![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মত মধ্যবিত্ত পরিবারগুলোর "ছেলে"দেরকে পড়াশোনার জন্য সর্বোচ্চ সাপোর্ট দেয়া হয় যাতে তারা "বাবা-মা" এর চেয়ে আরেকটু ভালো থাকে, কিছুটা হলেও "টাকা পয়সা" হয়, আরও কিছুটা স্বচ্ছল হই...
.
আর এজন্যই ভার্সিটি লেভেলে ছেলে ৩য় বর্ষে উঠা মাত্রই তার বিবেকের দহন শুরু হয়, বাপের কাছ থেকে "রক্ত জল করা" টাকা নেয়ার জন্য, শুরু হয় ইনকামের পথ খোঁজা, বাপের কাছ থেকে টাকা নিয়ে আর যাই হোক হাত খরচ চালাতে লজ্জা লাগে...
.
আর বাবা-মায়েরা দিন রাত ছেলেকে ফোন করে বলেন "শুরুতেই জিজ্ঞাসা করেন-খাওয়া-দাওয়া ঠিকমত হচ্ছেতো?" আর একথা ওকথা শেষ করে ফোন রাখার আগে বলেন "ভালো করে পড়ো"। আর মাসের শেষের দশ তারিখ আসতে না আসতেই "টাকা আছে তো, কবে দিবো বলো"। নিজেরা কিছুই নিবে না, ছেলের জন্য সর্বোচ্চটাই নিয়ে আসবে...
.
একটা উদাহরণ দেইঃ বাসায় দুটো মোবাইল, বাবার একটা, মায়ের আরেকটা, আরেকটা খুব দরকার, ছোট বোনের জন্য। এর মধ্য বাবার টা দুই মিনিট পর পর বন্ধ হয়ে যায়, স্ক্রীনে কিছু দেখা যায় না, ভাইব্রেশান দিলে কথা বলে বুঝতে হয় কে ফোন দিলো, মডেল NOKIA-3120; আর মায়েরটা মাঝে মাঝে এমনিতেই চেক করতে হয়,"কেউ ফোন দিলো কিনা, রিং এলে কিছুই বোঝা যায় না" আর আমি নিজেই ইউজ করি দুটো, একটা নোকিয়া এক্স-২, আরেকটা আধুনিক এন্ড্রয়েড...
.
নিজেরা নিজেদের জন্য তো খেটে মরছেই, সাথে আমরা যাতে আরো কিভাবে ভালো থাকতে পারি, তার জন্য আরো আরো আরো খাটছে...
.
একটাই চিন্তা তাদের "আমাদের ভবিষ্যতে যেন তাদের মত এতো কষ্ট না করতে হয়, আমরা সন্তানেরা যেন আরেকটু ভালো থাকি"।
.
"এরা"ই হলো বাবা-মা, মধ্যবিত্ত পরিবারের "বাবা-মা", আমাদের বাবা-মা...
.
#শ্রদ্ধা_সকল_বাবা_মা_কে
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩
মেডিকো মাকড়সা বলেছেন: :'(
২| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২
বটপাকুড় বলেছেন: বুঝলাম না, আপনার দুইটা ফোন ব্যবহার করার মাজেজা টা কি ?
আমি তো এই বয়সেও একটি ফোনের বাইরে ইউজ করার কথা চিন্তা করি না। কথা বলার এতো সময় কোথায়?
অফটপিকঃ আপনি কি সরকারি না প্রাইভেট মেডিক্যাল এ পড়েন?
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮
মেডিকো মাকড়সা বলেছেন: দুটো ফোন ইউজ করি, কারণ দুটোর আলাদা আলাদা সমস্যা.... একটাতে কল আসে না, কিন্তু মেমোরিতে নাম্বার থাকে না, আরেকটা থেকে কল যায় না, কিন্তু মেমোরি ভর্তি নাম্বার। ডাক্তারের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কল শুধু আসে না, আসতেই থা্কে।
অফঃ আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আছি। এটা সরকারী নাকি বেসরকারী ভুলে গেছি। একটু খোজ নিয়ে জানাবেন তো ভাই।
৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মোটেও অফ টপিক না,এইটাই টপিক।আমার মনেও এই একই প্রশ্ন আসছিল।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
মেডিকো মাকড়সা বলেছেন: মধ্যবিত্ত পরিবারের পোলাপান প্রাইভেট মেডিকেলে পড়ে এটা কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি না... যেখানে ভর্তি হতেই ১৫ লাখের বেশি টাকা লাগে। একবারে ১৫ লাখ আর বছরে হোষ্টেল ফি, ছেলে মেয়ের হাত খরচ বাদেই যেখানে ২ লাখে বেশি দিতে হয়, তারা কি আসলেই মধ্যবিত্ত নাকি মধ্যবিত্তের ভান করে থাকে...???
৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৮
বটপাকুড় বলেছেন: বুঝতে পারছি, আপনি কথা বলতে পছন্দ করেন, আমাদের নেতাদের মত। এতো কথা বলতে থাকলে তো নেতাদের মত প্রচুর টাকা থাকারও কথা।মধ্যবিত্তের কষ্ট নিয়ে পোস্ট দেয়া লাগতো না। আর সবাইকে নম্বর দিয়ে বেড়ান। আমি টেলিনর এর সিনিয়র লেভেল এ মজা করে বলতে শুনছি, বাঙ্গালী যে এতো কথা বললে লাইক করে, এই জন্য এই দেশে ব্যবসা করে মজা।
বিসিএস হইছে নাকি, নাকি দিবেন?
ও আর সমস্যা নাই , আমার বেগম সাহেব সলিমুল্লাহ থেকে বাংলাদেশের মেডিক্যালের তো সুবিধা আছে, দেশে বিশাল দাম
কিন্তু বিদেশে লাইসেন্স পাইতে খবর হয়ে যায়, পড়াশোনা আর কারিকুলাম আপডেটেড থাকে না বলে
মধ্যবিত্ত পরিবারের পোলাপান প্রাইভেট মেডিকেলে পড়ে এটা কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি না সহমত
আসলে ঐ যে আমাগো আবেগ বেশি, বাস্তবতাবিহীন চিন্তা বেশি করি, পরে ছেলে মেয়েরা যখন চাকরি পাই না, তখন এইটা বোঝা যায়। সরকারি থেকে চাকরি পাইতে আর পোস্ট গ্রাডে চান্স পাইতে খবর হয়ে যায়। বেসরকারি তো খবরই নাই
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪
মেডিকো মাকড়সা বলেছেন: আমি কথা বলতে পছন্দ করি তবে নেতাদের মত না, যেটা বাস্তব সেতা। নেতারা হুদাই বকে... জানেন নিশ্চয়। নেতারা যা ইনকাম করে তার পুরোটাই পাবলিকের জন্য বরাদ্দ থাকে। আপনার তেমন কিছু থাকলেও আমার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, সেদিক দিয়ে আমি ব্যর্থ বলতে পারেন, আপনি সফল। আর টেলিনর পর্যন্ত যাচ্ছেন কেন? বাড়ির পাশে যে কবিরাজ আছে তাকে দেখলেই বুঝবেন কথা ব্যাবসা কি জিনিস।
বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, তবে তার চেয়ে বেশি নিচ্ছি বাইরে যাওয়ার প্রস্ততি, দেশে থেকে 3rd 4th ক্লাস পাবলিকের মাইর খাওয়ার ইচ্ছে নেই তাই। যদি ফিরে এসে শুধু 1st ক্লাসের চিকিতসা করবো... আমার সাধ আহ্লাদ কম, কম টাকা পয়সা হলেও চলবে কিন্তু ভালো আর সিকিউর থাকতে চাই।
ধন্যবাদ সহমতের জন্য...
মেডিকেলে পড়ার প্যারা যদি বাপ মা দের বোঝানো যেত তাহলে এত হুজুগে হত না মেডিকেলে পড়াটা... প্রাইভেট মেডিকেলে পড়ুয়াদের মা বাপ বোঝে না... এটা স্ট্যাটাস ক্লাস উপরে ওঠায় ঠিক, কিন্তু জীবন নষ্ট করে দেয়...
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আবেগে কাইন্দালছি।