নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ আমায় ফিরিয়ে দিয়েছে বলে গোটা পৃথিবীটাকে আমার আপন মনে হয়। অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিথ হাস্য ।আমি এমন ভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে ।আমার তো কারুকে দুক্ষ দেবার কথা নয় ।

হিতোংকর সাহেব

কেও আমায় ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে খুব আপন মনে হয়। অভিমান আমার উষ্ঠে এনে দেয় স্মিত হাস্য । আমি এমন ভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে ।আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

হিতোংকর সাহেব › বিস্তারিত পোস্টঃ

জাতীর বিবেকের কাছে প্রশ্নঃ-

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

গুরি গুরি বৃস্টি , পাশের সিটে এসে মাঝ বয়সি একজন বসলো । প্রায় ভিজে গেছে বেচারা ।
জ্যাম অনেক গাড়ী চলছিলো খুব আসতে আসতে ।
হঠাত তার ফোন আসলো , নিচু স্বরে কথা বলতেছিলেন ।
কিছু কিছু কথা আমার কান পর্জন্ত ও আসতেছিলো, যাতে বার বার দুধের বাচ্চা শব্দটাই স্পস্ট ছিলো ।
তাই একটু মনযোগ দিলাম আসলে ঘটনা কি , জানার জন্য

কথা গুলো ছিলো এইরকমঃ-
আরে নাহ , সম্ভবনা । কি ভাবে সম্ভব ? দুধের বাচ্চা না ।
আরে কি বুঝে ও, দুধের বাচ্চা না । দুনিয়া সম্পর্কে কোন ধারনা আছে ওর, দুধের বাচ্ছা ।
না না , মানা করে দে আমি ইন্টারে পড়া মেয়ের বিয়ে দিবোনা। তারা কেমন লোক দুধের বাচ্চার জন্য বিয়ের প্রপোজাল দেয় ।

এই বার আমার ধ্যান ভাংলো , কিঞ্চিত অবাক দৃস্টিতে তাকালাম উনার দিকে ।
প্রতিনিয়ত প্রবাহমান ঘটনার প্রেক্ষাপটে
ইন্টারে পড়া মেয়েকে কি ভাবে দুধের বাচ্চা বলে ?
আচ্ছা ইন্টারে পড়া মেয়ে যদি আসলেই দুধের বাচ্চা হয়।

জাতীর বিবেকের কাছে আমার প্রশ্নঃ-
দুধের বাচ্চার সঙ্গাটা কি ?

যে বাচ্চা উহা খায় নাকি যে বাচ্চার .........।।

বিঃদ্রঃ উত্তর প্রদান করিয়া বাধিত করিবেন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: বাপ মায়ের কাছে ছেলে মেয়ে সবসময় ছোটই থাকে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

হিতোংকর সাহেব বলেছেন: তাই বলে ইন্টারে পড়া মেয়েকে এই বিশেষন । আজব দুনিয়ারে ভাই ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

আমি আবুলের বাপ বলেছেন: আপনিতো ইন্টারে পড়া মেয়ের কথা বললেন। কিন্ত জাফর ইকবাল স্যারের কাছে ভার্সিটির ছাত্ররা (মতান্তরে ছাত্রলীগ) দুধের বাচ্চা। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

হিতোংকর সাহেব বলেছেন: সেইটাই তো জানতে চাচ্ছি ভাই ।। দুধের বাচ্চা মানে কি ? যে বাচ্চা খায় নাকি যে বাচ্চার আছে ??

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাপ-মায়ের কাছে ছেলে মেয়েরা বাচ্চাই থাকে আজীবন। ওই ভদ্রলোকের বরং আরো প্রশংসা করা উচিত কারন তিনি ইন্টারে পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন না যেখানে অনেক বাবা মা-ই 'সুপাত্র' পেলেই দিয়ে দেয় মেয়ের পড়ালেখার চিন্তা না করে।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

মাঘের নীল আকাশ বলেছেন: পোস্টদাতার মনে হয় কচি পাত্রীর প্রতি ঝোঁক বেশী ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

হিতোংকর সাহেব বলেছেন: মানুষ চিনতে ভুল করেন নাই স্যার.।।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

আমি আবুলের বাপ বলেছেন: মাঘের নীল আকাশের বুড়ি পাত্রীর প্রতি ঝোঁক বেশী। :)

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

হাসান বিন নজরুল বলেছেন: হুম বিশাল প্রশ্ন!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

হিতোংকর সাহেব বলেছেন: উত্তর দিলে খুশি হইতাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.