![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
আজ নয়, হয়ত অন্য বরষায়,
ধরব তোমার হাত,আলতো মমতায়।
বিস্মিত লোলুপ দৃষ্টি তোমার অধরে
চায়ের পেয়ালায় শেষ তৃপ্তির চুমুকে।
সাঁঝের গোধূলিতে শীতের বিকেলে,
বারান্দায় আলসেমি সুরভী আঁচলে।
সুপ্রিয়া তোমার চোখের কাজলে
দ্বিধাহীন অপলক শূন্য চাহনিতে,
ক্ষীণ প্রশ্রয় বা মৃদু আহবানে
বন্ধক রেখে সকল ব্যস্ততা,
হারাবে বালক অন্য জীবনে ।
______________________
১০-২৬-১৩ ইং
©somewhere in net ltd.