![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ গুলো যখন লুকোতে পারি না তখন , লিখতে বসি।
হাতে হাতঘড়ি পড়া মানেই যে সময় কে বন্দি করা না ,
তা কয়জনে বুঝতে পারে ?
সত্যি বলছি আমি বুঝিনি , প্রিয়তমা ।
কোন এক অবুঝ বালক একবার না বুঝেই ,
প্রতিজ্ঞা করেছিলো তোমার চোখে চোখ রেখে ।
তাই বুঝি এখন চশমা পড় ?
অভিশাপ সেই বালক কে যে আজ ,যে যুবক হয়ে তোমাকে নিয়ে রাত দুপুরে কাব্য করে ।
নিশ্চয়ই নিশি রাতে পরস্ত্রি নিয়ে কাব্য লেখা এক গর্হিত অপরাধ ।
তবে জেনে রেখো প্রিয়তমা ,
শুধু একটূ তোমার অভিশাপ এর জন্য আমি আজো কতোটা প্রতিক্ষায় আছি
আমি আজো ভেবে যাই তুমি অভিশাপ দিলেই ,
মুক্তি মিলবে , তুমি অভিশাপ দিলেই এই কালো অক্ষর গুলো
সাদা খাতা থেকে সাপ হয়ে দংশন করবে ।
তুমি অভিশাপ দিলেই তোমার নিয়ে লেখা সকল গান
কালো জাদু হয়ে ফিরে আসবে আমার দিকে ।
আর মুক্তি মিলবে এই আমার ।
চাতক যেমন বৃষ্টির জন্য প্রতিক্ষায় থাকে
আমিও প্রতিক্ষায় আছি ।
আমাকে তুমি মুক্তি দেবে ।
তাই আর ভালোবাসা চাই না প্রিয়তমা তোমার কাছে আজ
এক বুক অভিশাপ চাই ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: কখনো কখনো অভিশাপ ভালোবাসার থেকে বেশি দরকারি হয়ে পরে , ও আর হ্যা ধন্যবাদ নিলু ভাই ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
নিলু বলেছেন: অভিশাপ দিতে নেই , লিখে যান