![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১...................................................
ডাঃ রহমান M.Phill করছেন,স্বনাম ধন্য একজন প্রফেসর এর Under
এ। রহমান সাহেব MBBS পাস করেছেন ১০ বছর আগে। বুড়ো মা,
বাবা ছাড়াও উনার সংসারে আছেন স্ত্রী ও ছেলে। গত ৬ বছর
ধরে অমানুষিক খাটুনির পরেও শেষ অংশটা কিছুতেই আর পাশ
করতে পারছেন না। পরীক্ষায় ছোট খাটো কোন ভুলের জন্য
প্রতিবারই ফেল করেন তিনি। একজন মানুষ তো পুরোপুরি নিখুঁত
হতে পারে না, ক্ষোভ অভিমান, অপমান জমা হতে থাকে মনে।
কিন্তু সে ক্ষোভ নিষ্ফল আক্রোশে অগ্নিবৃষ্টি বর্ষণ ছাড়া আর
কিছুই করতে পারে না অথবা কিছুই করার ক্ষমতা রাখে না। আবার
Viva দিতে যান, আবার ফেল করেন; আবার যান, আবারও ফেল
করেন। জমা-কৃত রাগ, ক্ষোভ উঠে আসে সংসারে, শুরু হয় অশান্তি।
ছেলের এই জীবন বুড়ো বাবা মা এর চোখ এড়াই না,
আড়ালে চোখের জল ফেলেন তারা, তাদের ইচ্ছেতেই
ছেলে ডাক্তার হয়েছে। তারাও কিছু বলতে পারেন না, তাদের
পেনশনের টাকাও প্রায় শেষের পথে, তারপর আর জানা নেই
কিভাবে “বেকার ডাক্তার” ছেলেকে Support দিবেন। নাহ,
এবারো বোধহয় পাশ টা করা হল না, শেষ বারের মত Viva
দিয়ে বেরিয়ে মনে মনে বললেন ডাঃ রহমান,
তাতে যদি তাকে Simple MBBS ডাক্তার হয়ে থাকতে হয়,
তিনি তাই থাকবেন, কিন্তু আর Viva দিবেন না। তাতে আর যাই
হোক, পেটের ভাতের তো আর অভাব হবে না কিন্তু ততদিনে সেই
Professor স্যার এর টার্গেট fill হয়েছে, তিনি ৮/৯ বার ফেল
না করিয়ে কাউকে পাশ করান না, তাতে যদি তার নিজের ভাব,
কঠিনত্ত্ব কমে যায়! নামের শেষে M.Phill বসানোর সাথে সাথেই
অফার আসে, ভালো বেতনে শিক্ষক হবার, সাথে বিভিন্ন ক্লিনিক
তো আছেই। ঢাকাতে ভালো একটা Private মেডিকেলে Lecturer
হিসেবে ঢুকেও যান তিনি।
২......................................................
৬ বছর পর, Physiology Prof চলছে, External: ডাঃ রহমান
--নাম কি?
--রিতন আব্দুল্লাহ
--বাড়ি কোথায়??
--শেরপুর
--পড়াশোনা করেছ??
--জ্বি স্যার, করেছি মোটামুটি
--আচ্ছা বলত, physiology বই এর নাম কি?
--GUYTON’s PHYSIOLOGY
--ha ha ha, আচ্ছা physiology এর definition বল...
--..........................................is called physiology.
--এই Definition কোথায় পেয়েছ?? যাও...
মাথা নিচু করে, বসে থাকলো রিতন, শেষে আস্তে করে সালাম
দিয়ে চলে এলো বাইরে।
নম্বর দেবার সময় INTERNAL MADAM অনেক বুঝিয়েও EXTERNAL
কে রিতনকে ফেল করানো থেকে বাচাতে পারলেন না।
উল্টো কথা শুনিয়ে দিয়ে গেলেন MADAM কে যে, “MADAM নম্বর
তো আমি STUDENT কে দিচ্ছি, তাহলে আপনার
এতো জ্বালা কেন?” ১০ জনে ৬ জনকে ফেল করিয়ে তিনি অইদিন
নিজের ওজন বুঝিয়ে দিয়ে গেলেন। লজ্জায় অপমানে MADAM
কিছুই বললেন না। শুধু মনে মনে বললেন, “আমিও একদিন আপনার
কলেজে যাব, তখন দেখাবো......
৩...................................................
ক্ষোভ, অপমান, অভিমান সবকিছুই এই পাশ করা, করানো বা ফেল
করা, করানোকে ঘিরেই, কিন্তু এর আসলে ভুক্তভূগী কারা???
আমরাই তো। এক কলেজ এর শিক্ষক অন্য কলেজে গিয়ে ফেল
করালেন, অই কলেজের শিক্ষক আবার এই কলেজে এসে ফেল
করায়ে প্রতিশোধ নিলেন, কিন্তু তাতে তাদের কি কোন কিছু
হল??? কিছুই হল না, মধ্যে পড়ে আমরা খাই বাঁশ(BAMBOO WITH
BARACH)।
কিন্তু এটা ভুলে কি যাওয়া উচিত, STUDENT আপ্নারা তো কোন
কালে ছিলেন নাকি??? অবশ্য ওটা মনে না থাকারই কথা, কারন,
দুঃসহ অতীত কি কেউ মনে রাখে??? প্রস্তুতি ভালো হবার পরেও
খুঁটিনাটি কিছু কারনে ফেল করলে কেমন লাগে, সেটা ত
আপনারা জেনেই এসেছেন, তার মানে কি আপনারা জেনেবুঝেই
এটা করেন JUST মজা করার জন্য????
ইদানীং কিছু কিছু ডাক্তার ভাই( যারা MD/MS ON COURSE এ
আছেন)এর কাছে শুনি, স্যার রা নাকি এতে বেশি পাশ করাতে চান
না। নিজেরাই নিজেদের “প্রতিযোগী” কেন তৈরী করবেন
এতো তাড়াতাড়ি??? আসলেই ক তাই??? বিশ্বাস
করতে ইচ্ছে কিন্তু কখনোই করে না, কিন্তু এটাও তো ঠিক “
যাহা রটে, তাহার তো কিছু বটেও”
©somewhere in net ltd.