নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ আমার রব

হাসান সাইদুল

পরম করুনাময় আল্লাহর ছোট একটা সৃষ্টি সাদা-মাটার এই আমি। আল্লাহ আমার রব...

হাসান সাইদুল › বিস্তারিত পোস্টঃ

সুশীল অবস্থায় ফিরে আসুক ডাক

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

“প্রেম যদি হয় জীবনের ব্যাপক তবে প্রেমের সমার্থক শব্দ হচ্ছে ‘যোগাযোগ’”
যোগাযোগ ছাড়া আন্তরিকতা জন্মায় না। বর্তমান প্রজন্ম হয়তো ভুলে গেছে পোস্ট অফিস কি? বা এর কার্যক্রম কার্যকারিতা কি? না এটা অবাক হওয়ার কিছু না। ইমেল ইয়াহু ফেইসবুক যোগাযোগ যেখানে একক্লিকে সেখানে শুধু ‘পোস্ট মানে পাঠানো’ই এই প্রজন্ম জানতে পারে। বাস্তবে এর পরখ তাদের নিস্প্রয়োজন।

হ্যা, এক সময় প্রিয়জন কিংবা পরিবারের কেউ ঘর কিংবা গ্রামের বাহিরে কোথাও গেলে কোথায় আছে কেমন আছে ঠিক মত পৌছিয়েছিল কিনা জানার জন্য এক মাত্র ভরসা ছিল ডাক মানে পোস্ট অফিস। তীর্থের কাকের মত অপেক্ষা করা হত প্রিয়জনের খবর পাওয়ার জন্য। এক স্থান থেকে গন্তব্যে টাকা পাঠানোর উল্লেখযোগ্য মাধ্যম ছিল আমাদের ডাক ব্যবস্থা। প্রযুক্তির নানামুখি উন্নয়নের দরুন ডাকযোগাযোগ এখন না হলে কিছু দিন পর স্বপ্ন হয়ে থাকবে যাদুঘরে। হরেক জাতের কুড়িয়ার সার্ভিস আর সরকারি কর্মকর্তাদের চরম অবহেলায় ধ্বংসের ধারপ্রান্তে আমাদের জাতীয় যোগাযোগ মাধ্যম পোস্ট অফিস। ঢাকার আনাচে কানাচে প্রভূহীন পথের কুকুরে মত দাড়িয়ে থাকা পোস্টবক্সগুলো যেন ময়লার ভাগাড়। অনেক বক্স খোলাও হয়না। পোস্ট অফিসে গেলে দেখা যাবে নানামুখি অবহেলা আর লাঞ্চনার দৃশ্যপট। এ শুধু যে সরকারের দায়বদ্ধতায় তা নয়। আবার দায়হীনও নয়।

সাধারন মানুষ চায় দ্রুত কার্যক্রম সে দিক থেকে হরেক জাতের কুড়িয়ার সার্ভিস তাদের সেবাগুলো দ্রুততার সাথে দিয়ে থাকে। সে দিক থেকে বাংলাদেশ ডাক বিভাগ অনেক পিছিয়ে। সরকার যদি পোস্ট অফিসের কার্যক্রম দ্রুততার সাথে সেবা দানে বদ্ধপরিকর হয়। আমি আশাবাদী জাতীয় ডাক যোগাযোগ আগের অবস্থানে ফিরে আসবে ইনশাল্লাহ...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: ডাক যোগাযোগই ছিল এক সময় মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। এখন এটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর জন্য বাংলাদেশের অব্যবস্থাই দায়ী।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

মাধব বলেছেন: চিঠি লিখতে মন চায়।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

হাসান সাইদুল বলেছেন: লিখে ফেলুন প্রিয়জনের কাছে চিঠি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.