নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

একরাতের ঐ গণিতবিদ p(x)=x^4−4x^2+2 এর মত ত্রিঘাতি,চতুর্ঘাতি,পঞ্চঘাতি সমীকরণ একলাইনে সমাধান করার উপায় দেখিয়ে গেলেন . . .

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

. . . ডুয়েলের আগের রাতে গ্যালোয়া বুঝতে পারলেন এই রাতটি তার জীবনের শেষ রাত,

রহস্যময়ী মেয়েটার সাথে এই খ্যাপা ভবঘুরে কমিউনিস্ট গণিতবিদের কেমন করে ভালবাসা হল কেউ সেটা জানে না মেয়েটা আবার প্যারিসের এক অভিজাত খ্যাতিমান শুটারের বাগদাত্তা ।

কাজেই সেই শুটার স্বাভাবিক ভাবেই গ্যালোয়াকে সামনাসামনি ডুয়েলে আহবান করল,



ডুয়েলের আগের রাতে তেজস্বী হতভাগ্য ২০ বছর বয়সী সেই যুবক কলম নিয়ে রাত জেগে তার থিওরেম গুলো লিখতে বসল, লিখতে লিখতে সে দেখল সময় চলে যাচ্ছে কাগজে লিখছে "ইশ হাতে সময় নেই . . ."

মাঝে মাঝে মেয়েটার নাম লিখছে, তারপর আবার থিওরেমগুলোতে ফিরে আসছে। রাত ভোর হল,

গ্যালোয়া মরে গেল

গ্যালোয়ারা মরেই যায়

কিন্তু একরাতের ঐ গণিতবিদ p(x)=x^4−4x^2+2 এর মত ত্রিঘাতি,চতুর্ঘাতি,পঞ্চঘাতি সমীকরণ একলাইনে সমাধান করার উপায় দেখিয়ে গেলেন . . .



এই গল্পটার প্রতিটা শব্দ সত্য, প্রতিটা ছত্র সত্য, কিন্তু খুব চমকপ্রদ ভাবে

গল্পটার কিছু অংশ কেন কেন যেন আমাদের কারো কারো জীবনের সাথে খুব আশ্চর্যভাবে মিলে যায়,

তারপর রাত হয় ঘুম আসে, ঘুমের মধ্যে মনে হয় জীবনটা তো সুন্দর

খারাপ না, নাকি আরেকটু সুন্দর হতে পারত ?



void(1);



আমি শুনে হাসি ,আঁখি জলে ভাসি; এই ছিল মোর ঘটে,

তুমি মহারাজ ,সাধু আজ; আমি আজ চোর বটে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

তারছেড়া লিমন বলেছেন: তারপর রাত হয় ঘুম আসে, ঘুমের মধ্যে মনে হয় জীবনটা তো সুন্দর
খারাপ না, নাকি আরেকটু সুন্দর হতে পারত ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.