নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

কাপড়ের দাগ ওঠানোর উপায়

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪



* কলমের কালি লাগলে ছাতু আর লেবুর রসের পেস্ট তৈরি করে কাপড়ের দাগে লাগিয়ে কিছুক্ষণ রোদে রেখে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ চলে গেছে।



* যদি কাপড়ে রক্তের দাগ লেগে যায়, তবে লবণ মেশানো ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। তারপর কাপড়টি সাবান দিয়ে গরম পানিতে ধুয়ে ফেলুন। রক্তের দাগ চলে যাবে।



* কাপড়ে গলা মোম লেগে গেলে সহজে উঠতে চায় না। এমন সমস্যায় বরফের টুকরো দিয়ে মোমটা ঘষে তুলে ফেলুন। তারপর কাপড়টা বিছিয়ে একটা সাদা কাগজ কাপড়টার ওপর রেখে ইস্ত্রির করে নিন। কাগজের সঙ্গে মোম গলে উঠে যাবে।



* কাপড়ে লোহার মরচের দাগ লাগলে প্রথমে ভিনেগার ও লবণের পেস্ট তৈরি করুন। দাগ লাগা অংশে পেস্ট লাগিয়ে রোদে রাখুন । তারপর ভালো করে ধুয়ে ফেলুন।



* পানের পিকের দাগ লাগলে দাগ লাগা অংশের নিচে একটা পরিষ্কার কাপড় রেখে এক টুকরো আলু দিয়ে ঘষে নিন। দাগ থাকবে না।



* কাপড়ে ঘামের দাগ ওঠাতে কাপড় ধোয়ার আগে ঠাণ্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর গুঁড়া সাবান দিয়ে ধুয়ে ফেলুন।



* কাদার দাগ ওঠাতে সঙ্গে সঙ্গে না ধুয়ে কাপড় পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।



* ডিমের দাগ তুলতে লবণ মেশানো ঠাণ্ডা পানিতে কাপড় ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।



* কফি বা চায়ের দাগ লাগলে কুসুম গরম পানি আর বরিক পাউডার মিশিয়ে সেই পানিতে কাপড় ভিজিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন।



* সিল্ক বা জর্জেটের কাপড়ে তরকারির ঝোল লাগলে সেখানে ট্যালকম পাউডার বা টুথপেস্ট লাগিয়ে হালকা করে ঘষুন। পরে সাবান পানিতে ধুয়ে ফেলুন।



আসবাব



* কাঠ থেকে যেকোনো দাগ তুলতে আধা টেবিল চামচ টুথপেস্টের সঙ্গে একই পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোমতো মেশান। এরপর নরম পাতলা কাপড়ে



মিশ্রণটি লাগিয়ে আসবাব পরিষ্কার করুন। দেখবেন ঝকঝকে হয়ে গেছে।



* আসবাবের দাগ তুলতে পেট্রোলিয়াম জেলি নিয়ে দাগের ওপর ঘষুন। এভাবে এক রাত রেখে দিন। পরদিন মুছে নিন। দাগগুলো চলে যাবে। যদি না গিয়ে থাকে তবে আরেক রাতের জন্য একই পদ্ধতিতে জেলি লাগিয়ে মুছে নিন।



* একটা কাগজে কিছুটা মেয়োনিজ নিয়ে দাগের ওপর চেপে ধরে ১৫ মিনিট রাখুন। দাগ বেশি হলে এক রাত পর্যন্ত রাখা যেতে পারে। পরদিন কাপড় দিয়ে মেয়োনিজ মুছে ফেলুন। এতে দাগ না চলে গেলে আবার একই পদ্ধতিতে মেয়োনিজের সঙ্গে কিছুটা কাঠের গুঁড়া মিশিয়ে চেষ্টা করুন।



* কাঠের জন্য অলিভ অয়েল দারুণ ময়েশ্চার হিসেবে কাজ করে। আবার ভিনেগারের সামান্য এসিড যেকোনো দাগ দ্রবীভূত করে ফেলে। সমপরিমাণ অলিভ অয়েলের সঙ্গে হোয়াইট ভিনেগার মিশিয়ে নিন। তারপর কাপড়ে নিয়ে দাগের ওপর ঘষুন। আসবাবের দাগ ও ময়লা চলে যাবে।



(সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দরকারী পোস্ট ---প্রিয়তে নিয়ে গেলাম

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

সাইফুদ্দিন আযাদ বলেছেন: প্রয়োজনীয় ট্রিক! কাজে লাগবে... শেয়ার করার জন্য ধন্যবাদ..

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

মাঘের নীল আকাশ বলেছেন: প্রিয়তে নিলাম

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ। কপি করে সেভ করলাম।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।

দারুন কাজের পোস্ট। ধন্যবাদ আপনাকে।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

হাসান ইফহাজ বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।

দারুন কাজের পোস্ট। ধন্যবাদ আপনাকে।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

আমি ইহতিব বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট পেলাম। এতদিন কোথায় ছিলেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

হিতাকাঙ্খী বলেছেন: জ্বী ... আসলেই অনেকদিন পর এলাম, ব্যস্ততার জন্য এদিকটায় খুব একটা আসা হয়না।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.