নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

কেউ কেন বলেনা একজন মানুষ মারা গিয়েছে ?

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

নিউজে হেডলাইন বলে বি-এন-পি,জামায়াত, আওয়ামলীগ, হেফাজতের কর্মী মারা গিয়েছে !

কিন্তু, কেউ কেন বলেনা একজন মানুষ মারা গিয়েছে ?

এই তৃতীয় বিশ্বের দেশটাতে সংসারের একজন পুরুষ সদস্য মারা যাওয়া মানে, একটা সংসার পঙ্গু হয়ে যাওয়া , সংসারের সদস্যদের জন্য অনির্দিষ্টকালের অনিশ্চয়তা, দারিদ্র, ক্ষুধা, আত্মীয় স্বজনের কৃতদাশ হয়ে বেঁচে থাকার যন্ত্রণা নেমে আসা , সন্তানগুলো স্কুল ছেড়ে পথশিশু হয়ে যাওয়া ।

একপক্ষ যখন অন্যপক্ষের উইকেট ফেলার খুশীতে লাফালাফি করে, তখন চুপিচুপি ইতিহাস লিখে রাখে এই এই কারনে... এর এর গুলিতে... এত এত জন নিহত ।

কে জিতল কে হারল জানি না, তবে এটা নিশ্চিত মানবতা বহু আগেই হেরে গেছে এই দেশে ! আসলে আমরা কি সভ্যতার শিখরে উঠছি, নাকি সভ্যতা ধ্বংসের দিকে দ্রুত ছুটে যাচ্ছি ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.