![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্ধারে জোনাকের খোজে হাতড়ে বেড়ানো কোনো এক জন, এক প্রতিবেশীর মাথার পোকা আরেক প্রতিবেশীর মাথায় ছড়িয়ে বেড়ানো কোনো এক জন।
﷽
প্রায় অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه এর খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه তখন রাষ্ট্রীয় কোষাগার দেখাশুনা করতেন। মানে, অর্থমন্ত্রী ছিলেন হজরত আবু উবাইদা رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه।
ঈদের আগের দিন খলীফার স্ত্রী খলিফাকে বললেন - ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে। কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’। খলীফা বললেন,- ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই!'
পরে খলীফা উমর رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه বায়তুল মাল (অর্থবিভাগের প্রধান) হযরত আবু উবাইদা رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরনের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদাرضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه র চোখে পানি এসে গেল। উম্মতে আমীন হযরত আবু উবাইদা رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন - ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।
প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে হযরত উমর رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেল। আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া করলেন- ‘ হে আল্লাহ! আবু উবাইদার উপর রহম কর, তাঁকে হায়াত দাও।'
আমীন।
C: আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি
الحمد لله رب العالمين
২৯ শে জুন, ২০১৬ রাত ১:০৫
কেউ এক জন বলেছেন: আল্লাহ রহমানুর রাহীম আপনাকে এবং আমাকে এবং আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩১
ঘটক কাজী সাহেব বলেছেন: ঈদের আগের দিন খলীফার স্ত্রী খলিফাকে বললেন - ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে।
চিঠি পাঠ করে হযরত উমর رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেল। আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া করলেন- ‘ হে আল্লাহ! আবু উবাইদার উপর রহম কর, তাঁকে হায়াত দাও।'
আমীন।
আমিন।
২৯ শে জুন, ২০১৬ রাত ১:০৫
কেউ এক জন বলেছেন: সুম্মা আমীন, গোটা উম্মাতের জন্য দোয়া করেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
তখন আরব ও পুর্ব আফ্রিকার পৃথিবীতে কয়েকটা অর্ধ উট ও ভেঁড়া চরতো, অনেক মানুষ পাহাড়ের গুহায় থাকতো; প্রায় সবাই ছিলো অশিক্ষিত; ঐসব উডাহরণ আজকের উন্নত পৃথিবীতে অচল।