নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

কর্মচারীর টাকায় কোম্পানির প্রচারণার ভন্ডামি - CSR এর অপব্যবহার

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৬



সরকারি বেসরকারি সংস্থা/কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের টাকা বন্যার্তদের দাণ করার প্রচার দেখে প্রশ্ন জাগে কোম্পানিগুলোর মালিকেরা কত টাকা প্রদান করছেন? আর সেই দাণের টাকা কোথায় কোন ফান্ডে দিয়ে কোন রকমের সুবিধা (সিএসআর, মার্কেটিং পাব্লিসিটি, সোশ্যাল মিডিয়ায় পাব্লিসিটি, ট্যাক্স রিবেট সহ আরও অনেক কিছুই হতে পারে) নিচ্ছে? কোন কোম্পানি ঘোষণা করুক আমার কোম্পানির নেট প্রফিটের এক শতাংশ বন্যার্তদের ত্রাণ ফান্ডে দাণ করলাম...

কর্মচারীদের বেতনের টাকায় প্রতিষ্ঠান এর প্রচারণা কতটুকু যৌক্তিক এবং নৈতিক?

এমপ্লয়িদের টাকার দাণে কোম্পানির প্রচারণা কেন হবে? এমন কি জনগণের দাণের টাকায় অনেক সংস্থারও পাব্লিসিটি হয় এসকল দূর্যোগের সময়ে। কিন্তু কোন সংস্থাকে এই মর্মে ঘোষণা দিতে দেখি না যে, "আমরা শুধু একটা প্লাটফর্ম হিসেবে সকলের জন্য কাজ করছি, মূল দাতা জনগণ, তাদের দাণের অর্থ দিয়ে আমাদের ব্যবস্থাপনায় ত্রান কার্যক্রম চলছে"। আসলে আমাদের চিন্তাধারায় সমস্যা, দৈন্যতা মানসিকতায়। ব্যক্তি লেভেলে অনেককে দেখেছি যাকাতের টাকা দিয়ে কোন বিপদগ্রস্তকে সাহায্য করে সেটা বড় গলায় সবাইকে জানাতে। আর কোম্পানিগুলো যেখানে সঠিক হারে ইনক্রিমেন্ট দেয়া, আর্নলিভ প্রদান, লিভ এনক্যাশমেন্ট, প্রফিট পার্টিসিপেশন, প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য এমপ্লয়ি বেনিফিট যথাযথভাবে প্রদানে বেশীরভাগ ক্ষেত্রেই অনীহা প্রকাশ করে; সেখানে এমপ্লয়িদের একদিনের বেতনের টাকা দূর্যোগের সময় ত্রান ফান্ডে প্রদান করার বিষয়টা কোম্পানির পাব্লিসিটিতে ব্যবহার করাটা কোন মতেই যৌক্তিকতায় পড়ে না। কিন্তু এই বিষয়টা তাদের বলবে কে? বেশীরভাগ কর্পোরেট টপ লেভেলের এমপ্লয়ি দেখেছি এসব ইস্যুতে মুখে কুলুপ এঁটে রেখে নিজের আখের গোছাতে। তাদেরকেও দোষ দিয়ে লাভ কি? প্রাইভেট জবে " টার্মিনেশন" এ কোন আইন নাই কোনখানেই। জাতীয় এবং ধর্মীয় উৎসবে সরকারি ছুটিতে অফিস খোলা থাকার প্রতিবাদ করায় দেশের শীর্ষ স্থানীয় টেলিকম কোম্পানিতে এক শীর্ষ কর্মকর্তার চাকুরী হারানোর ঘটনা নিজে প্রত্যক্ষ করেছি। যদিও তার সেই ঘটনার জেরেই পরবর্তীতে সেই ছুটি কোম্পানি প্রদান করেছিলো।

কর্পোরেট ভন্ডামি বন্ধ করে প্রকৃত "কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি"র চর্চা দেখতে চাই দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে।

সংযুক্তি ০১ঃ ঢাবিয়ান বলেছেন: কর্মচারীদের বেতন কেটে নিয়ে তা বন্যার্তদের ফান্ডে যাচ্ছে কিনা সেটাও খোজ নেয়া দরকার।

এই প্রসঙ্গে বলতে চাই, এমপ্লয়িদের বেতন থেকেই টাকা কাটা হচ্ছে। অনেকক্ষেত্রে সমপরিমাণ টাকা কোম্পানির কন্ট্রিবিউট করার কথা থাকলেও এটা পালন পর্যন্ত হচ্ছে না। এই প্রসঙ্গে আমার এক বন্ধুর কাছ থেকে আজকে পাওয়া ফিডব্যাক: ভাই কোম্পানিগুলা যা দান করতাছে মোস্ট অফ আমাদের বেতন এর টাকা কেটে। আমি প্রস্তাব দিসি আমাদের এক দিন এর যা হবে সমপরিমান কোম্পানি থেকে দেয়া হোক, পরে পে অর্ডার এ দেখলাম শুধু আমাদের থেকে কেটে রাখাটাই ত্রান তহবিলে প্রদান করেছে। এইটাই CSR

সংযুক্তি ০২ঃ গতকাল টেলিভিশন বিজ্ঞাপনে দেখি বিকাশে ৪,৫০০ টাকা কার্ড টু বিকাশ এডমানি করলে ২৫ টাকা বন্যার্তদের রিলিফ ফান্ডে প্রদান করবে। অথচ এক সপ্তাহ আগেও একই অফারে ৫০ টাকা ক্যাশব্যাক অফার ছিলো। সেই পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অফার হতে পঁচিশ টাকা কমিয়ে সেটা বন্যার্তদের ফান্ডে প্রদান। এগুলোই হলো হিপোক্রেসির সিএসআর। পাব্লিকের টাকায় নিজেদের প্রচার। নীচের লিঙ্কে এরকম বিষয়ে লিখেছিলাম বছর দশেক আগে - কর্পোরেট মানবতায় না ঝাঁপিয়ে খুঁজে ফিরুন আশেপাশের মানুষের জন্য মানবতা

বাংলাদেশের কর্পোরেট সেক্টর এর পাব্লিক সেন্টিমেন্ট নিয়ে খেলার বিষয়ে বহু বছর আগে কিছু লেখা লিখেছিলাম এই সামু ব্লগেই:
* প্রিন্টেড এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন - ETHICS!!! আর মিথ্যার বেসাতী এবং নির্লজ্জ প্রদর্শন।
* সামলে রাখুন আপনার আবেগকে, ছিনতাই হতে পারে বেনিয়াদের হাতে
* কর্পোরেট মানবতায় না ঝাঁপিয়ে খুঁজে ফিরুন আশেপাশের মানুষের জন্য মানবতা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার নিক "বোকা মানুষ বলতে চায়" হলেও পোস্টের বিষয়ে আপনি যথেষ্ট পান্ডিত্যের পরিচয় দিয়েছেন বলে আমার মনে হয়েছে। আপনার মতামতকে সমর্থন জানাই। ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ইফতেখার ভূইয়া। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

২| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫০

নতুন বলেছেন: এটা নিয়ে মিডিয়াতে আলোচনা হতে হবে, তবেই বন্ধ হবে।

আলোচনা না করলে কাজ হবেনা।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এসব ফালতু বিষয় নিয়ে আলোচনা করার সময় কোথায় মিডিয়ার? বিজ্ঞাপন যাদের আয়ের একমাত্র উৎস, সেখানে সেই বিজ্ঞাপনদাতাদের তথাকথিত সিএসআর প্রচারণাকে প্রশ্নবিদ্ধ করার মতো বোকামি কি তারা কখনো করবে? আর সোশ্যাল মিডিয়ায় পাবলিক এসব আলোচনায় কতটুকু আগ্রহী তাই আমার কাছে প্রশ্নসাপেক্ষ?

৩| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৮

অস্বাধীন মানুষ বলেছেন: সত্য তুলে ধরেছেন। লেখার সাথে সহমত।

২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

৪| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০৬

ঢাবিয়ান বলেছেন: কর্মচারীদের বেতন কেটে নিয়ে তা বন্যার্তদের ফান্ডে যাচ্ছে কিনা সেটাও খোজ নেয়া দরকার।

২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকল প্রশ্নের উত্তর এতো দিনে সবাই পেয়ে গেছে নিশ্চয়ই। B:-)

৫| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫

দেখা হবে রাজপথে বলেছেন: ব্রাক হলো এই দেশের সবচাইতে বড় হারামি এন জি ও এরা যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান ফেঁদেছে তার সবগুলোই মানুষকে চুষে খাওয়ার যন্ত্র। অধিকাংশ কর্পোরেট কোম্পানি মাছের তেলে মাছ ভাজে।

২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কথাটা আংশিক হলেও সম্পূর্ণ সত্য নয় বলে আমার ব্যক্তিগত অভিমত।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.