসলের দাম সব ঠিকঠাক মতই দিচ্ছে।
সেদিন রাতে তোমার কোলে রেখে আমার মাথায় হাত বুলিয়ে দিলে কিন্তু কিছু বললে না,কেন মা?তুমি কি কথা বলতে ভুলে গিয়েছ?আচ্ছা ঠিক আছে এবার এলে আমি শিখায়ে দিব।মা'অনেক ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে,অনেক কথা জমা রেখেছি।তবে আজ নয়।
ইতি,
তোমার পাগল
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
হাসানসরদার বলেছেন: বাবা মা ছাড়া মানুষ যে কতটা অসহায়,যে বাবা মা হারা এক মাত্র সেই ছাড়া কেউ বুঝবে না।সকল বাবা মার প্রতি রইল শুভকামনা
২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪
এ্যাপেলটন বলেছেন: করপোরেট ফকির হয়ে.....আজকাল মা বাবা কে সময় দেয়ার সময় কৈ ? কবে যে সৃস্টিকতর্ার লাত্থি খেয়ে মানুষ হব !!!!
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
হাসানসরদার বলেছেন: এমন এক সময় আসবে বাবা মাকে পাশে চাইবেন পাবেন না তখন বুঝবেন সময় না দেওয়ার জ্বালাটা
৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
টুম্পা মনি বলেছেন: দোয়া রইল আপনার মায়ের জন্য।
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
হাসানসরদার বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
রবিউল ফকির বলেছেন: মায়ের কাছে খোলা চিঠি দেখে বুঝতে পেরেছিলাম আপনার মা গত হয়েছেন তাই আগ্রহ নিয়ে পড়েছি। মায়ের কথা শুনলে কিংবা মনে পড়লে আমি হতভম্ব হয়ে যাই মাঝে মধ্যে। আমিও আমার বাবা-মা কে হারিয়ে।আমার জীবনে আজ মাকে ভীষণ ভাবে প্রয়োজন ছিল। আমি মাঝে মধ্যে কোন কোন মাকে দেখে অবাক দৃষ্টিকে তাকিয়ে থাকি আর ভাবী আমার মাওতো বেচে থাকতে পারতো কেন তিনি আমাকে ছেড়ে চলেগেলেন। কত মাকে দেখি অসহায়ভাবে বেচে আছে তাদের সন্তানরা তাদের বাবা-মাকে অবহেলায় ফেলে রাখে। আমিতো আমার মাকে কখনোই অবহেলা অযত্ন করিনি তবে কেন তিনি অভিমান করে চলে গেলেন। এমন যদি কোন কাজ থাকতো যার ফলে মা পুনরায় ফিরে আসতো তবে আমি সেই কাজটাই করতাম।
রবিউল, ০১৮১৭১২৫৩০০