নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

"বাংলার জমিদার বাড়ী" - পর্ব ৪ (লাখুটিয়া জমিদার বাড়ি)

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯





নদীমাতৃক বাংলাদেশের জলের রাজ্য দক্ষিণের বৃহত্তর বরিশাল। আর এই বরিশাল জেলার বিখ্যাত জমিদার বাড়ী “লাখুটিয়া জমিদার বাড়ী”। বরিশাল শহর হতে উত্তর দিকে প্রায় আট কিলোমিটার গেলে পড়ে লাখুটিয়া বাজার। শহর হতে এই বাজার যাওয়ার পথে লাখুটিয়া বাজারের কিঞ্চিৎ আগে বাবুরহাট মোড়। বাবুরহাট মোড় থেকে ইট বিছানো পথ ধরে এগিয়ে গেলে পৌঁছে যাবেন একডালা ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা লাখুটিয়া জমিদার বাড়ী।



জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্পবিস্তর ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। উন্নতবিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেইসকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, ক্ষয়ে যায় অস্থি-মজ্জা সকল, ঘুণে ধরে বিচূর্ণ হয় ইতিহাসের পাতা। অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচেতে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজবাড়ীসহ আরও কত স্থাপনা। আর এই সব স্থাপনার কিছু কথা এই বোকা মানুষটার ছেঁড়া খাতায় লিখে রাখার প্রয়াস হল এই “বাংলার জমিদার বাড়ী” সিরিজ।



জমিদার বাড়ী সিরিজের সব লেখাঃ "বাংলার জমিদার বাড়ী"



তো বাবুরহাট মোড় থেকে ইট বিছানো পথ ধরে এগিয়ে গেলে হাতের ডান পাশে পাবেন লাখুটিয়া’র জমিদারদের মন্দির আর সমাধিসৌধ। এই স্থাপনাগুলোর বেশীরভাগই আটচালা দেউল রীতিতে তৈরি। শিখররীতির কিছু মন্দিরও চোখে পড়বে। কয়েকটি মন্দির এখনো প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। খোসালচন্দ্র রায় লিখিত বাকেরগঞ্জের ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, লাখুটিয়া জমিদার বাড়ী’র জমিদারদের আদিপুরুষ ছিলেন রূপচন্দ্র রায় নামক জনৈক ব্যাক্তি। তার হাত ধরে প্রতিষ্ঠা পায় লাখুটিয়া জমিদার বংশ।







পরবর্তীতে রূপচন্দ্র’র পৌত্র রাজচন্দ্র রায়ের সময়কাল হতে লাখুটিয়া’র জমিদারদের প্রতিপত্তি বাড়তে থাকে। বর্তমানে যে জমিদার বাড়ীটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তা এই রাজচন্দ্র রায়ের সময়ই তৈরি হয়েছিল। জমিদার রাজচন্দ্র তার জমিদার বাড়ী হতে কিঞ্চিৎ দূরে একটি হাটের গোড়াপত্তন করেছিলেন। এই হাটই বাবুরহাট নামে পরিচিত ছিল।



রাজচন্দ্র ছিলেন প্রজা সদ্য় একজন জমিদার। জমিদার শব্দটি শুনলে যেমন অত্যাচারী একজন শাসকের চেহারা ভেসে উঠে, রাজচন্দ্র ছিলেন সম্পূর্ণ তার বিপরীত। তিনি তার জমিদারীর পুরোটা সময় জুড়ে সজাগ ছিলেন প্রজাদের উন্নয়নের দিকে। জেলা শহর বরিশালের সাথে যে সংযোগ সড়ক রয়েছে লাখুটিয়ার, তা এই রাজচন্দ্রের সময় তৈরীকৃত। তার সময় হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব ঘটা করে উদযাপিত হত।







লাখুটিয়া জমিদারদের সব থেকে সুন্দর স্থাপনা হলো মন্দিরগুলো। সবচেয়ে উঁচু মন্দিরের শিলালিপি থেকে জানা যায়, অস্ট্রেলিয়া প্রবাসী পংকজকুমার রায়চৌধুরী তাঁর স্বর্গত পিতা সুরেন্দ্রকুমার রায়চৌধুরী এবং মাতা পুষ্পরানী রায়চৌধুরীর পুণ্যস্মৃতির উদ্দেশে এটি তৈরি করেছেন। লোহার দরজা পেরিয়ে জমিদারবাড়ির মূল প্রবেশপথের বাঁ পাশে রয়েছে শান বাঁধানো ঘাটওলা সুন্দর একটি পুকুর। জমিদার বাড়িটি এখন বিএডিসির তত্ত্বাবধানে আছে। বাঁ পাশে বিএডিসির ট্রাক্টর রাখার ঘর আর ডান পাশে তাঁদের গোডাউন আর অফিস কক্ষ। পেছনে আছে পাকা উঠান,বীজ শুকানো হয়। বাড়ির তিন ধারে ধানের জমি।



কিভাবে যাবেনঃ ঢাকার সদরঘাট থেকে বরিশাল যাওয়ার অনেক লঞ্চ মেলে। ভাড়া ২৫০-৬৫০০ টাকা (ডেক-কেবিন)। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে প্রথমে যেতে হয় শ্মশান মোড়। সেখান থেকে লাখুটিয়া বাবুরহাটে যাওয়ার টেম্পো পাওয়া যায়। ভাড়া ১৫ টাকা।



ইনফো কার্টেসিঃ

বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন-সাইফুল আহসান বুলবুল

বাকেরগঞ্জের ইতিহাস - খোসালচন্দ্র রায়

http://barisalsadar.barisal.gov.bd/node/820717

Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ইতিহাসের গল্প
ভাল লাগল
যদি সময় পাই অবশ্যই এসব ঐতিহাসিক নিদর্শন দেখার অভিপ্রায়
থাকল ।।
পোস্টে ধন্যবাদ

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ পরিবেশ বন্ধু। সিরিজের সবকয়টি লেখায় দাওয়াত রইল।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

সাদা মনের মানুষ বলেছেন:
হাসান ভাই, এমন ভ্রমণ বা ঐতিহাসিক বা গ্রামীন বা ছবি পোষ্ট আমি ভীষণ ভালোবাসি। সব চেয়ে ভালো লাগে আপনার সাবলীল লেখনি, সেই সাথে যাতায়াতের বিস্তারিত দিকনির্দেশনা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, সাদা মনের মানুষ। কিন্তু হাসান ভাই হতে তথ্য নিয়ে লেখা না হয় লিখলাম, কিন্তু এই বোকা মানুষটারে ধন্যবাদ দিলেন না কেন? ;) ;) ;)

আমার ব্লগে স্বাগতম আপনাকে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ব্লকড বলেছেন: সিলেট টু বরিশাল একটা জার্নি করার প্রবল ইচ্ছা ছিল এই শীতে। দেখা যাক কি হয়। আপনি কি বরিশাল এর? ইমেইল এড্রেসটা দিতে পারবেন? যোগাযোগ করতাম। :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: না ভাই, আমি বরিশালের না। আমি পুরাতন ঢাকার ছেলে।

লেখাটি পড়া এবং মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এই রকম পোস্টের জন্যে শুভেচ্ছা । :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, আপনাকে আমার ব্লগে স্বাগতম। আশা করি পুরো সিরিজ জুড়ে আপনাদের সঙ্গ পাবো।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, মামুন ভাই। সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সাজিদ ঢাকা বলেছেন: সেই নাম লাখু :P :P কুয়াকাটা ঘুইরা নথুল্লাবাদ আসছি বরিশাল ঘুরবো , , পকেটে দেখি ১৫০ + টাকা , , পরে ঢাকায় আইসা গেলাম :( :(

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, সাজিদ। আপনার মত যদি ঘুরতে পারতাম, ভালো লাগত খুব।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ পোস্ট +++++
প্রিয়তে.....

চালিয়ে যান পাশে আছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন, বরাবরের মত সাথে থাকার জন্য। আন্তরিক ভালবাসা।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো পোষ্ট, আসলেই অবহেলায় অনাদরে আমরা আমাদের অমূল্য অনেক সম্পদ হারাতে বসেছি। তাকে অন্তত ডিজিটালি পরিচয় করিয়ে দেবার আপনার এই প্রচেস্টার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রেজওয়ানা আলী তনিমা, পাঠ এবং মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর পোস্ট। অনেকের কৌতূহল এবং ভ্রমণের উৎসাহ বাড়াবে।

শুভেচ্ছা নিরন্তর।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

এহসান সাবির বলেছেন: দারুণ পোস্ট

+++++

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত্তগুলান পিলাছের জন্য এহসান সাবির ভাই আপনাকে ধন্যবাদ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

ইভেন বলেছেন: #ব্লকড আমার মনে হয় আমি আপনাকে ‍সিলেট থেকে বরিশাল যাওয়ার জন্য সাহয্য করতে পারব। আপনার অনুসন্ধান গুলো আমাকে জানান।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্লকড আপনি বরিশাল যাওয়ার আগে ইেভন সাথে যোগাযোগ করতে পারেন।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৭

মাদিহা মৌ বলেছেন: এটা তো মঠের মত লাগছে …

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মঠের অংশগুলোই টিকে আছে, বাকী সব গেছে ক্ষয়ে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.