নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

•• টুথপেস্টের ব্যবহার ••

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩



◘ পেঁয়াজ বা এই ধরনের গন্ধযুক্ত কিছু কাটার পরে দুর্গন্ধ দূর করতে হাতে টুথপেস্ট মাখুন।



◘ অনেক শখ করে কেনা আপনার লেদারের জুতাতে যখন কোন দাগ পড়ে,তখন হয়তো আপনার মনেও দাগ পড়ে।চিন্তা নেই, অল্প একটু টুথপেস্ট পারে তা দূর করতে। দাগ পড়া জায়গাতে টুথপেস্ট লাগান তারপর একটি ভেজা নরম কাপড় দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিন। দেখবেন আপনার জুতা চকচক করছে।



◘ আপনি যদি ব্রণের সমস্যায় ভুগেন,তাহলে আক্রান্ত স্থানে নন-জেল এবং নন হোয়াইটেনিং টুথপেস্ট লাগিয়ে রাতে ঘুমাতে যা টুথপেস্ট ব্রণের জলীয় অংশ শুষে নেয় এবং তেল টেনে নেয়। তবে একটা ব্যাপারে স না হলেই নয়।আপনার ত্বক টুথপেস্টের ব্যাপারে সংবেদনশীল হতে পারে। তাই প্রথমে ত্বকের ক্ষুদ্র অংশে প্রয়োগ করুন।



◘ দাঁত ব্রাশ করা ছাড়া টুথপেস্ট আর যে কাজের জন্য সবচাইতে বেশি ব্যবহা করা হয়,তা হচ্ছে পোড়া ব্যবহার করা। এটি ফোস্কা পড়া প্রতি করে।



◘ একইভাবে আপনি কো বিষাক্ত পোকার কামড়ের শিকার হলে হলে আক্রান্ত জায়গায় টুথপেস্ট ব্যবহারে সুফল পেতে পারেন।



◘ আপনার কাপড়ে যদি কালি কিং লাগে,তবে সেখানে একটু টুথপেস্ট লাগিয়ে নিন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।



◘ এমনকি আপনার সিডিতে যদি স্ক্র্যাচ পরে তবে হাল্কা একটু টুথপেস্ট লাগিয়ে নিন এবং ঘষুন।



◘ হীরের গয়না ও পরিষ্কার করতে টুথব্রাশে একটু টুথপেস্ট লাগিয়ে নিন এবং তারপর হাল্কাভাবে ঘষে ধুয়ে ন দেখবেন কেমন ঝলমল করছে গয়না।

একইভাবে আপনার ঘরের সিলভারের তৈজসপত্রের ঔজ্জল্য বাড়াতে পারেন



◘ ছোট বাচ্চারা ঘরের দেওয়ালকে প্রায় সময় নিজের আঁকার ক্যানভাস মনে করে আর কপাল পোড়ে গৃহকর্তার! সেক্ষেত্রে আপনি এক কাপড়ে টুথপেস্ট লাগিয়ে মুছে দেখতে পারেন



◘ মিষ্টি পানীয় অর্থাৎ কোক কিংবা সফট ড্রিঙ্কস কাচের উপর শুকিয়ে দাগের সৃষ্টি করে। ভেজা ন্যাকড়ায় টুথপেস্ট লাগিয়ে সেখানে ঘষুন। দেখবেন দাগ উধাও!



◘ আপনার নখের কোনা পরিষ্কারে টুথপে চাইতে ভাল কিছু খুঁজে পাওয়া দুষ্কর!



(সংগৃহীত)

মন্তব্য ৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮

িসরাজ উদদীন বলেছেন: +++++++++

২| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

ডি মুন বলেছেন: ভাল লাগল ++++++++++

৩| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কিছু জিনিস জানলাম। পোকা কামড় দিলে আমি ব্যবহার করি :)

৪| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৩

জহির উদদীন বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাতে ও প্রিয়তে নেয়ার জন্য লগ ইন করলাম.......

৫| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬

বনলতা মুনিয়া বলেছেন: +++++

৬| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

অনন্যমানুষ বলেছেন: বুদ্ধি ভাল কিন্তু আইডিয়া খারাপ।
ক্রমাগত বিকল্প ব্যবহারের কারনে হটাৎ দেখা যাবে দাত ব্রাশ করার জন্য সামান্য পেস্টটুকুও পাওয়া যাবেনা। তাছারা পেস্টের জন্য মাসাক বরাদ্দকৃত খরচও বেড়ে যাবে। :(

তাছাড়াও এই বিকল্প ব্যবহার দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলতে পারে।
# ক্ষত/ ফোষ্কা, পোকার কামড়, আগুনে পোড়া ইত্যাদিতে টুথপেস্ট ব্যবহারের কারনে দেশের ঔষধ শিল্প মারাত্বক ক্ষতির সম্মুক্ষীন হবে। স্যাভনল , ডেটল, স্যাভনল ক্রিম, নেবানল ক্রিম/ পাউডার, দার্মাজ্বল [আগুনে পোড়া স্থানে ব্যবহৃত মলম] প্রভৃতির বিক্রি মারাত্বক আকারে হ্রাস পাবে, তখন ঔষধ কোম্পানি গুলো ব্যায় সংকোচনের জন্য কর্মী ছাটাই করবে, অনেক লোক জবলেস হয়ো যাবে। আবার অনেক ছোট ছোট কোম্পানি হয়ত বন্ধও হয়ে যেতে পারে। এই সুযোগে ভারতীয় নিম্ন মানের প্রচুর ঔষধ এদেশে ঢুকে পরবে।
এখন আপনারাই সিদ্ধান্ত নিন কি করা উচিৎ :P

৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৪

rakibmbstu বলেছেন: +++++++++++++++

৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

আদরসারািদন বলেছেন: দর্কারী পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.