নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

জেনে নিই বিপদ সংকেত সমূহের অর্থ ও ক্ষেত্রবিশেষে প্রয়োগবিধি !

১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৫০





১নং দূরবর্তী সতর্ক সংকেত :

জাহাজ ছেড়ে যাওয়ার পর দূর্যোগপূর্ণ আবহাওয়া সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬১ কিঃমিঃ যা সামূদ্রিক ঝড়ে পরিণত হতে পারে।



২নং দূরবর্তী হুঁশিয়ারী সংকেত :

দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২-৮৮ কিঃমিঃ।বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথিমধ্যে বিপদে পড়তে পারে।



৩নং স্থানীয় সতর্ক সংকেত :

বন্দর ও বন্দরে নোঙ্গর করা জাহাজগুলো দূর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০-৫০ কিঃমিঃ হতে পারে।



৪নং স্থানীয় হুঁশিয়ারী সংকেত :

বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় ৫১-৬১ কিঃমিঃ তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্ত্ততি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি।



৫ নং বিপদ সংকেত :

বন্দর ছোট বা মাঝারী তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামূদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২-৮৮ কিঃমিঃ।ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।



৬নং বিপদ সংকেত :

বন্দর ছোট বা মাঝারী তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামূদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২-৮৮ কিঃমিঃ।ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে ।



৭নং বিপদ সংকেত

বন্দর ছোট বা মাঝারী তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামূদ্রিক ঘূণিঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২-৮৮ কিঃমিঃ।ঝড়টি বন্দরকে উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।



৮নং মহাবিপদ সংকেত :

বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝাবিক্ষুব্ধ ঘূণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানাগতিবেগ ঘন্টায় ৮৯ কিঃমিঃ বা তার উর্দ্ধে হতে পারে।প্রচন্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

৯নং মহাবিপদ সংকেত:

বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক সামূদ্রিক ঘূণিঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিঃমিঃ বা তার উর্দ্ধে হতে পারে।প্রচন্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।



১০নং মহাবিপদ সংকেত:

বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক সামূদ্রিক ঘূণিঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিঃমিঃ বা তার উর্দ্ধে হতে পারে। প্রচন্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে ।



১১নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত:

আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তারা আবহাওয়া অত্যন্ত দূর্যোগপূর্ণ বলে মনে করেন ।



(সংগৃহীত)

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:০৬

জাহাঙ্গীর জান বলেছেন: আল্লাহ আমাদের রক্ষা করবেন ।

২| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:১৫

অবয়ব বলেছেন: একই গতিবেগে ঝড়ের ডান, বাম, উপর দিয়ে প্রবাহিত হলে আলাদা সংকেত, হয়ত ক্ষয়ক্ষতিও কম বেশি এটা জানতাম না। আমি ভাবতাম শুধু গতিবেগের উপর এই সংকেত। ধন্যবাদ পোস্টের জন্য।

৩| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৫১

রাকি২০১১ বলেছেন: আল্লাহ আমাদের হেফাজত করুন। ধন্যবাদ তথ্যের জন্য

৪| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:০০

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: অনেক কিছু জানলাম।

৫| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট ।এর গুরুত্বপূর্ণ মানুষদের মহাসেন সম্পরকে অবহিত করা ।

৭| ১৬ ই মে, ২০১৩ সকাল ৭:৩৬

মুদ্‌দাকির বলেছেন: As far as i know, these have been redifined in recent past, the difinetions you gave are not valid anymore.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.