![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ গুলো যখন লুকোতে পারি না তখন , লিখতে বসি।
সেই গত জন্মের অন্ধকার গুলো ফিরে আসছে আবার।
তোমার হাতের শেষ স্পর্শ যা ভাগ্য রেখা হয়ে এখনো আমার হাতের মাঝে।
তুমি তা জানো না, আমি জানি।
শেষ বিকেলের ভেজা বাতাস ,ডানায় লাগিয়ে উড়ে যাওয়া একলা পানকৌড়ি,
অথবা খয়েরি ডানার শালিক।
যারা অনেক আগেই স্থান পেয়েছে কাব্যে।
আমি তাদের দলে হারিয়ে খুজি না সেই দিন গুলো।
সেই দিন গুলোই আমাকে খুজে নেয় প্রতিদিন , প্রতি পদক্ষেপে।
জানো, কুয়াশা ঘেরা ধুসর সকাল আর রক্তিম সন্ধা।
আজ বুকের মাঝে স্থান করে নিয়েছে,
তোমার ভালোবাসায়।
একদিন যে বলেছিলে আমার সকাল সন্ধা দেবে ,তুমি ভুলে গিয়েছো,
সকাল সন্ধা ভুলে নি, তারা ঠিকই স্থান করে নিয়েছে।
প্রতি সকাল সন্ধায় স্নিগ্ধ কষ্ট আর রক্তিম হতাশা গুলো ঘিরে ধরে এই আমায়।
তখন প্রিয় কবিতার এক লাইন মাথার ভেতর অনবরত বেজে চলে।
কেন আমার হাতের ভেতর হাত থাকেনা ,কেউ জানে না ।
ও হ্যা তোমার তো কবিতা অনেক প্রিয় ছিলো।
জানো আজ সকল কবিতা গুলো না গুলিয়ে ফেলেছি।
রবীন্দ্রনাথ এর কবিতার মাঝে আজ হরহামেশাই ঢুকে যায় সুকুমার রায়।
কি অদ্ভুত তাইনা?
আসলেই অনেক কিছু অদ্ভুত
অদ্ভুতই তো এ বেচে থাকা তোমাকে ছাড়া।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: আপনাকেও নতুন বছরের সুভেচ্ছা
টাইপো জিনিস টা বুঝলাম না , একটু বুঝিয়ে দিলে খুশি হইতাম
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: টাইপিং মিসটেক আছে। সে বানান গুলো ঠিক করে নিবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই কিছু টাইপো আছে একটু খেয়াল করা উচিত, না হলে পড়তে গেলে কবিতার আবেদন নষ্ট হয়ে যায়।
নতুন বছরের শুভেচ্ছা।