![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
কাঠের জানালায় বন্দী সময়,
দিন রাত্রি বিভেদ ওই পারে হয়।
এখানে শান্তিরা বহুযুগ আসেনা ,
অশান্তির রাজত্যকাল
অসঙ্গায়িত শুন্যতা ।
এপারে শুধু আঁধারের বসতি,
রাতগুলো নির্ঘুম,
কষ্টের বেসাতি,
গহীন অবচেতনে তোমার মায়া,
ছায়া স্মৃতির নির্মম প্রতারনা ।
শপথের বরখেলাপ এপারে হয়না,
ঠুনকো বিতর্ক অচল এখানে,
অবুঝ আবেগ যুক্তি মানেনা !
অধরা তুমি ওই পারের বাসিন্দা,
নষ্ট আবেগের অপবিত্র ছায়া ।
জীবন যেখানে ব্যস্ততার অজুহাত,
রঙিন কাগজের তীব্র লালসা,
শপথ সেখানে দেনা পাওনার,
ভ্রান্তি সুখের মলিন হাসিতে
ছবির ফ্রেমে বন্দী ভালবাসা ।
_________________________
১১-১১-১৩ ইং
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
সাচৌ বলেছেন:
ধন্যবাদ!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
এপারে শুধু আঁধারের বসতি,
রাতগুলো নির্ঘুম,
কষ্টের বেসাতি,
গহীন অবচেতনে তোমার মায়া,
ছায়া স্মৃতির নির্মম প্রতারনা ।
শপথের বরখেলাপ এপারে হয়না,
ঠুনকো বিতর্ক অচল এখানে,
অবুঝ আবেগ যুক্তি মানেনা !
দুর্দান্ত ++++++