নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন কিছু এখনো হতে পরি নাই , যে নিজের নিয়ে লিখবো ।

েমা ফয়সাল হাসনাইন

শব্দ গুলো যখন লুকোতে পারি না তখন , লিখতে বসি।

েমা ফয়সাল হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান এর হারার কারন ম্যাচ ফিক্সিং এই নেন প্রমান ;);););)

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

মেস এ থাকার এই এক পেইন আপনার দিনে আপনাকে বাজার করতেই হবে তা সে রোদ বৃষ্টি যাই হোক । তো গত পরশু আমার বাজারের ডেট ছিল , সন্ধায় একটা কাজ থাকায় ৪ টার দিকে পারার বাজারে হাজির হইলাম বৃষ্টি মাথায় করে , বাড়ির আন্ডার গ্রাউন্ড ভারা নিয়ে কয়েকটা লোক মিলে বাজার বসাইছে , বেশিরভাগ দোকানদারি চেনা । বাজারে ঢুকেই সুনলাম তরকারি ওয়ালা ছেলেতা মুরগি ওয়ালা কাকাকে বলছে কাকা কত হইল রান , সে বলে ১৩৪ ।

ছেলে তা এটা সুনে আমার তরকারি মাপা শুরু করলো।

তো আমি লক্ষ করলাম সে তরকারি মাপে আর একটু পর পর টার মোবাইল এর দিকে তাকায় । তো আমি জিজ্ঞেস করলাম কি রে তোর মোবাইল এ কি টিভি দেখা যায় নাকি ?

সে বলে না , তবে ভাই ইন্টারনেটে খেলার রান দেকছি ।

শুনে তো আমি পুরা তাস্কিত , কয় কি হালায় ? তার পর আবার দেখলাম পাকিস্তানের রান বারলে কেউ কেউ সেই খুশি হয় , আবার জিম্বাবুয়ে ভালো বোলিং করলে কেউ সেই খুশি হয় ।

ব্যাপার টা দেখে তরকারি ওয়ালা ছেলেটাকে জিজ্ঞেস করালাম , ওই ক্রিকেট নিয়ে এইখানে কি হইতাছে , তাই বল তো ? সে গলা নামায় আমারে বলে ভাই বাজি ধরছি এই ম্যাচ নিয়ে , পাকিস্তান যদি ২৫৫ এর বেশি করে তো টাকা আমি পাবো আর এর কম করলে কাকা টাকা পাবে । আমি কইলাম কত বাজি ধরেছিস? ৫০০ টাকা ।

তাই তো বলি পাকিস্তান কাল ক্যান হারল আর আমি সেই মজা পাইলাম ;);););););)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

লিঙ্কনহুসাইন বলেছেন: পাকিস্তান যদি ১৫৫ এর বেশি করে তো টাকা আমি পাবো আর এর কম করলে কাকা টাকা পাবে
কাকা কি ক্রিকেট খেলা বুঝে নাকি ? পাকিস্তান তো ৩ উইকেটেই ৩১ ওভারে করেছিল ১৫৭ রান !! তাহলে সে কেন মাত্র ১৫৫ রানের বেশি করতে পারবেনা বলে বাজি ধরলো !!
আর পাকিস্তান প্রথম উইকেটে করেছিল ৫৬/১ আর ৮২/২ তার পরেও কেন এভাবে বাজি ধরলো ?

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

েমা ফয়সাল হাসনাইন বলেছেন: ভাই একটা ভুল করে ফেলছি ১৫৫ না হবে ২৫৫ ।

২| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: পাকিস্তান প্রথম উইকেটে করেছিল ৫৬/১ আর ৮২/২ তার পরেও কেন এভাবে বাজি ধরলো ?
আসলে ওদের মাথা ঘরম অইয়া গেছিল ।।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

েমা ফয়সাল হাসনাইন বলেছেন: ভাই মাথা গরম ওদের না , মনে হয় আমার হইছিল , তারাতারি লিখতে গিয়ে ২৫৫ রে ১৫৫ কইরা ফেলেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.