নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন কিছু এখনো হতে পরি নাই , যে নিজের নিয়ে লিখবো ।

েমা ফয়সাল হাসনাইন

শব্দ গুলো যখন লুকোতে পারি না তখন , লিখতে বসি।

েমা ফয়সাল হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ফ্ল্যাশব্যাক

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

তখন ছোট ছিলাম , বাজারে সুপার গ্লু নামক বস্তুর আগমন ঘটলো , স্কুলে গেলেই একটা গল্প অনেক ভবে শুনতাম এই জিনিস নিয়ে । গল্পটা অনেকটা এমন ছিলো, জানিস আমার এক মামার হাতে সুপার গ্লুতে দুই আঙুল লেগে গিয়েছিলো , তারপরতো আর ছুটে না , কত্ত টানাটানি , তারপর কি করবে , দুই আঙুলের ফাকে চাক্কু ঢুকিয়ে কেটে আঙুল ছুটাতে হয়েছে ।
তখন সুপার গ্লু দেখলেই মনে হইতো আঙুল এ লেগে যাবে তারপর কাটতে হবে চামড়া ।
তো একদিন বাসায় এসে দেখি টেবিলে সুপার গ্লু রাখা , মে বি ভাঙ্গা কাচের মগের হ্যান্ডেল লাগাবার জন্য আমার কলেজ পড়ুয়া বোন এনে রেখেছে , তখন সুপার গ্লু এক যাদু মন্ত্রের নাম , কাজ হোক আর না হোক তখনকার সবুজ বোতলে ভরা আটা গোলানো গাম এর দুনিয়ায় সে সুপার হিট ।
তবে আমি এখন জানি সুপার গ্লু তে দুই হাতের আঙুল লেগে যায় না এভাবে , ভাঙা মগও জোরা লাগে না ।
তবে সবুজ বোতলে ভরা গামে আটকানো একটা চিঠি অনেক কিছু জোরা লাগাতে পারে ।
আজ এই মোবাইল এর যুগে প্রেম গুলো সুপার গ্লু এর মত খুব জলদিই হয়ে যায় , তবে ভাঙ্গেও তাড়াতাড়ি , আর সাথে আছে প্রেমের গল্পের বাড়াবাড়ি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.