![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্ধারে জোনাকের খোজে হাতড়ে বেড়ানো কোনো এক জন, এক প্রতিবেশীর মাথার পোকা আরেক প্রতিবেশীর মাথায় ছড়িয়ে বেড়ানো কোনো এক জন।
﷽
সালাম। আজকে জান্নাতী নারীদের সর্দারনী, আমার রাসূল صلى الله عليه و سلم প্রাণপ্রিয় কন্যা মা ফাতিমাতুয যাহরা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها এর ওয়াফাত দিবস।
বেশীরভাগ মুসলমান ভাই-বোনরা জানেননা এই দিনের কথা! আল্লাহ আমাদের এই অবস্থার উন্নতি দান করুন, আমিন।
রাসূলুল্লাহ صلى الله عليه و سلم এর ঔরসে বিবি খাদিজা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها গর্ভে সর্ব কনিষ্ঠা সন্তান হযরত ফাতেমা জোহরা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها। রাসূলুল্লাহ صلى الله عليه و سلم এর যাহেরী ৩৫ বছর বয়সে তিঁনি জন্মগ্রহণ করেন। মা ফাতেমা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها হযরত আলী رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه 'র সাথে বিয়ে হয়। হাদীসের বর্ণনা অনুযায়ী সূরা আলে ইমরানের ৪২ নং আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ্ صلى الله عليه و سلم মা ফাতেমা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها কে হজরত ঈসা عليه سلم'এর মাতা মারইয়ামের رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها প্রশংসার সাথে সম্পর্কযুক্ত করেছেন।
ইসলাম প্রচারের প্রথম দিকে যেসমস্ত দুঃখ-কষ্ট নবীজী صلى الله عليه و سلم ভোগ করেছেন সে সময়ে তাঁর সাথী ছিলেন ফাতেমা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها। ইন্তেকালের সময় আম্মা খাদিজা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها প্রচুর ধন সম্পদ রেখে যান। সে সম্পদের কোন প্রভাব বালিকা বয়সের মা ফাতেমার رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها উপর প্রাধান্য ফেলতে করতে পারেনি। বরং মহীয়সী মায়েরই মতো তিঁনিও সকল ধন সম্পদ ইসলাম প্রচারের জন্যে শ্রেষ্ঠ পিতার হাতে তুলে দেন। মা ফাতেমা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها মহানবী صلى الله عليه و سلم কে অনেক বেশি ভালোবাসতেন বলেই তাঁর উপাধি হয়েছিল ''উম্মে আবিহা''।
ক্বিয়ামত পর্যন্ত নারীজাতির জন্য চরিত্রের সর্বশ্রেষ্ঠ উদাহরন স্থাপন করে গিয়েছেন মা ফাতিমাতুয যাহরা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها। তাঁর অসংখ্য ঈমান দীপ্ত ঘটনা রয়েছে, যেগুলা পড়লে এবং শুনলে আহলে ঈমান, ঈমানী জাযবা পায়।
।
শেষ কথা, صلى الله عليه و سلم প্রাণপ্রিয় কন্যা মা ফাতিমাতুয যাহরা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها এর জীবনী সবার মধ্যে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের বোনদের মা ফাতিমা رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها এর মত উত্তম চরিত্রের অধিকারী করুন, আমিন।
যেতে যেতে দুইটা হাদীস মনে করে নেয়া যাক,
নবীজি صلى الله عليه و سلم এরশাদ করেছেনঃ
"তাদের জন্য বেহেস্ত হারাম করা হয়েছে যারা আহলে বাইতের উপর অত্যাচার, অবিচার করবে।"
[সাওয়ায়েকে মুহরেকা ৭৯৫ পৃষ্ঠা, হাকে কারবালা ৭ পৃষ্ঠা।]
ইমাম আহমদ বিন হাম্বল رحمة الله عليه এরশাদ করেছেনঃ"আহলে বাইত রাসূল صلى الله عليه و سلم এর প্রতি যে বিদ্বেষভাব রাখবে সেই মুনাফিক ।"
[সাওয়ায়েকে মুহরেকা ১৭৪ পৃষ্ঠা, আহলে রাসূল ১০৬ পৃষ্ঠা।]
الحمد لله رب العالمين
০৯ ই জুন, ২০১৬ রাত ৩:০২
কেউ এক জন বলেছেন: দোয়া করবেন। দরুদ ও সালাম পৌছাবেন।
২| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:৫০
মহা সমন্বয় বলেছেন: মাশআল্লাহ.. অনেক কিছু জানা হল।
১৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৩
কেউ এক জন বলেছেন: দোয়া করবেন, নবীজি ﷺ ও নবীজিﷺ পরিবারকে দরুদ আর সালাম পৌছাবেন।
৩| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৪:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
৪| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:৩২
কোলড বলেছেন: Is it true that she had miscarriage due to being crushed under the door pushed open by Omar RA? This miscarriage supposedly contributed to her death.
১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭
কেউ এক জন বলেছেন: My deep apology for the late response, to my lack of knowledge, I don't have any reference (s) on that matter regards. In sha Allah if Allah may soon someday I'll get to make a post with thorough links with refs. Keep sending Darood and Salaam to RasulAllah ﷺ and Ahl al-Bayt, and keep me in your prayers.
৫| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২১
আমি দেলোয়ার বলেছেন: খুব সুন্দর লেখা। অনেক কিছুই জানতে পারলাম
৬| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২১
আমি দেলোয়ার বলেছেন: খুব সুন্দর লেখা। অনেক কিছুই জানতে পারলাম
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৬ রাত ২:০১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এত মর্তমান একটি পোষ্ট উপহার দেয়ার জন্য । খুব ভাল লাগল ।
ভাল থাকুন এ শুভকামনা রইল ।