নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

বর্জন করুণ জামাত-শিবির বর্জন করুণ তাদের দ্বারা পরিচালিত সব প্রতিষ্ঠান

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

আসুন চিনে নেই জামায়াত-শিবির পরিচালিত প্রতিষ্ঠানগুলোর তালিকাঃ



১.ব্যাংক ও বীমা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লি., ইসলামী ইনস্যুরেন্স কো.লি. তাকাফুল ইসলামী লাইফ ইন্সুরেন্স ।

২.হাসপাতাল: ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা ফার্মাসিউটিকাল লি, ইবনে সিনা ডায়গোনোস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, মেডিনোভা, ইসলামী ব্যাংক হসপিটাল,ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, মহানগর হাসপাতাল, মা মণি হাসপাতাল,কমুউনিটি হাসপাতাল,আদ দ্বীন হাসপাতাল, ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট ।

৩.পত্রিকা ও টেলিভিশন: দৈনিক নয়া দিগন্ত, দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, দৈনিক সংগ্রাম, কিশোর কন্ঠ, ছাত্রকথা, কিশোর কথা, অন্ত্যমিল, উৎস, শেকড়, ডাকটিকিট, কানামাছি, ফুলকুঁড়ি, শীলন, চারুকথা, মৃত্তিকা, শিল্পকোণ, স্পন্দন অডিও ভিজুয়াল, রেলগাছ, ইষ্টিকুটুম, নতুন কলম, সাহিত্য সমাচার, আল শিবির, সংস্কার, অহনা, ছোটরা, নিব, চুরুলিয়া, ফররুখ একাডেমী পত্রিকা, লাটাই, চট্টগ্রাম থেকে প্রকাশিত ঘুড়ি, ঘূর্ণি, বুনন, সত্যের আলো, মগবাজার, আল হেরা, নন্দন, স্পন্দন, বাংলা সাহিত্য পরিষদ পত্রিকা, সোনার বাংলা ।

৪.বেসরকারি বিশ্ববিদ্যালয়: গ্রীন ইউনিভার্সিটি, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকার মানারত বিশ্ববিদ্যালয়, সাঈদীর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, নর্দান ইউনিভার্সিটি ও ইষ্টার্ণ ইউনিভার্সিটি ।

৫. কোচিং সেন্টার: বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস, সাকসেস। মেডিকেলে ভর্তির জন্য রেটিনা। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য কনক্রিট,কনসেপ্ট্,এক্সিলেন্ট’ কোচিং সেন্টারগুলো মূলত জামায়াত-শিবিরের বিভিন্ন ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠিত ও পরিচালিত। এসব কোচিং সেন্টার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও জড়িত ।

৬. ব্যবসায়িক প্রতিষ্ঠান: কোরাল রীফ, মিশন ডেভেলাপারস, বিশ্বাস বিল্ডার্স, কেয়ারী, ইনটিমেট হাউজিং, সোনারগাঁ হাউজিং। কেয়ারি গ্রুপ (সেন্টমার্টিন যেতে যে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ আছে, সেটিও এদের), কেয়ারি প্লাজা, কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস্, বিডি ফুড, ইয়ুথ গ্রুপ, মেট্রো শপিং সেন্টার, রিয়েল এস্টেট মিশন গ্রুপ, সিলেটের আল-হামরা শপিং সেন্টার ।

৭. বাস: সালসাবিল, আবাবিল, অনাবিল, গ্রীন লাইন, সৌদিয়া, পাঞ্জেরি ।

৮. স্কুল কলেজ: শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল ও কলেজ, জালালাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট সায়েন্স কলেজ,দারুল ইহসান ট্রাস্ট, কিং ফয়সাল ইনস্টিটিউট, আল হেরা কিন্ডার গার্ডেন ইনস্টিটিউট অফ ইসলামিক হায়ার লানিং সোসাইটি, ফররুখ একাডেমি, কুমিল্লার আল-আমিন একাডেমি, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, ইসলামী প্রি-ক্যাডেট স্কুল, লাইসিয়াম কিন্ডারগার্টেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ ।

৯.প্রকাশনা সংস্থার: পাঞ্জেরী, সিদ্দিকীয়া পাবলিকেশন্স, আধুনিক প্রকাশনী, প্রীতি প্রকাশন, কিশোর কণ্ঠ প্রকাশনী, ফুলকুঁড়ি প্রকাশনী, মিজান পাবলিকেশন্স, ইষ্টিকুটুম, আল্পনা প্রকাশনী, গণিত ফাউন্ডেশন, মদিনা পাবলিকেশন্স, প্রফেসর’স, কারেন্ট নিউজ, সাজ প্রকাশন, সৌরভ, সাহিত্যকাল, নবাঙ্কুর, সাহিত্যশিল্প, শিল্পকোণ, আযান, অনুশীলন, ফুলকলি, দিগন্ত, আল কোরআন ইত্যাদি ।

১০.আন্তর্জাতিক এনজিও: জাস্টিস কনসার্ন, ইশরা ইসলামিক ফাউন্ডেশন, ইশরাহুল মুসলেমিন, রাবিতা আল-আলম আল ইসলামী, আল হারামাইন ইসলামিক ফাউন্ডেশন, আল ফোরকান ফাউন্ডেশন, ফুয়াদ আল-খতিব ফাউন্ডেশন, সারভেন্টস অব সাফারিং হিউম্যানিটি ইন্টারন্যাশনাল, ইসলাহুল মুসলিমাইন, রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি, আহলে হাদিস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার, রাবেতা-তাওহিদ ট্রাস্ট, বেনাভোলেন্ট ট্রাস্ট, আল হারমাইন, কুয়েত চ্যারিট্যাবল ট্রাস্ট, ইসলামিক রিলিফ অ্যাজেন্সি, কুয়েত ইসলামিক অ্যাজেন্সি, মুসলিম এইড বাংলাদেশ, ইসলামিক এইড সমিতি, অ্যাসোসিয়েট অব মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

১১.সাংস্কৃতিক সংগঠন: কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, সাইমুম শিল্পীগোষ্ঠী, সিএনসি, বাংলা সাহিত্য পরিষদ, স্বদেশ সাংস্কৃতিক পরিষদ, উৎসঙ্গ সৃজন চিন্তন, মৃত্তিকা একাডেমী, শহীদ মালেক ফাউন্ডেশন, বিপরীত উচ্চারণ, পল্টন সাহিত্য পরিষদ, ফররুখ পরিষদ, চত্বর সাহিত্য পরিষদ, কিশোর কলম সাহিত্য পরিষদ, ফুলকুঁড়ি সাহিত্য পরিষদ, আল হেরা সাহিত্য পরিষদ, মাস্তুল সাহিত্য সংসদ, সম্মিলিত সাহিত্য-সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাহিত্য পরিষদ, কবি সংসদ বাংলাদেশ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য সংসদ, কানামাছি সাহিত্য পরিষদ, অনুশীলন সাহিত্য পরিষদ ।



True History of Liberation War 1971…

An organization devoted to liberation war study, research and online activism.



Find us on our facebook page facebook.com/TrueHistoryOfLiberationWar1971



void(1);

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

বাংলার অতুল বলেছেন: চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি ও ইষ্টার্ণ ইউনিভার্সিটি , মেডিনোভা, কেয়ারি গ্রুপ (সেন্টমার্টিন যেতে যে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ আছে, সেটিও এদের), বাস: সালসাবিল, আবাবিল, অনাবিল, প্রকাশনা সংস্থার: পাঞ্জেরী, প্রফেসর’স, কারেন্ট নিউজ, এই প্রতিষ্ঠান গুলো চাইলেই ব্য়কট করা যাবেনা, একটুভেবে দেখুন

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ব্যাপারটার সাথে সহমত নই - এবং চাইলেই বাদ দিতে পারবেন না - আশা করি আরো যৌক্তিক হবে - দাবি দাওয়া -

ফাসিঁ চাই - জামাত নিষিদ্ধকরন চাই !!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

একলা একা বলেছেন: এত বড় লিস্ট.........................

তার চেয়ে বরং ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিন। কারন এসব প্রতিষ্ঠান বয়কট করে চলা সম্ভব নয়। বরং দাবী হওয়া উচিত অবিলম্বের রাজাকারের ফাসী চাই। তা রাজাকার যে দলেরই হোক না কেন? বিচারের নামে গড়িমসি করা চলবে না। অবিলম্বে সব দলের মধ্য লুকিয়ে থাকা রাজাকারদের ফাসী দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.