![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
এ বছর একুশে বইমেলার নীতিমালার ৬.১ ধারা
"অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশকরা কেবল বাংলাদেশে
মুদ্রিত ও প্রকাশিত বাংলাদেশের লেখকদের মৌলিক/ অনূদিত/ সম্পাদিত/ সংকলিত
বই বিক্রি করতে পারবেন।"
মানে বিদেশি লেখকদের বই এবারের বইমেলায় পাওয়া যাবে না ।
আইন করে বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কবি রবীন্দ্রনাথের বই বইমেলায় নিষিদ্ধ করা হচ্ছে ! ! !
এখানে একটু কথা আছে , বিদেশী বলতে কিন্তু আমরা মূলত ভারতীয় বই গুলোকেই বুঝি ,
ভারত যেখানে আমাদের চ্যানেল তাদের দেশে দেখায় না তেমনি আমরাও আমাদের দেশে তাদের বই বিক্রি করতে দেব না , সহজ কথা
কিন্তু ভারতীয় চ্যানেল বন্ধ না করে বই নিষিদ্ধ করা কি খুব যুক্তি সঙ্গত ?
আপনাদের একটু মনে করিয়ে দেই ২০০৭-৮ এর দিকে একবার ভারতীয় চ্যানেল বন্ধ করার একটা প্রচেষ্টা হয়েছিল কিন্তু আমাদের গুলশান, বনানীর
অভিজাত শ্রেণীর মানুষরা তা মেনে নিতে পারেনি , যাদের মনে আছে তারা জানেন এমনকি তখন মিছিল পর্যন্ত করা হয়ে ছিল,
আজকে আমাদের দেশে মীনার থেকে ডোরেমনের জনপ্রিয়তা বেশী , কারণও খুব সহজ দেশে ২১টা চ্যানেল যার মধ্যে ৪টা নিউজ ,বাচ্চাদের চ্যানেল নেই কেন ?
আপনিই বলেন যদি প্রিয় কার্টুনটা বাংলায় পাই তাহলে অন্য ভাষায় কে দেখবে ? কেন দেখবে ??
কিন্তু দেখেন ফেসবুকের মত সাম্যবাদী সামাজিক সাইট গুলোতে ভারতীয় বাঙ্গালীদের থেকে
আমাদের আধিপত্য অনেক অনেক বেশী ।
তাই বলছি নিষিদ্ধ করা সমাধান নয় এটা অন্ধত্ব ।
আমাদের রবীন্দ্র-নজরুল-সুনীল-হুমায়ূনদের দেশ বা জাতিসত্বার বেড়াজালে আটকানোর কোন অধিকার নেই,
নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রিটিশদের হাত থেকে চট্রগ্রামকে ৩ দিন স্বাধীন রেখেছিলেন । সুভাষের দেশ কোনটা ?
রবি ঠাকুর বলেছেন
মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়।
রবীন্দ্রনাথ এটা লিখেছিলেন বাংলাদেশে বসে তাই
রবিন্দ্রনাথ বাঙ্গালী আমিও বাঙ্গালী । বাংলা ভাষার জন্য সব করতে পারি . . . .
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
...নিপুণ কথন... বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: বইয়ের ক্ষেত্রে এপার ওপারে বিভেদ করলে নিজের পায়েই কুড়াল মারা হবে...
আপনার বক্তব্যের সত্যতা কতটুকু? এই ধরনের রুল কি আসলেই হচ্ছে? ডকুমেন্ট দেখান ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
হিসলা সিবা বলেছেন: Click This Link
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
হিসলা সিবা বলেছেন: Click This Link
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লিখেছেন।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: আরও কত কি ঘটবে
আমরা নিরব শ্রোতা
লিখব সত্য
অনেক সাধে ভরে গেরু খাতা
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
শিরিষ গাছ বলেছেন: জ্ঞানের সীমান্ত নেই।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
হিসলা সিবা বলেছেন: এ নীতিমালা ঘোষণার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের সেরা লেখকদের সাহিত্য সম্ভার থেকে বাংলাদেশি পাঠকদের বঞ্চিত করার উদ্যোগ নিয়েছে একাডেমী। এর ফলে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদারদের বই মেলায় নিষিদ্ধ হচ্ছে।
Click This Link
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
ডিগবাজি বলেছেন: অনলাইনে দাউনলোদ দিয়ে পড়েন , কেঊ বাধা দিবেনা দেশের প্রকাশকরা লেখকরা একটু ব্যবসা করবে করুক না। অবশ্য আপনার ভাড়তপিড়িতি প্রকট হলে আন্দোলন করতে পারেন। সফল হবেন নিশ্চিত।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি যদি বলি মি একুশে বই মেলায় সকল দেশের সকল ভাষার বই চাই? খুব কি অন্যায় হবে? অনেকেই অপেক্ষা করে থাকে বছরে ওই একটা সময় নতুন বইগুলো কিনতে!!! আর রবী-শরতের বই যে বাংলা সাহিত্যের কতটা জুড়ে, সেটা বোঝার মত কোনো জ্ঞান কি ওদের আছে? যে লেখকদের কাটতি বাড়াতে এটি করা হলো, হিতে না বিপরীত হয়, মানুষ না বই বিমুখ হয়!!
আমি মনে করি, হুমায়ুনের নতুন বই না আসার এই ক্ষণে এ বাংলা সাহিত্যের হিপোক্রেসীর চূড়ান্ত হলো!! এই বিষয়টির সাথে ঘোর মতভেদ জানাচ্ছি....
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
সবুজ-ভাই বলেছেন: একুশে বই মেলায় বাংলাদেশী বই ছাড়া বাকী সকল দেশের বই বিক্রির দাবী জানাই। কিন্তু দূ্ঃখ একটাই রবি বাবুর আমের প্যারোডি গান টা বাংলাদেশের জাতীয় সংগীত। এই ভুলের বোঝা একদিন বয়ে বেড়াতে হবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বইয়ের ক্ষেত্রে এপার ওপারে বিভেদ করলে নিজের পায়েই কুড়াল মারা হবে...