নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

গৃহস্থালির কিছু প্রয়োজনীয় টিপস:

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭



* অনেক সময় খাবার নষ্ট হয়ে গিয়ে ফ্রিজে বাজে গন্ধ হয়। দুর্গন্ধ দূর করতে নষ্ট হওয়া খাবারটি সরিয়ে দু-তিনটি খবরের কাগজ ভেতরে রেখে দিন। সারা রাত রেখে দিলে সকালে দুর্গন্ধ চলে যাবে।



* গাছের টবে অনেক সময় পিঁপড়া জমে। পিঁপড়া দূর করতে প্রথমে টবের পানি বের হওয়ার ছিদ্রটা বন্ধ করে দিন। এবার টব ভরে পানি ঢালুন, যতক্ষণ না উপচে ওঠে। এভাবে রেখে দিন ৫-৭ মিনিট। দেখবেন পিঁপড়া মরে ওপরে ভেসে উঠছে। তারপর পানিটা কাত করে ফেলে টবের বন্ধ মুখ খুলে দিন। খুব বেশি পিঁপড়া থাকলে পর পর কয়েক দিন করতে হবে।



* প্লাস্টিকের বক্সে অনেক সময় খাবারের দাগ লেগে যায়। হলদেটে দাগ সহজে উঠানো যায় না। দাগ উঠানোর জন্য প্রথমে ডিশ ওয়াশিং সাবান পানিতে প্লাস্টিকের বক্সটি সারা রাত ডুবিয়ে রাখুন। এরপর হালকা গরম পানিতে বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে পেস্টটি পুরো বক্সটি ভালো করে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দাগ থাকবে না।



* চামড়ার জুতায় দাগ লাগলে সহজে উঠতে চায় না। দাগ উঠানোর জন্য প্রথমে ঠাণ্ডা পানি ও ভিনেগার সমপরিমাণে মিশিয়ে চামড়ায় স্প্রে করুন। এরপর ভেজা কাপড় দিয়ে দাগের স্থানটিতে কিছুক্ষণ ঘষে মুছে ফেলুন। দাগ চলে যাবে।

* অসাবধানতাবশত মেঝেতে নেইলপলিশ পড়লে সে স্থানে সঙ্গে সঙ্গে চিনি ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে এরপর কাপড় দিয়ে মুছে ফেলুন। নেইলপলিশ উঠে আসবে।



* পাস্তা সিদ্ধ করার সময় লবণ ঠিক রাখতে পানি প্রথমে ফুটে উঠতে দিন। তারপর সেই ফুটন্ত পানিতে দিন লবণ। প্রয়োজনের তুলনায় একটু বেশি দিন। সেই পানিতে সিদ্ধ করুন পাস্তা।



* ফ্রিজে পেঁয়াজ রাখার কারণে গন্ধ ছড়িয়ে পড়ে। একটি বাটিতে বেকিং পাউডার ঢেলে রেখে দিন সারা রাত। সকালে ফ্রিজ খুললে দেখবেন গন্ধ দূর হয়েছে।



* খাবার রাখার কারণে অনেক সময় প্লাস্টিকের বক্সে খাবারের গন্ধ থেকে যায়। গন্ধ দূর করতে খবরের কাগজ ভাঁজ করে বক্সের মধ্যে রেখে ঢাকনা লাগিয়ে রেখে দিন সারা রাত। সকালে দেখবেন বক্সে কোনো গন্ধ নেই।



* নতুন পণ্যের স্টিকার অনেক সময় সহজে উঠানো যায় না। অর্ধেকটা উঠানোর পর অর্ধেক লেগে থাকে। স্টিকার উঠাতে এর ওপর ভিনেগার লাগিয়ে নিন। একটু শুকালে আবার লাগান। ৫ মিনিট পর টুথব্রাশ দিয়ে হালকা ঘষা দিয়ে ধুয়ে ফেলুন।



* নেইলপলিশের ঢাকনা অনেক সময় শক্ত হয়ে আটকে যায়। খুলতে বিপাকে পড়তে হয়। সমস্যা এড়াতে নেইলপলিশের ঢাকনায় রাবার ব্যান্ড পেঁচিয়ে রাখুন। তাহলে সহজেই খুলতে পারবেন।



(সংগৃহীত)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: হিতাকাঙ্ক্ষীর হিতাকাঙ্ক্ষী পোস্ট :)
ভালো থাকবেন :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

বংশী নদীর পাড়ে বলেছেন: কাজে লাগবে। ধন্যবাদ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.