![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৩৮১ জন প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা নিয়োগ দেয়ার লক্ষ্যে আগামী সপ্তাহে ৩৬ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দিতে যাচ্ছে ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন’।
মেধাবী চাকুরী প্রার্থীদের জন্য এটা একটা মোক্ষম সুযোগ নিজের স্বপ্নের এবং পছন্দের একটা স্মার্ট চাকুরী বাগিয়ে নেওয়ার।
কি কি নতুন সুযোগ নিয়ে আসছে ৩৬ তম বিসিএস নিয়োগ পরীক্ষা?
চলুন এক নজরে দেখে নেই সুযোগগুলোঃ
১। সবচেয়ে বেশী সংখ্যক কর্মকর্তা নিয়োগঃ
গত ২ টি নিয়োগ পরীক্ষার চেয়ে বেশী সংখ্যক কর্মকর্তা নিয়োগ করা হবে ৩৬ তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে।
-৩৪ তম বিসিএস-এ শুন্য পদ ছিল ২০৫২ টি
-৩৫ তম বিসিএস-এ শুন্য পদ ছিল ১৮০৩ টি
-৩৬ তম বিসিএস-এ শুন্য পদ হচ্ছে ২৩৮১টি, যা সবচেয়ে বেশী।
২। শিক্ষা ক্যাডারে বেশী সংখ্যক শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবেঃ
শিক্ষা ক্যাডারে ১০৯৫ জন শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ২৭ টি ক্যাডারের মধ্যে বিভিন্ন কারণে অনেকেরই প্রথম বা দ্বিতীয় পছন্দের ক্যাডার হচ্ছে শিক্ষা ক্যাডার। এই ক্যাডারে নিজের মত করে ভেকেশন (প্রায় ৩ মাস) কাটানো যায়, সরকারী স্কলারশীপে বিদেশে এমএস, পিএইচডি করা যায়। অনেক ভাবেই সৎ উপায়ে বাড়তি আয়ের সুযোগ আছে।
তাছাড়া, সরকার শিক্ষা ক্যাডারের জন্য আলাদা বেতন-স্কেল ঘোষণা করবে বলে গত সপ্তাহেও শিক্ষামন্ত্রী বলেছেন, যা সাধারণ ক্যাডারের চেয়ে বেশী। মেধাবীদের শিক্ষকতা পেশায় আনতে সরকারের এই উদ্যোগ বলে জানা গেছে। তাই যাদের এই ক্যাডার পছন্দের, তাদের জন্য এটা একটা বিরল সুযোগ বটে!
৩। এই প্রথম বারের মতো তথ্য ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা কর্মকর্তা নিয়োগঃ
প্রায় ২০০ জন কম্পিউটার বিষয়ক শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তাই যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করেছেন তাদের জন্য স্পেশালাইজড কর্মকর্তা হওয়ার সুযোগ এসেছে। লেগে পড়ুন!
বিসিএস-প্রশাসন, ফরেন সার্ভিস, পুলিশ, টেক্সেশন ইত্যাদি প্রথম সারির পছন্দের পদ গুলোতে প্রায় আগের বিসিএস গুলোর সম-সংখ্যক কর্মকর্তাই নিয়োগ দেওয়া হবে।
বেশী সংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া মানে আপনার চাকুরী পাওয়ার সম্ভাবনা অনেক বেশী।
কিন্তু তারপরও কি প্রতিযোগিতা-লড়াই কমে যাবে?
মোটেওনা! কঠিনতর থেকে কঠিনতম প্রতিযোগিতা হবে।
কারণ, পদের তুলনায় পাল্লা দিয়ে প্রতিযোগীর সংখ্যা দিন-দিন বাড়ছে। গত বিসিএসগুলোর পরিসংখ্যান থেকে দেখা যায় যে, প্রতি বছর গড়ে প্রায় ২০-২৫% করে বিসিএস চাকরি-প্রার্থী বেড়ে যাচ্ছে।
তাতে কি হয়েছে!
‘ দু’শ জন কর্মকর্তা নিয়োগ দিলেও আমার চাকরি হবে’- এধরণের কঠিন মানসিকতা নিয়েই পরীক্ষার জন্য আপনাকে পড়াশুনা করতে হবে।
মনে রাখতে হবে যে- যারা বিসিএস পরীক্ষা দিয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়, আর যারা পায় না, তাদের মধ্যে মেধা বা যোগ্যতার ব্যবধান খুবই অল্প।
৩৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে আপনি কতটা প্রস্তুত?
আপনার Readiness টেস্ট করে নিতে পাড়েন বিভিন্ন ভাবেঃ
# বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য যেভাবে পড়বেন তা জানতে এখানে ক্লিক করুনঃ
# প্রিলিমিনারী পরীক্ষাতে কোন৩ টি মারত্মক ভুল করা যাবেনাতা জানতে এখানে ক্লিক করে পড়ে নিতে পাড়েন।
view this link
# বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতি সমস্যা নিয়ে একটা চমৎকার জরিপের রিপোর্ট পড়ুন এখানেঃ রিপোর্ট লিঙ্ক
ধন্যবাদ।
তথ্য-সুত্রঃ
১। Click This Link
২। http://www.bcsexam.com
২| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৩৩
আহসানের ব্লগ বলেছেন: গ্রেড নাই
৩| ২২ শে মে, ২০১৫ রাত ১:১৭
ইসটুপিড বলেছেন: এই পাওয়ারের লোভে বিসিএসের লিগা জুয়ান পুলাপানের ক্রেজ দেইখা অবাক লাগে, কষ্টও লাগে যে এইটার লিগা কত লুকে চাকরিতে ঢুকনের বয়স পার কইরা ফালায় কুনু কিছু ছাড়া। এই যে লেখছেন পোস্ট বাড়াইছে- এইডা দেইখ্যা ঝাপায়া পড়ব নতুন পাস করা গুলা। শিক্ষা ক্যাডার দিয়া দুইন্ন্যার অলস লুকজন পয়দা করা হইতাছে বছরের পর বছর।
৪| ২২ শে মে, ২০১৫ রাত ৩:১৮
মেহেদী_বিএনসিসি বলেছেন: কিছু মামুর জোর নিয়া আর কতোগুলো গৎবাধা জিনিষ মুখস্ত কইরাই প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন হওয়া যায়........করা যায় নানান ফন্দী ফিকির। একবার কোনরুপে সুই হয়ে প্রশাসনে ঢুকতে পারলে ফাল হয়ে বের হওয়াটা সময়ের ব্যাপার............তার উপ্রে বাপের কোনরকমের একখান মুক্তিযুদ্ধের সার্টিফিকেট থাকলেতো কথাই নাই।
৫| ২২ শে মে, ২০১৫ সকাল ১০:১৮
েরজাউল বারী বলেছেন: লক্ষ লক্ষ বেকারের দেশে চাকুরী আর সোনার হরিণ নাই তার চেয়েও বেশী কিছু।
৬| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:৩১
এজজিলারেটেড উইন্ড বলেছেন: ধুর মিয়া পুলিশের জন্যে কি দিসে ? কিছুই ত দেয় নায়।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৫ রাত ১১:৪৬
বটের ফল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে হেল্পফুল পোষ্টটি করার জন্য। কাজে লাগবে অনেক। ভালো থাকবেন। +++