![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)
পেঁপে একটি সার্বজনীন ফল। প্রায়সব ঋতুতেই পেঁপে পাওয়া যায়। কাঁচা ও পাকা উভয় পেঁপেই শরীরেরজন্য উপকারী।
*কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর প্রোটিওলাইটিক এনজাইম। এই উপাদানটি প্রোটিন হজমের জন্য সাহায্য করে।
*পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।
* কাঁচা পেঁপে, শশা, গাজর, লেটুস বা ধনিয়া পাতারসালাদ ওজন কমাতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
*পেঁপে যুদ্ধ করে দেহের বাড়তি মেদের বিরুদ্ধে।
*কাঁচা পেঁপের প্রোটিওলাইটিক এনজাইম ক্যানসার নিরাময়ে রাখে গুরুত্বপূণর্ ভূমিকা। আর এই উপকারের জন্য কাঁচা পেঁপে রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই উত্তম।
*প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’র বসতি পাকা পেঁপেতে। ভিটামিন ‘এ, ও ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যুদ্ধ করে ছোঁয়াচে রোগের বিরুদ্ধে,দাঁত, চুল, ত্বকের জন্য বয়ে আনে সুফল।
*অ্যান্টি অ্যাজিং ফ্যাক্টর অর্থাৎ বৃদ্ধ বয়সকে দূরে ঠেলে দেওয়ার উপাদান রয়েছে পেঁপেতে। তাই ত্বকের ওপরেও কাজ করে এই ফল।এতে কোনো খারাপ কোলস্টেরল, চর্বিবা ফ্যাট নেই।
*মোটা মানুষেরা দুশ্চিন্তামুক্ত হয়ে খেতে পারেন। তবে ডায়াবেটিকরোগীর া মিষ্টি পেঁপে পরিহার করুন।
(সংগৃহীত)
২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০
সোহাগ সকাল বলেছেন: আমাদের বাড়িতে ম্যালা পেঁপে গাছ! খাইতে চায়না কেও।
৩| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আল্লামা ইকবাল বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ