![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো এমন কখনো শুনিনি যে, কারো প্রফেশানের কাউকে তার কাজটা জনগনের জন্য "ফ্রী ফ্রী" দিয়ে বেড়াতে হবে। কারন----
.
আমাদের মৌলিক চাহিদা গুলো……
১/ খাদ্য
২/ বস্ত্র
৩/বাসস্থান
৪/শিক্ষা
৫/চিকিতসা
এর প্রথম চারটার প্রদানকারী সিনিয়ররা কেউই কোনদিন জনগনকে সাধারনত "ফ্রী খাওয়াবো" মনমানসিকতার ছিলেন না বলেই এসব প্রফেশানে নতুন আসা জুনিয়রদের কারো কাছে কেউ কোনদিন ফ্রী চায় না, চাওয়ার সাহসও পায় না। এবং এসব সেবা প্রদানকারী প্রত্যকেই কিন্তু জনগনের টাকাতেই পড়েন। কিন্তু আবা* পাবলিক সেবা বলতে খালি চিকিতসা কেই বোঝেন... সামনে যে আরো চারটা লিষ্টে আছে, তা বেমালুম ভুলে যান, কারন সেখানে ফ্রী চাইলে ""প্যাদানী"" খাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর যেখানেই প্যাদানী আছে সেখানেই বাঙালী হাত জোড় করে স্যার স্যার করতে করতে মুখে ফেনা তুলে ফেলে... সেটা সরকারী অফিসের দারোয়ানের কাছে হলেও...
.
এখন সমস্যাটা হলো, আমাদের ডাক্তার সমাজে সিনিয়ররা জনগনকে এতো এতোই বেশি ফ্রী খাইয়েছেন যে, "কেউ একজন ডাক্তার" একথা শুনলেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি জানা অজানা চেনা অচেনা সবার মাথায় যে চিন্তাটা সবার আগে আসে তাহলো "ফ্রী চিকিতসা" নিতে হবে।
.
সেলুকাস!!! অথচ "ডাক্তার" বলে কেউ কোনদিন তাকে কেও ফ্রীতে কোনদিন এককাপ চা খাওয়ায় বলেও জানা নেই আমার। আর যদি সত্যি সত্যি খাইয়েও থাকে, তাহলে বুঝতে হবে "ইহা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর বিনিয়োগ মাত্র"। বুঝলেন? এটাই সোজা বাস্তবতা।
.
সো, জনগনের মৌলিক চাহিদা পূরনের পাশাপাশি ডাক্তাররা (বিশেষত জুনিয়ররা) যাতে নিজেরাও নিজেদের মৌলিক চাহিদা পূরন করার ক্ষমতা অর্জন করতে পারেন সেটাই করবেন প্লিজ। ফ্রী দিতে কেউ বাধ্য নয়। জনগনকে ফ্রী দিবেন তো "বসার জায়গা দিলে শোবার জায়গা চায়বে।" তখন শোবার জায়গা না দিলে হয়ে যাবেন "কসাই" । its sad but cool true. কি দরকার বাবা, হুদাই এতো কষ্ট করে কসাই হবার!!! কসাই যখন হবেন প্রথম থেকেই হোন। সহজ কথা।
.
নিজের আখের নিজেকেই গোছাতে হবে। আগে কে কি করেছে, সেটা বড় কথা না। আর তারা সবাই আমাদের অনুকরনীয় আদর্শ নয়। সবাই নিজ নিজ স্বার্থ বাচিয়ে চললে সমস্যা নেই, ডাক্তাররা চললেই যত সমস্যা।
.
ক্যান রে ভাই? এরা কি মানুষ না? এদের কি পরিবার নেই? খাওয়া দাওয়া লাগে না? এদের কি হাগা মুতা করা লাগে না?
.
mind it. আমার যাকে ইচ্ছে তাকেই অনুকরন করবো, নাহলে নিজের পথেই চলবো। কাউরে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে আসিনা যে,"আমার কাছে সেবা নিয়া যান"। its my life, My lead. ইচ্ছে হলে আইবেন, নাইলে যানগা। না গিয়ে তো আর থাকতে পারবেন না, কারো না কারো কাছে তো যাবেনই, সেটা আজ আর কাল। আপনাকে আমার বা* ছিড়তেও প্রয়োজন হবে না, কিন্তু আপনি আমার কিংবা আমার স্বজাতী ভাই বোনের কাছে আসতে বাধ্য... মনে রাখবেন "যারা সেবা নেয়, তাদের হাতটা দাতার হাতের নিচে থাকে।"
আমরা এতোদিন ধরে এত রাত জেগে কষ্ট করে পরিবারে চাওয়া চাহিদা বন্ধ করে পড়াশোনা করি আপনাদের সেবা দেয়ার জন্য, আপনাদের মারার জন্য এতো কষ্ট করা লাগে না, বুঝছেন?
সম্মন করতে শিখুন, প্রত্তিদানে আরো বেশিই পাবেন... শুধু মনে রাখবেন "আমরা আপনাদের জন্যই।"
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩
মেডিকো মাকড়সা বলেছেন: মাসে সব জিনিসের জন্যই তো বাজেট রাখেন, চিকিতসা খাতে কত রাখেন? রাখেন না, এজন্যই আপনাদের মত পাবলিকের কাছে এটাকে বেশি মনে হয়... যে ডাক্তারের ভিজিট ৫০০ টাকা সে ডাক্তার জীবনের ৪০/৪৫ টা বছর পার করেছেন শুধু ভালো করে ডাক্তারী শিখতে... উনি যে মেধা বা শ্রম দিয়েছেন তা অন্য কাজে দিলে দিনেই ৫০/৬০ হাজার টাকা ইনকাম কোন ব্যাপারই না। আর এই ৪০/৪৫ বছরে উনি যে পরিমান রোগী দেখেছেন সে সংখ্যাটা আপনি আমি কোনদিন অংক পরীক্ষাতেও লিখিনি। সুতরাং ভালো ডাক্তার দেখাতে আপনি টাকা দিতে বাধ্য... আর সঠিক চিকিৎসা উনি দিচ্ছেন কিনা সেটা আপনি কিভাবে জানেন? যদি জেনেই থাকেন উনি ভুল চিকিৎসা করেন, তাহলে সঠিক টা আপনি নিজেই জানেন, তো নিজেই করুন।
সময়ের কথা বলেছেন, উনি ৪০/৪৫ বছর ধরে কি ঘোড়ার ঘাস কাটছেন বলে মনে করেন? রগ নির্নিয়ের জন্য যেটুকু কথা বলার প্রয়োজন সেটুকু সব ডাক্তারেই বলেন... আপনার সময় নিয়ে গল্প করার ইচ্ছে থাকলে "কলিকাতা হারবাল" এ যান, অনেক সময় গল্প করতে পারবেন। অথবা মনোরোগ বিশেষজ্ঞ এর কাছে গেলেও গল্প করতে পারবেন।
আন্তরিকতার কথা বলেছেন, আন্তরিকতা মানে বুঝেন? বাবা-মা আপনাকে আদর করে মানে এই না যে তারা সারাক্ষন তাদের কোলে বসিয়ে আপনাকে চুমু দেয়। আন্তরিকতা না থাকলে শুধুমাত্র MBBS কেন, কোন মেডিকেলের পরীক্ষাতেও পাস করা যায় না, এটা আপনার জানার কথা না।
পড়াশোনার কথা বলেছেন, আপনি কোথায় পড়েন ভাইয়া? জীবনে কখনো শুনেছেন, পড়ার চাপে ছেলেমেয়েরা আত্মহত্যা করতে চায় কখনো? হ্যা, এটা শুধুমাত্র মেডিকেলে। আর সারা বিশ্বের মধ্যে MBBS এর সিলেবাস যে সবচেয়ে জঘন্য সিলেবাস, সেটা গিনেসবুকে নাম উঠলেও আপনার জানার কথা না। চৌদ্দ গুষ্ঠির কেউ মেডিকেলে থাকলে তার কাছে জেনে নিবেন, মেডিকেলের মত পড়ার চাপ আর কোথাও নাই।
আপনারাও শুধু রাত জেগে পড়েন, অবশ্যই ঠিক, সারাবছর সারাদিন মাইয়া মানুষ নিয়া লুতুপুত, টিউশানি, গাঞ্জা খাইয়া পইড়া থাকলে পরীক্ষার আগের দিন তো রাত্রে পড়া লাগবোই। আর মেডিকেলের পোলাপান শুধু রাত জেগে না, সারাদিন রাতপড়ে... আমি নিজেই ১৩/১৪ ঘন্টা পড়ি। আর আপনারে ১০ ঘন্টা চেয়ারে খালি বসে থাকতে বললেও পারবেন না।
বুঝলেন? জেনে তর্ক করতে আসবেন। অল্প বিদ্যা যে ভয়ংকরী জানেন এটা?
২| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪১
দুরন্ত পথিক০৫ বলেছেন: মাঘের নীল আকাশ, সঠিক চিকিৎসার জন্য সাংবাদিকদের কাছে যান, একেবারে ভইরা দিবো।
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৪
মেডিকো মাকড়সা বলেছেন: এভাবে ভরে দিলেন সজীব ভাই?
৩| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫
পাজল্ড ডক বলেছেন: পাশ কইরা পেরিফেরিতে যান বা ক্লিনিকে কাজ করেন; তখন আইসা এই লেখা পইড়েন,নিজেই হাসবেন।
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫১
মেডিকো মাকড়সা বলেছেন:
৪| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬
মাঘের নীল আকাশ বলেছেন: পাবলিকরে ভরনের ধান্ধা করেন বইলাইতো মাঝে মাঝে আপনাগো সাংবাদিকদের ভরানিও খাইতে হয়..আরেক কসাই আইসে গেটিস দিতে!
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭
মেডিকো মাকড়সা বলেছেন: কুকুর ঘেউ ঘেউ করলে আমরা কিছু মনে করি না... কারন, আমরা কসাই, আপনাগো মত গরু, ছাগল, পাঠা, আর বলদের চিকিৎসা করি... @nmrusho vai, রেগে যাবেন না, আপনিই বলেন কসাই এর সঙ্গা কি?
৫| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০
মাঘের নীল আকাশ বলেছেন: আপনে রাইত দিন পড়সেন না গাঞ্জা খাইসেন সেইটা আপনে জানেন, সেইটার লাইগা অহন পাবলিকরে জিম্মি কইরা পয়সা খাইবেন, আবার ১৩-১৪ পড়া দেখাইবার আইসেন...! ভাব শুইনা মনে হয় আমরা বিনা পয়সায় ডাক্তার দেখাই, পয়সা দিয়াও আপনাগো ভাব ছুটে না! অন্য প্রফেশনের পাবলিক কি সব সারা জীবন ঝিমায়, পড়াশোনা সবাই করে, কিন্তু আপনাগো মত সেইটার দোহাই দিয়া পাবলিকের গলা টিপে না...ভক্কর চক্কর বন্ধ করেন! রোগী দেইখা যা ভিজিট পান, এক টাকাও তো ট্যাক্স দেন না। যেই পোলা বিশ হাজার টাকা বেতন পাও হে ও সরকাররে ট্যাক্স দেয় আর আপনেরা রোগীর গলা টিপ্পা মাসে দুই লাখ কামাইলেও দুই টাকা সরকাররে দিসেন...আবার আইসেন দেশ সেবার চাপা পিটাইতে।
আর কতকাল রোগীগোরে গরু ছাগল ভাববেন? পাবলিকের ভরানি কইলাম খুব খারাপ জিনিষ...!
৬| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২২
মেডিকো মাকড়সা বলেছেন: আপনি যে আগাগোড়ায় একটা আবাল তার প্রমান আবারো দিলেন। যুক্তি না কাটতে পেরে এবার চলে গেছেন ট্যাক্সে। ভালো কথা বলেছেন, আচ্ছা, ঋণখেলাপী হিসেবে কয়জন ডাক্তারের নাম শুনেছেন এখন পর্যন্ত?? ২০০৯ সালে কে কে সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী লিষ্টে ছিলো একটু দেখে নিবেন।
আর আপনার সকল প্রশ্নের উত্তর প্রথম কমেন্টের উত্তরেই দিয়ে দিয়েছি। আবার অযথায় সময় নষ্ট করাচ্ছেন।
জিজ্ঞাসা করেছিলাম, আপনি কোথায় পড়েন, কি করেন। বললেন না কেন?? অনলাইনে বুলি ছেড়ে বেড়ান নাকি?? কাজ না থাকলে যা হয়, আপনিও তার ব্যতিক্রম নন মি:রুশো।
৭| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
মাঘের নীল আকাশ বলেছেন: আপনাগো অবস্থা এমন জায়গায় গিয়া ঠেকসে যে অহন ঘোষনা দিয়া কইতে হয় "আমি কসাই ডাক্তার না"...আপনাগো পরিচয় আপনেরা নিজেই...সিলেট মেডিকেলের ২০০০ ব্যাচের পোলাপানরে আমার নাম জিগাইয়ো চান্দু...আর না পাইলে রেটিনার গাইড বইয়ে নাম খুঁইজো...আবাল পোলাপান আইসো ব্লগিং করতে!
৮| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬
মাঘের নীল আকাশ বলেছেন: ট্যাক্সের কথা শুইনা ভাগলা কেন??? চেম্বারে বইসা বইসা যে লাখ টাকা কামান সেইটার তো হদিসই নাই...আবার দিবেন ট্যাক্স...মাথা নষ্ট নাকি?? কী কন বুইঝা কন...ডাক্তার মানেই যে আবাল সেইটা আপনে আবারও প্রমাণ করলেন! অহন অফ যান!
৯| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১২
মেডিকো মাকড়সা বলেছেন: সিলেট মেডিকেলের ২০০০ ব্যাচে আপনার নাম কেউ কইতে পারে নাই। আর মেডিকেলের ব্যাচগুলো যে সাল ধরে হিসেব করা হয় না। সেটাই আপনি জানেন না। আপনি কি মেডিকেলে সেই বুয়েটেড় পোলার মত কমার্সে ছিলেন???
আপনার মত পাবলিকের সাথে কথা বলা আর সময় নষ্ট করা একই কথা। যুক্তি না দিয়ে আজাইরা কথা বাড়াতে পারলেই "হিরু" ভাবতে শুরু করেন।
আর ব্যাবহারে, কথায় আচরনে বংশপরিচয়, জানেন তো?? আপনার বংশপরিচয় জানার ইচ্ছে না থাকলেও ঠিকই জানায় দিলেন। ধন্যবাদ।
১০| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২১
মেডিকো মাকড়সা বলেছেন: ওই যে বারবার বলছি, আপনি না জেনেই তর্ক করছেন। কুকুররেও লাথি দিলে সে একবার ভাবে যে ক্যান তারে লাত্থি দেয়া হলো। আর আপনার মত পাবলিকরে………… কি আর কমু। আর কে আবাল কে আবাল না, সেটার প্রমান তো একটার পর একটা দিয়েই যাচ্ছেন।
চেম্বারে বসে লাখ টাকা কামাতে যোগ্যতা লাগে। আপনি গিয়া চেম্বার দিয়ে লাখ টাকা কামান দেখি কেমন পারেন। শুনে রাখেন, আমি নিজেও লাখ টাকা কামাই, আমার যোগ্যতা দিয়েই।
আর হ্যা আমি ভাগি নাই, আমার কাজ আছে, আপনার মত সারাদিন অনলাইনে বুলি ছেটে লোকজনের পুটুতে আঙুল দিয়ে বেড়ানো আমার কাজ নয়। ব্লগে আমি নিজের কথা, ভাষা চিন্তা শেয়ার করতে আসি। আজাইরা বসে থাকার টাইম নাই। আপনার কাজ নাই, সময় আছে, বইয়া থাকেন। আরেকটা কথা, নিজের বাপ মায়ের সন্তান হয়ে থাকলে ভদ্রভাবে কথা বলবেন। আমি আপনার জিগার দোস্ত নই যে যেকোনো ভাষায় সম্মোধন করবেন।
আরেকটা কথা রেটিনা গাইডে আপনার নাম পাইনি।
১১| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯
মাঘের নীল আকাশ বলেছেন: কইলাম তো...আপনাগো অবস্থা এমন জায়গায় গিয়া ঠেকসে যে অহন ঘোষনা দিয়া কইতে হয় "আমি কসাই ডাক্তার না"...আপনাগো পরিচয় আপনেরা নিজেই!
১২| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৬
মাঘের নীল আকাশ বলেছেন: কুন মেডিকেল থেইকা পাশ কইরা লাখ লাখ টাকা কামান আপনে শুনি আগে...! ব্লগে "লতুন লতুন" তো...চিনবার টাইম লাগবো!
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৭
মেডিকো মাকড়সা বলেছেন: আমি লাখ লাখ বলিনি, লাখ বলেছি। নিজেরে যা ভাবেন, আরেকজনকে তা ভাববেন না, আপনি আপনার পথে আমি আমার পথে... আমি ময়মনসিংহ মেডিকেলেই আছি... খোজ নিয়ে আসেন... সব বুড় যদি জ্ঞানী হত, তাইলে আমার বাপের বয়সী লোক আমাকে স্যার স্যার করতো না, যোগ্যতা আছে বলেই ইনকাম করি... যোগ্যতা আছে বলেই সম্মান পাই। রেতিনা" গাঈডের গপ্পো মারাই না।
১৩| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬
নতুন বলেছেন: mind it. আমার যাকে ইচ্ছে তাকেই অনুকরন করবো, নাহলে নিজের পথেই চলবো। কাউরে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে আসিনা যে,"আমার কাছে সেবা নিয়া যান"। its my life, My lead. ইচ্ছে হলে আইবেন, নাইলে যানগা। না গিয়ে তো আর থাকতে পারবেন না, কারো না কারো কাছে তো যাবেনই, সেটা আজ আর কাল। আপনাকে আমার বা* ছিড়তেও প্রয়োজন হবে না, কিন্তু আপনি আমার কিংবা আমার স্বজাতী ভাই বোনের কাছে আসতে বাধ্য... মনে রাখবেন "যারা সেবা নেয়, তাদের হাতটা দাতার হাতের নিচে থাকে।"
এই যদি হয় সেবার মানুষিকতা তবে তো খবরই আছে
আমাদের দেশের জনগন বোঝে না তাই এই রকমের মানুষকিতা নিয়ে পার পাবেন। কিন্তু উন্নত বিশ্বে এই রকমের চিন্তা নিয়া ডাক্তারী প্রক্টিস করতে পারবেন কি না সন্দেহ।
আপনাকে আমার বা* ছিড়তেও প্রয়োজন হবে না, কিন্তু আপনি আমার কিংবা আমার স্বজাতী ভাই বোনের কাছে আসতে বাধ্য... মনে রাখবেন "যারা সেবা নেয়, তাদের হাতটা দাতার হাতের নিচে থাকে।
আপনি যাই করেন না কেন জনগনের কাছেই বাধা। কারন তার কাছে টাকা আছে আর আপনার ঐ টাকার দরকার। ডাক্তারী পেশা সেবা মুলক << এটা ব্যবসা না। আপনি যেই ধারনা থেকে বলেছেন তা মনে হইচ্ছে ২০০% মনপোলি ব্যাবসা।
আর আমাদের দেশের মানুষেরও মন মানুষিকতা এখনো উন্নত হয়নি তারাও সেবা কিভাবে নিতে হয় তা শেখানাই। ( সব খানেই আমি কি হনুরে ভাব নিয়ে চলে)। আশা করি সবাই ভদ্রভাবে সব পেশার মানুষকে সন্মান করবে।
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১২
মেডিকো মাকড়সা বলেছেন: উন্নত বিশ্ব বলতে কোন কোন দেশ বুঝিয়েছেন জানি না, কিন্তু উন্নত বিশ্বে ডাক্তারদের মানসিকতা, সাথে যারা সেবা নিবে তাদেরও মানসিকতা কেমন তা একবার খোজ নিবেন আশা করি। যারা আমাকে সম্মান করে, ডাক্তারদের সম্মান করে, সে আমার কাছে কেন, গোটা ডাক্তারদের কাছেই সম্মান পাবে।
১৪| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯
মাঘের নীল আকাশ বলেছেন: বাপের বয়সী লোকেরা স্যার স্যার করে ঠেকায় পইড়া আর আবাল ভাবতাসে খুব সম্মান পাইসে। পাবলিকের অসহায় অবস্থার সুযোগ নিয়া লাখ টাকা কামান তো আপনেরা...আপনাগো আচরণ ঠিক করেন, তারপরে আপনের বংশ পরিচয়ের ঠিকানা খুঁইজা দেখুম নে!
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৮
মেডিকো মাকড়সা বলেছেন: আপনার মত বুলিওয়ালা বুলডগের রিপ্লে দিতে আমার রুচিতে বাধছে। আপনি যে সুপার ক্লাসিফাইড আ** সেটা কথাবার্তাতেই বোঝা যায়। আমি স্যার হবার যোগ্য বলেই তারা বলছে, আপনাকে তো বলছে না, নিজের যোগ্যতার দিকে তাকান। আর হ্যাঅসহায় অবস্থা সুযোগ নিলে মাসে ৫/৭ লাখ কামাইতে পারতাম... আমার বংশ পরিচয় আপনার জানলেই চলবে, নিজেরটাই ভালো করে জানুন...যান। উপরে নিজের ভাষাগুলো আরেকবার দেখেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে।
১৫| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২০
মাঘের নীল আকাশ বলেছেন: আপনার মত আবাল ডাক্তারাই নিজেদের দাতা মনে করে!
আমি যখন আপনারে সার্ভিসের বিনিময়ে পয়সা দেই আর যখন আপনে হাত পাইতা পয়সা নেন তখন কিন্তু আপনে না আমিই দাতা।
বিনা পয়সা রোগী দেখার হেডম থাকলে আর দাতাগিরি ফলাইবার আসতেন না...এইসব আবাল হইসে ডাক্তার! বাংলাদেশ বইলাই আজকা আপনাগো মতন আবাল পাবলিকের পয়সায় ডাক্তার হইয়া আবার পাবলিকরে জবাই করে!
আর আমার কথার উত্তর জানা থাকলে তো রিপ্লাই দিবেন...কসাই আইসে 'রুচি' চো@ইতে! রাস্তার মোড়ে গোস্তের দোকান দিয়া বয়া থাকেন...আরও কামাইবার পারবেন!
২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩
মেডিকো মাকড়সা বলেছেন: আপনি আবার গাধামী করলেন, আসল কথা না বলে সারাদুনিয়া ঘুরে বেড়াইতেছেন... দাতা মানেই তো বোঝেন না... আপনার শিক্ষাগত যোগ্যতা যে সামু তে বুলি আওগা করা বোঝায় যায়... কেউ পারিশ্রমিক নিলে সেটা দান বলে আজ প্রথম জনালাম। আর ব্যবহারে বংশপরিচয় জানেন তো... যেসব ভাষা ব্যবহার করছেন তাতে বোখায় যায় কোথা থকে এসেছেন... আর হ্যা, আমি পাবলিকের টাকায় পড়িনাই। নিজের বাপের টাকায় পড়ছি, সুতরাং হুদাই পাবলিক পাবলিক করবেন না। বিনে পয়সায় সেবা দেই বলেই হ্যাডম এতো বেশি... আপনার মত গরু ছাগলের মত নয়। আর রুচি কি জিনিস সেটা সামুতে শুধু ব্লক অপশান নাই বলেই বূঝাইতে পারতেছি না। নাইলে গন্ধ ছূচো আমার লেখায় কমেন্ট করছে দেখলেই ঘেন্না হচ্ছে...
১৬| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৫
মাঘের নীল আকাশ বলেছেন: প্রাইভেটে পড়সেন বইলাই তো এত ফাল পাড়েন! তাইলে তো ক্যাচাল শেষ...এইটা আগে বললেই তো আপনার সাথে বেহুদা কচলা কচলি করতাম না...শখ কইরা ডাক্তরী পড়সেন, বাস্তবে তো আর কিছু করবার পারবেন না, তাই ব্লগই সই...একটু ডাক্তরী ফলায়া যাই...ভালা ভালা....
তয়, আপনে যে কইলেন ময়মনসিং মেডিকেলে আসেন??? চাপা পিটায়া আর কতকাল ?? কী হিসাবে আসেন ভাই..?? পরিচয়টা জানলে দেখা করতাম...রেডিওলজিস্ট নাকি মেডিকেল টেকনিশিয়ান?
এইটা ফেসবুক পান নাই, যে ব্লক মাইরা দিবেন...এইটা এমন একটা প্লাটফরম যেইখানে আপনার মত আবাল চাপা পিটাইন্না পাবলিকের ধরা খাইতে সময় লাগে না...যাই হোক চাপাবাজীর জন্য কানে ধইরা উঠবস করানো সিস্টেম ব্লগে তাইলে থাকা উচিৎ...
১৭| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৮
মেডিকো মাকড়সা বলেছেন: ময়মনসিংহ মেডিকেলে এসে খোজ নিয়েন আমি কোন মেডিকেলে পড়ছি, ময়মনসিংহ মেডিকেলে পড়ছি কিনা... ২০০৯ সালের admission এ ৭৭০ তম সিরিয়াল খুজে বের করে নিয়ে নাম মিলিয়ে নিয়েন... মেডিকেলে এসে কোনো ডাক্তারের কাছে এসে নাম বলবেন, চিনিয়ে দিবে...
আপনার সাথে একটা বিষয়ে আমি একমত "এইটা এমন একটা প্লাটফরম যেইখানে আপনার মত আবাল চাপা পিটাইন্না পাবলিকের ধরা খাইতে সময় লাগে না...যাই হোক চাপাবাজীর জন্য কানে ধইরা উঠবস করানো সিস্টেম ব্লগে তাইলে থাকা উচিৎ...সাথে জুতার মালা দেবার ব্যাবস্থা থাকা উচিত, তাইলে সিলেট মেডিকেলে ২০০০ সালের ব্যাচ ( ), আর রেটিনা গাইডে নাম ধারীর একটা ব্যবস্থা করা যাইতো"। আইছে কোথাকার সুপার ক্লাসিফাইড আবাল...
কিছু পাবলিকের কাজই হলো হুদাই অনলাইনে ফাল পাড়া, তাদের সিরিয়াল করলে আপনি চ্যাম্পিয়ন হতেন শিউর...
১৮| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫২
মাঘের নীল আকাশ বলেছেন: কি আর কমু...পাবলিকের টাকায় পড়েন নাই আবার কন ময়মনসিং...পুরা মাথা নষ্ট...আগের নিজের চিকিৎসা করেন...বাকীটার ব্যবস্থা আমরা করতাসি..চান্দু, ৭৭০ সিরিয়াল নিয়া ময়মনসিং এ পড়...!!! সাপের পাঁচ পাও দেখাবার লাগসো!
গোস্তের দোকান দিয়া কসাইগিরি করেন!
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬
মেডিকো মাকড়সা বলেছেন: আচ্ছা, আপনি গরু নাকি গাধা নাকি ছাগল নাকি পাঠার নন্দন বলেন তো? না জেনে কথা বলেন কেন? আপনাকে আমি আমার পোষ্টে আজাইরা কমেন্ট করার জন্য ফোন করে ডেকে এনেছি নাকি এসএমএস দিয়েছি? আর কমেন্ট করবেন তো জেনে করবেন, না জেনে ঘেউ ঘেউ করবেন না। আপনাকে খোজ নিতে বলেছি, নিয়েছেন? নেন নাই, আপনার সিলেট মেডিকেলের ২০০০ ব্যাচ আর ড়েটিনা গাইডের কথা বললে আমি সেদিনেই দেখেছি, আপনার নাম নাই। সেটা আপনাকে জানানোও হয়েছে, তো ৭৭০ তম হয়ে ময়মনসিংহ মেডিকেলে ছিলাম কিনা সেটা নেটে ঘেটেও তো বের করতে পারেন, নাকি সে মুরোদ ও নেই? চান্দু তো হয় আপনি নাহলে যে বীজ থেকে জন্ম নিয়েছেন সে। আপনার চৌদ্দ গুষ্ঠীর কেউ মেডিকেলে আসার মুরোদ দেখিয়েছে বলে তো মনে হয় না। মেডিকেলে পড়ার সময় আপনার বাপে কি আমারে মাসে মাসে খরচ দিতো নাকি কলেজের বেতন দিতো নাকি বই খাতা কলম কিনে দিয়ে যেত নাকি জনগন কিনে দিয়ে যেত? নাকি আপনিই আইতেন কিনে দেবার জন্য? এজন্যই বলেছি বাপের টাকায় পড়েছি। পাবলিক আমাকে একটা পয়সাও দেয়নি বুঝলেন... আর হ্যা, মন্তব্য করতে এলে খোজ নিয়ে জেনে তারপর আসবেন, হুদাই চিল্লানোটা কুকুরের মানায়, আশা করবো আপনি তা নন।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
মেডিকো মাকড়সা বলেছেন: বরাহনন্দনের স্বভাব চেঞ্জ হয় না, পোলাও সামনে দিলেও কচুই খোজে... তুই ও তাই... কমেন্ট আমি ডিলিট করিনি... কেউ রিপোর্ট করেছে... আমার খায়া দায়া কাম আছে, তর মত আবাল পাবলিকের গায়ে থুথু দেয়ারও টাইম নাই... চৌদ্দগুষ্ঠির কেউ কোনদিন ডাক্তার হতে পারলে কথা বলতে আসিস... বরাহ কোথাকার
২০| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৩
ডাক্তার পোলা বলেছেন: এই মাঘের নীল আকাশ নামক লোকটা দেখি পুরাই বলদ।কোন টু দি পয়েন্ট তর্ক নাই।রেটিনা গাইডে আপনে কি হিসেবে কাজ করছিলেন। সম্পাদক না কম্পোজার নাকি বাধাইকারক হিসেবে? সিলেটে ২০০০ সালে আপনেরে এক্কেরে সবাই চিনত না??? বাই দা অয়ে আপনার রাজনইতিক পরিচয়টা আমি কিছুটা বুঝতে পারছি। কারন কে নিজেরে রেটিনা গাইডের সম্পাদক!!!! দাবী করে আবার ২০০০ সালের সিলেট মেডিকেলের হিরো!!!! দাবী করে সেটা আমি বুঝি।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩১
মাঘের নীল আকাশ বলেছেন: পয়সা দিয়া আপনাদের কাছ থেকে সঠিক চিকিৎসা, সময়, আন্তরিকতা পাওয়া যায় না...আবার আইসেন ফ্রি চিকিৎসার গল্প শোনাইতে!

"শুধু মনে রাখবেন "আমরা আপনাদের জন্যই।""....এইটা আপনারা মনে রাখলেই মঙ্গল।
আমরা এতোদিন ধরে এত রাত জেগে কষ্ট করে পরিবারে চাওয়া চাহিদা বন্ধ করে পড়াশোনা করি......রাত জাইগা পড়াশোনা মনে হইতাসে কেবল মেডিকেলের পোলাপাইন-ই করে...!!!
ভন্ডামী ছাড়েন...।