নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেলাল হোসেন

কি আর বলব? আস্তে আস্তে সবই টের পাবেন। কিছু বলা লাগবে না। তবে এইতুকো যানিয়ে রাখি ধর্মের প্রতি অঙ্গভঙ্গি সহ্য করতে পারি না।রাগ মাথায় উঠে যায়। আর একবার তা উথলে মাথায় পানি থাকেনা রক্ত তো দুরকি বাত হায়।

হেলাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ চাই

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:০৩

হামিদুল ইসলাম ওরফে আসিফ। আমাদের এক বড় ভাই। উপরের ক্লাসে পড়েন। তাছাড়া বয়েসের দীক থেকেও অনেকটা বড়। কিন্তু আজও পর্যন্ত মোবাইল কিনেন নি। অথচ আমী মোবাইল ব্যাবহার করি প্রায় ৬বছর আগথেকে। অনেকেই অনেকবার তাকে কতকিছু বলেছেন কিন্তু আল্লাহর বান্দা কোন কোথাই শুনেন না। কারণও আছে বটে। এক পড়া লেখার প্রতিবন্ধকতা টেনে আণে। এছাড়াও তার রয়েছে বেক্তিবিশেষ কিছু কারণ। যাইহোক অবশেষে যানতে পারলাম ভাইজান মোবাইল কিনতে রাজী হয়েছেন স্বল্প মূল্লের। তো আমাকে জিজ্ঞাস করলেন কী মোবাইল কীনা যায়। আসলে আমার এই সম্পর্কে তেমন কোন অভিজ্ঞতা নাই বললেই চলে তাই আপনাদের কছে পরামর্ষ চাচ্ছী চার থেকে ছয় হাজারের মধ্যে কী ধরণের মোবাইল কিনা যায়। জানালে কৃতজ্ঞ হব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:

আমারও মোবাইল নেই; পরামর্শ দেয়া সম্ভব হলো না।

২| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৫

হেলাল হোসেন বলেছেন: দারুন তো আপনার মন্তব্বটা কিন্তু দুঃখিত আপনাকে কোন কিছুই দিতে পারলাম না বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.