![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৫০০ লাশ? - একটি গাণিতিক বিশ্লষণ
আমার এক ফেসবুক বন্ধু একটি ছবি শেয়ার করেছে। ছবিটিবলছে ৫ই মের রাতে ঢাকায় নাকি ২৫০০ লোককে হত্যা করা হয়েছে। পরদিন বিএনপি ঠিক একই রকম দাবি করেছে - বলছে নিহতের সংখ্যা ২৫০০থেকে ৩০০০। এবার আসুন অতি সহজ গণিত এবং সাধারণ জ্ঞান ব্যবহার করে বিশ্লেষণ করে দেখি ব্যাপারটা আসলেই সম্ভব কিনা।
যদি ২৫০০ লোক মারা যায় তবে এবং একজনকে গুলি করে মারতে অন্তত ১০ সেকেন্ড সময় লাগে ( একগুলিতেই সবাই মরবে এমন কোন কথা নেই)পুলিশকে তাদের গুলি করে মারতে ২৫০০০ সেকেন্ড সময় লাগবে, ২৫০০০/৩৬০০ মানে প্রায় ৭ ঘন্টা। ৭ ঘন্টা ধরে তান্ডবলীলা চলল আর একটা লোক জানতে পারল না কিছু শুনলনা? সব লোককে একসঙ্গে মেরে ফেলা হয়েছে বলতে চান? তাহলে ২৫০০ পুলিশকেলাইন ধরে দাঁড়াতে হবে, অন্তত ২৫০০ ফুটচড়া রাস্তার প্রয়োজন , ঢাকার রাস্তা এত চড়া হল কবে? তারপর এত লাশ কোথায় তোলা হল, কিকরে তোলা হল? একজন গড়পড়তা মানুষ প্রায়৭ বর্গফুট জায়গা দখল করে সে হিসাবে ২৫০০ লাশ পরিবহন ২৫০০X৭ = ১৭৫০০ বর্গফুট তার জন্য অন্তত ৩৫০টা ট্রাকের প্রয়োজন, একজনের উপর আরেকজন রাখলেও ২০০ ট্রাকেরদরকার, এত ট্রাক কোথায় ছিল? ট্র্যাফিক জ্যাম হলনা কেন?
এত লাশ কখন ট্রাকে তোলা হল? একটি লাশ ট্রাকে তুলতে ৫ মিনিট সময় লাগলেো ৫০ জন মানুষের ২৫০০ লাশ তুলতে লাগবে ৮ ঘন্টারও বেশী
এত লাশ কোথায় গেল? কবর দেয়া হয়েছে? আলাদা করে সুসজ্জিতকবরের কথা বাদ দিলাম, গণকবর যদি খোড়া হয় তাহলে ২০,৬২৫ ঘনফুট জায়গার প্রয়োজন হবে কারণ একজন মানুষ গড়ে ৮.২৫ ঘনফুট জায়গা দখল করে ২০৬২৫ ঘনফুট মানে হচ্ছে ১০০ ফুট লম্বা, ৫০ ফুট চওড়া ৪১ ফুট (৪ তলা বাড়ীর সমান উচ্চতা) গভীর এক বিশাল পুকুর। এত বড় একটা পুকুর খনন করা হল অথচ এক কোটিঢাকাবাসীর কেউ জানলনা? বাংলাদেশের শ্রমিক প্রতি ঘন্টায় ৩০ থেকে ৩৫ ঘনফুট মাটি কাটতে পারে। সে হিসাবে ২০,৬২৫ ঘনফুটের একটি পুকুর কাটতে ৫৯০ শ্রমঘন্টার প্রয়োজন ৫০ জন শ্রমিক একসাথে কাজ করলেও ১২ ঘন্টার কমে তা সম্ভব না। এতজন গোরখোদক কখনকিভাবে ভাড়া করা হল? কি পরিমাণ মানি, পানি, বিরিয়ানি দিয়ে তাদের আপ্যায়নকরা হল? কেউ জানল না কেন?
যত্তসব মূর্খ, অপদার্থ, অকর্মণ্য সাংবাদিকের দল(?), কেউ কিচ্ছু জানে না,জানে শুধু 'আমার দেশ'আর দিগন্ত টিভি
বুঝলেন পাঠকগণ এই হচ্ছে হেফাজতি, জামাত শিবির ছাগুদের ভন্ডামি, ধর্মব্যবসায়ীদের স্বরূপ।
এরা যুক্তি, বিবেক সাধারণ জ্ঞানবুদ্ধির ধার ধারে না, পারে শুধু যুক্তিহীর তর্ক করতে, কোমলমতি শিশুদের বেহেশতী সুখ আনন্দের লোভ দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে। এরা একবিংশ শতাব্দীতে বাস করে, বিজ্ঞান প্রযুক্তির সমস্ত সুবিধা গ্রহণ করে (হেলিকপ্টারে চড়া, মোবাইল ফোন ব্যবহার করা They are not Amish) আর অন্যদিকে দেশকে মধ্যযুগীয় অন্ধকারে নিয়ে যেতেচায়। গুজব ছড়ায় চাঁদে সাঈদির ছবি দেখা যায় ইত্যাদি।
এই অন্ধতা থেকে দেশ কবে মুক্ত হবে?
এতকিছুর পর আমরা স্বপ্ন দেখি শুভবুদ্ধির জয় হোক!তৈরি হোক জ্ঞানভিত্তিক সমাজ
জয় আমাদের হবেই!
>>>> এক লক্ষ দশহাজার মুরগীর গল্প
২| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:২৩
ক্ষ্যাপাপাগলা বলেছেন: নির্ভরযোগ্য তথ্য ছাড়া গুজব ছড়ানো ঠিক নয়। ২৫০০-৩০০০ লোক মারা গেছে এমন সংবাদ দেশে নৈরাজ্য সৃষ্টি করবে। আমি মনে করি, ১০০ জন মারা গেলে ৪০ টি লাশ গুম করা সম্ভব তাই বলে ২৫০০-৩০০০ সম্ভব না। কারও না কার চোখে ধরা পড়বেই। আর গুজব ছড়ায়েন না, গনহত্যা কথাটির অর্থ জানেন তার পর তুলনা করেন। ২৫ শে র্মাচ রে এসবের সাথে তুলনা কইরেন না। অনুমানের উপর নির্ভর করে গুজব সৃষ্টি করা ঠিক নয়।
৩| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:২৫
ক্ষ্যাপাপাগলা বলেছেন: যারা গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলেছি...
৪| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৫৫
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: amare maf kor vai, 1 jon o more nai, ja, oi 10000 er bahini aisha cantonment er ghorar joinne ghash kaita nia gese, shob mansi, ela ei logic marka post bondho kor.
৫| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৩৬
নিয়াজ মোর্শেদ বলেছেন: মতিঝিলে কোন মানুষ নিহত হয় নাই !! কথা এক দমই সইত্য!!
সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন সাভারে ৩০-৪০ জন মানুষ মারা গেছে !!কথা এক দমই সইত্য!!
সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!
সারা বিশ্বের সামনে সিএনএনের ক্রিস্টিয়ানা আমানপুরের সাথে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!
আপনি কি আওয়ামী-বাম-নাস্তিক বা তাদের চ্যালা-চামুন্ডা?? আজই আপনার কান ও চোখের চিকিৎসা করুন, তবে মানসিক বিকৃতির চিকিৎসার কোন দরকার নাই, ঐটা আপনার ইহ জনমে নিরাময় হবে না !!!!!!!!!:
৬| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৫১
ছোট গ্রাম বলেছেন: মরার আত্নীয়স্বজনরা কোথায় - বেনজির।
৭| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:০০
কাজী শািহন মাহমুদ বলেছেন: "shunchos..10 hajar maira gum koira dice.internete chaira dice..ahare..karent bondo korce..tv estation bondo korce ".
shothik vabe na jene evabei kothagulo ek mukh theke arek mukhe uccharito hocche.
keo vabcena eto lok nihoto hole ...ahoto nischoe aro beshi hobar kotha ..haspatal gulote aahoto rogite vore thakar kotha..shojon harader shongkha ojosro hobar kotha..
৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:৩৮
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: আরে ছাগল গুলি কি একজন পুলিশ করছে? ৫ হাজার পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছিল। এখন গুনন দে। আসলে এই যুগেও যে আপনার মত ভোদাই কিসিমের পাবলিক ব্লগে বিচরণ করে শুনে বড়ই তাজ্জব বনে গেলাম।
৯| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:২৮
অন্য হিমু বলেছেন: চাঁদে সাইদিকে দেখা গেছে(?) এক দমই সইত্য @নিয়াজ মোর্শেদ
১০| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:৩০
অন্য হিমু বলেছেন: মনে হচ্ছে তুমিও কাঁঠাল পাতা খাও@মাঝ রাতে স্বপ্ন দেখি
১১| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:৩৩
অন্য হিমু বলেছেন: ২৫শ লাশ কোথায় নিলো কীভাবে নিলো ব্যখ্যা দাও @ মাঝ রাতে স্বপ্ন দেখি
১২| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৪২
মিতাহামিদা০০৭ বলেছেন: র্যাব ,বি. জি. বি. পুলিশ এর যদি হাজার হাজার জানয়ার থাকে , তাহলে মোটেই অসম্ভব নয় ! আর আমাদের দেশের ৩০লাখ শহীদ এর হিসাব যদি এমনহয় , তাহলে এটা র এমন কি ! এটাও সম্ভব !
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ৯:২৩
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: ভাই লাশের এই সংখ্যা নিয়ে আর কচলাইয়েন না। যারা মারা গিয়েছেন আমরা তাদের জন্য আত্মার মাগফেরাতের জন্য দোয়া করি।