নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

রম্য সংলাপ!

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

ক্রিং ক্রিং ক্রিং বাজছে শুন রেড টেলিফোন,

জনতার মনে ক্ষীণ আশার গুঞ্জন।

সংলাপ হবে নেত্রীদের কবে, কখন, কোথায়?

চায়ের কাপে উঠছে ঝড়, বিতর্কের সাইক্লোন;

ফেবু ময়দানটাও রাজনীতি নিয়ে সগরম!

টিভি খুললেই দেখবে সুশীলের টাক চকচকে,

কথার ব্যবসা অনেক হল, বিজ্ঞাপন বিরতি দাও হে!

ইতিহাস খুঁজে জবাব দাও,

সংলাপে সমাধান কবে হয়েছিল বাংলায়?

বৃটিশ-বর্গী পালিয়েছিল কোন আলাপের ঠেলায়?

সংলাপে সমাধান ঘোড়ার ডিম হবে;

আমজনতা সুযোগের অপেক্ষায় বসে,

শিষ্ট-শান্ত খেপে গেলে, সিংহাসন উল্টে দিবে!



পত্রিকার হেডলাইনে শুধু সমঝোতার বানী,

আমজনতার নাকে ঝুলিয়ে গাধার মুলোখানি,

তাল মিলিয়ে সাথেই চলছে গনতান্ত্রিক? কর্মসূচী !

চলছে হরতালে লাঠির শৈল্পিক ব্যবহার;

চলছে গুলি, পড়ছে উইকেট হরহামেশাই।

বোকা বালক সরল একটা প্রশ্ন করতে চায়,

গনপ্রজাতান্ত্রিক বাংলাদেশের কূটনৈতিক নেত্রী,

খেলছি ক্রিকেট কোন দেশের পক্ষে একটুখানি শুনি?



সেই ইয়াহিয়া আর ভুট্টো যা করেছিল সত্তুরে,

পাচ বছর অন্তর ঠিক তাই করছে দু'দল মিলে !

ইয়াহিয়ার ছিল পাকি সামরিক বাহিনী,

আমাদেরও আছে বাংলা ফোর্সের দাবড়ানি;

পাক হায়েনারা নাহয় ছিল ভিনদেশী,

অবাক হয়ে ভাবি আরে, আমরা একই জাতী ?



আসলে সব দ্বন্ধ ওই ক্ষমতার জন্য,

দেশটা নিয়ে ব্যবসা চলছে, জনতা পন্য !





____________________________

(৩১-১০-১৩ইং)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

সাচৌ বলেছেন: B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.