![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**ডাক্তারের কাছে আসার আগেই রোগী রাস্তায় মারা গেছে... দোষ কার? ডাক্তারের। শিরোনাম "ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু"
**ডাক্তার রোগীর জন্য সবচেয়ে suitable ওষুধটাই দিয়েছেন, রোগীর লোক তা আনতে বা নার্স তা পুশ করতে দেরী করেছে...দোষ কার? ডাক্তারের। শিরোনাম "ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু"
**ডাক্তার সাহেব অবস্থা বুঝে রোগীর হার্ট বিট ফিরিয়ে আনার জন্য সিপিআর (CPR- Cardio Pulmonary Resuscitation) করলেন, রোগীর লোক বুঝলো বুকে যাতা দিয়ে ডাক্তার মাইরা ফালাইলো... দোষ কার? ডাক্তারের। শিরোনাম "ডাক্তারের ভুল চিকিতসায় রোগীর মৃত্যু"
**হাসপাতালে নেয়ার পর দেখা গেলো রোগীকে স্যালাইন বা অক্সিজেন দেয়ার মত কোন রোগ নিয়ে আসেনি, অন্য কোন severity নিয়ে আসছে... কেউ (যারা হলুদ জিনিস খায় এবং নিজেরাও হলুদে অধ্যুসিত) ওপাশ থেকে পাম্প দিলো salaine দিলে বা oxygen দিলে বেচে যেত... সাথে সাথে শুরু হবে দাঙ্গা...মার শালা ডাক্তারকে এর জন্য কে দায়ী...দোষ কার? ডাক্তারের। শিরোনাম "ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু"
**DMF. LMF কোর্স করা ছাগলগুলো চেম্বার দিয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেবার পর শেষ ভরসা হাসপাতালে আসার পর মারা গেলে... দোষ কার? ডাক্তারের। শিরোনাম "ডাক্তারের অবহেলায় রোগীর শোকাবহ মৃত্যু"
**** ঠিকই তো শালা কসাই ডাক্তার আবার চিকিতসা দিতে পারে নাকি? সরকারের টাকায় পড়াশোনা করে আবার দুই কলম লিখে ৫০০ টাকা ভিজিট চায়, সাহস কত!!!! আমি শালা চেয়ারম্যানের ভাইপোর বন্ধুর বোনের ননদের একমাত্র পোলা, আমারে আগে না দেখে আরেকজনরে দেখে? এত্তো সাহস কেমনে হইলো??!!!****
#সুখবর আপনাদের সকলের জন্য... এখন থেকে আর কষ্ট করে ফালতু আর ব্যবহার খারাপ ডাক্তারের কাছে যেতে হবে না... নিচের ছবিতে দেয়া নাম্বারে ফোন করে আগেই বুকিং দিয়ে রাখুন আপনার সিট... কারন মালয়েশিয়া চিকিতসা সেবায় ৩য় সর্বোত্তম দেশ যাদের সেবা হল "সর্বোত্তম, আধুনিক এবং সাশ্রয়ী"। তাহলে আর দেরী কেন? আজই বুকিং দিন...ভুলবেন না কিন্তু প্রয়োজনে প্রথম আলোর হকারকেও বলে রাখতে পারেন...
"এবার কিছু কথাঃ
১/ সুস্থ হলে আল্লাহ, মারা গেলে "মার শালা ডাক্তারকে" এটা ভুলে জান। নাহলে ডাক্তারের কাছে আসার কোন দরকার নেই, আপনি না এলে ডাক্তার না খেয়ে মরবে্ন না... যদি ভাবতে পারেন "দুইটার জন্যই আল্লাহ দায়ী, ডাক্তার শুধু উনার হাতিয়ার মাত্র" তবেই আসবেন...
২/ডাক্তাররা কসাই... কথা কিন্তু ১০০% সত্য... আপনার মত গরু গাধা ছাগলের চিকিতসা যিনি করবেন বা অপারেশান যিনি করবেন তাঁকে তো কসাই হতেই হবে, তাই না? কসায় ছাড়া কেউ নিয়মত পশু জবাই করে বলে আমার জানা নেই...
৩/ আপনাদের টাকাই পড়ি, আপনার কাছে কেন টাকা নিবো? কবে কোথায় কিভাবে আপনার টাকা নিয়ে পড়েছি একটু বলবেন? কোনদিন কি আমার মেডিকেলের কোন বই আপনি কিনে দিয়েছেন? নাকি বিকালে এক কাপ চা খাইয়েছেন? কান খুলে শোনেন "আমি আমার বাপের টাকায় পড়ি, আমার বাপ ছাড়া আমাকে পড়ার জন্য কেউ একটা পয়সাও দেয় না, মেডিকেলে প্রতিমাসে বেতন দিতে হয়, সেটা আমার বাবাই দেয়"। আর হাসপাতালে আমাদের স্যারেরা সরকারী চাকুরি করেন, প্রতিমাসে বেতন পান, আমাদের পড়ানোর জন্য তাঁদের এক কানা কড়িও বেশি দেয় না সরকার...
এবং কেউ কেউ বলে "বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াতে ডাক্তার ভালো", অন্য কিছু না, শুধু বলছি "চলে যান" আপনার চিকিতসা করার জন্য ডাক্তাররা কেউ হাত পা গুটিয়ে বসে নেই... উনাদের উপর ভরসাকারীরা ঠিকই এসে চিকিতসা পাচ্ছেন, এবং তা আপনার মতে ভালো না হলেও সেই সব রোগীরা সুস্থ হচ্ছেন... আর এখন ইন্ডিয়া না হলে মালয়েশিয়া তো আছেই...সর্বোচ্চ মান, আধুনিক চিকিতসা আর সাশ্রয়ী সেবা......
তো, কবে যাচ্ছেন??????? মালয়েশিয়া??? হুম??
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
মেডিকো মাকড়সা বলেছেন: ধন্যবাদ ভাইয়া.
২| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
গাওসেল এ. রাসেল বলেছেন: পুরু লেখাটাই চমৎকার করে লিখেছেন। পড়ে আরাম পেলাম। কথাও সত্য।
কিন্তু ২ এবং ৩ ক্রমিক দুইটা একটু কঠিন করে বলা হয়ে গেলো।
আর আমিতো জানি সরকারী মেডিকেল কলেজগুলোতে পড়াশুনার জন্য ভর্তুকি দেয়া হয়। এটা কী সত্যি?
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
মেডিকো মাকড়সা বলেছেন: হাসাইলেন ভাই...... :প :ও
৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮
জহিরুল হক টিপু বলেছেন: আপনাদের টাকাই পড়ি, আপনার কাছে কেন টাকা নিবো? কবে কোথায় কিভাবে আপনার টাকা নিয়ে পড়েছি একটু বলবেন? কোনদিন কি আমার মেডিকেলের কোন বই আপনি কিনে দিয়েছেন? নাকি বিকালে এক কাপ চা খাইয়েছেন? কান খুলে শোনেন "আমি আমার বাপের টাকায় পড়ি, আমার বাপ ছাড়া আমাকে পড়ার জন্য কেউ একটা পয়সাও দেয় না, মেডিকেলে প্রতিমাসে বেতন দিতে হয়, সেটা আমার বাবাই দেয়"। আর হাসপাতালে আমাদের স্যারেরা সরকারী চাকুরি করেন, প্রতিমাসে বেতন পান, আমাদের পড়ানোর জন্য তাঁদের এক কানা কড়িও বেশি দেয় না সরকার..."
জনগনের ট্যাক্স এর টাকার হিসাব কে দেবে??
তা সে মেডিকেল শিক্ষাই হোক বা সাধারণ শিক্ষাই হোক।
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
মেডিকো মাকড়সা বলেছেন: প্রতিদিন হাসপাতালে কতজন জনগন ফ্রি তে চিকিতসা নেয় জানেন? কতজনকে হাসপাতালে ভর্তি করতে হয় জানেন? দিনে কয়টা কতে কতঘন্টার অপারেশান হয় ফ্রি তে, সেটা জানেন? তিনবেলা রোগীকে যে খাবার দেয়া হয়, ওষুধ দেয়া হয়, কোথা থেকে জানেন? কিছুই জানেন না। উত্তরগুলো যেদিন জানবেন সেদিন প্রশ্নটা আবার করবেন, আমি হাসিমুখে খুশিমনে আপনার উত্তর দিব...... আর মেডিকেলের শিক্ষা, সাধারন শিক্ষা এক করে ফেলবেন না, দুটো মোটেই একই জিনিস না, কোনদিক দিয়েই না........
৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
ঢাকাবাসী বলেছেন: সব সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার জন্যই সরকার বেশ টাকা দেয় অবশ্য তার মোটা অংশই চোরেরা চুরি করে ফেলে। আমি ২২.৫০ টাকা মাসে বেতনে বুয়েটে পড়েছি, হলের ভাড়াটা মনে নেই তবে নগন্য টাকাটা। এটা অবাস্তব মনে হয় না! অবশ্যই সরকারের সাবসিডি বিরাট অংকের ছিল।
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
মেডিকো মাকড়সা বলেছেন: মেডিকেল কলেজে আমরাও বেতন দিয়ে পড়ি ভাইয়া, আর আমাদের শিক্ষক রাও আমাদের পড়ানোর জন্যও কোন বেতন পান না, বেতন পান হাসপাতালে চাকুরীর জন্য। অবাস্তব মনে হলেও এটাই সত্যি...
৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
ভূতের কেচ্ছা বলেছেন: আপনাদের টাকাই পড়ি, আপনার কাছে কেন টাকা নিবো? কবে কোথায় কিভাবে আপনার টাকা নিয়ে পড়েছি একটু বলবেন? কোনদিন কি আমার মেডিকেলের কোন বই আপনি কিনে দিয়েছেন? নাকি বিকালে এক কাপ চা খাইয়েছেন? কান খুলে শোনেন "আমি আমার বাপের টাকায় পড়ি, আমার বাপ ছাড়া আমাকে পড়ার জন্য কেউ একটা পয়সাও দেয় না, মেডিকেলে প্রতিমাসে বেতন দিতে হয়, সেটা আমার বাবাই দেয়"। আর হাসপাতালে আমাদের স্যারেরা সরকারী চাকুরি করেন, প্রতিমাসে বেতন পান, আমাদের পড়ানোর জন্য তাঁদের এক কানা কড়িও বেশি দেয় না সরকার..
যা বলেছেন .
মেডিকেলের বই আপনার দাদু আপনার পড়ার জন্য লিখেছিলেন
যাবতীয় বিজ্ঞানের আবিষ্কার অাপনি পড়বেন বলে আপনার পূর্বপূরুষেরা আপনার জন্য রেখেছেন... যা শোনালেন
শুধু টাকা খাকলেই কি চিকিংসক হওয়া যায় না..
আপনার জীবনের প্রায় পুরোটাই সমাজের কোন না মানুষের অবদানের উপর টিকে আছে। শুধু বিজ্ঞান পড়লেই হয় না সমাজবিজ্ঞান টা না হয় একটু পডুন.
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
মেডিকো মাকড়সা বলেছেন: কেন ভূত ভাই, সমাজবিজ্ঞান বইটা কি আপনার দাদু লিখেছেন আর আপনার শ্রদ্ধেয় আব্বাজান সবাইকে পড়ান? অপ্রাসঙ্গিক কথা কেন বলছেন? যুক্তিতে আসেন, খোজ নিয়ে দেখেন, আশেপাশে শুনে বিশ্বাস করা আর পাবলিক টয়লেটে অমুক+ অমুক লিখে রেখে আসা একই কথা, আপনি নিশ্চয় সে দলের নন
৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
নীলাবেশ বলেছেন: ১। আমরা আসলে একটা নিমোক হারাম টাইপ জাতি (৯৫%)। সব কিছু মাগনা নিবো কিন্তু দিব না।
২। তবে সবাই খারাপ না এবং আমাদের চিকিৎসার মান যথেষ্ট ভালো তবে আরও ভালো হওয়া সম্ভব জদি সরকারি দাক্তারদের প্রাইভেট চেম্বার গুলা বন্ধ করে দেয়া হয়।
৩। যারা ইন্ডিয়া থেকে চিকিৎসা করাই আসে তাদের সবার কথা মোটামুটি এক "ওখানকার ডাক্তার রা অনেক বেশি আন্তরিক। সেখান কার দাক্তারদের সাথে কথা বললেই নাকি অর্ধেক অসুখ ভালো হয়ে যাই।'
৪। আমি সবাই কে বলব উন্নত দেশের সাথে আমাদের দেশের চিকিৎসার তুলনা না করতে কারন " আমি জার্মানি তে হেলথ ইন্সুরেঞ্চ বাবদ প্রতি মাসে ১৫০ ইউরো = ১৫০০০ টাকা দেই.।.।। তারা তো ভালো বাবস্থা করবেই।
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
মেডিকো মাকড়সা বলেছেন: আপনার কথাতে কিছুটা হলেই বুঝলাম, বাঙালী বুঝা শুরু করেছে, কিন্তু আমজনতা কবে বুঝবে? কবে কবে কবে???
ভালো কথাটাই বলেছেন। ধন্যবাদ
৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
দখিনা বাতাস বলেছেন: আরেকজনের উপর আর কত দোষ চাপাবেন আপনারা? এখন পর্যন্ত যে কয়টা ঘটনা দেখসি, সবকয়টা ঘটনা একই রকম। আপনারা যে ভুল চিকিাতসা করছেন, এইটা আরেক ডাক্তারের কাছে যাওয়ার পরই ধরা পরে। ৯৫% ভাগ ক্ষেত্রে আপনাদের ভুলটা ধরা পারে বিদেশি ডাক্তারের হাতে।
টাকাতো কম দেইনা আপনাদের। স্কয়ার, আপোলো, ইউনাইটেড, কোন যায়গা দেখতেতো বাকি থাকলো না
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
মেডিকো মাকড়সা বলেছেন: ভাইয়া/আপু, আপনি বোধহয় ঐসব জায়গায় ডাক্তার দেখানোর পর বিল এর কাগজটা দেখতে ভুলে গেছিলেন :প, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ওখানে ডাক্তারের ফিস মাত্র ৫০০/১০০০ টাকা, তার বেশি নয়। বাকিটা উনাদের হাবিজা্বি, আর শোনেন একটা কমিউনিটির সবাই কখনোই ভালো হতে পারে না, এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে গেলেই সেটাকে ভুল বলতে পারেন না, কারন গুরুত্ব না থাকলে কেউ আপনাকে হাবিজাবি ওষুধ দিবেন না। আর প্রতিটা রোগ সারাবার জন্য নির্দিষ্ট কিছু প্রটোকল থাকে, সেটাকেও আপনার জানতে হবে, যেটা আপনার আছে।
ঔষধ খাওয়া নিয়ম ৪ মাস, আপনি ২ মাস খেয়েই দেখলেন সারছে না, সাথে সাথে ডাক্তার পরবর্তন করে ফেললেন, তাহলে নিশ্চয় সারবে না, ডাক্তার নিশ্চয় ম্যাজিশিয়ান না, এটা তো বিশ্বাস করেন, নাকি? যে, যাওয়ার সাথে সাথে ওষুধ দিবেন, বাসায় এসে খাওয়ার সাথে সাথেই ভালো হয়ে যাবে্ন।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
নীলাবেশ বলেছেন: হুমায়ন আহমেদ এর "তেতুল বনে জোছনা" বইটা পরা উচিৎ। যদি কিছু হয়.।.।।।
http://humayunahmedbanglagolperboi.blogspot.de/2013/07/blog-post_4882.html
২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
মেডিকো মাকড়সা বলেছেন: হুমায়ুন স্যারের কোন বই এখন পর্যন্ত বাদ যায়নি। হূমায়ুন স্যার কিভাবে মারা গেছিলো, জানেন? আমেরিকার ডাক্তারের ভুল চিকিতসায়। অথচ উনার ভাই ভাবীরা ইভেন মাও দিব্যি এদেশের চিকিতসা নিয়ে ভালো ছিলেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বুঝলাম।