নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

এ+ পোষ্ট মর্টেম !

১৮ ই মে, ২০১৪ রাত ২:৩৪

এই হারে A+ পাওয়ার পজিটিভ দিক হল,কিছু বাচ্চার আত্মবিশ্বাস লাফিয়ে বেড়ে যাবে কয়েক গুন । এবং ভয়ানক নেগেটিভ দিক হল, অনেক বাচ্চার কাছে ভুল বার্তা পৌছাবে এতে করে । তারা ভাববে পড়ালেখা না করেও(তুলনামূলক) A+ পাওয়া যায় । এই মিথ্যে আত্মবিশ্বাস তাদেরকে আছড়ে মাটিতে ফেলবে ঠিক দুবছরের মাথায় ।

অন্যদিকে, যারা আসলেই নাওয়া খাওয়া ছেড়ে পড়াশুনা করেছে তারা হিনমন্যতা ও অসহায়ত্বে ভুগবে । তারা যদি দাবি করে বসে, তাদের সাথে প্রতারনা করা হয়েছে তাহলে অন্যায় হবে না । একটা ক্লাসে রোল ১-৭৯ এর মধ্যে ৬০ জন যদি সেইম গ্রেড A+ পায়, তাহলে বুঝতে হবে সবাই ব্রিলয়ান্ট অথবা সিস্টেমে ঘাপলা আছে । তবে তাদের আফসোস করার কিছু নেই কারন পরীক্ষা তো সবে শুরু, অনেক পথ সামনে আছে নিজেকে প্রমান করার।

আর যারা A+ পায়নি তারা মন খারাপ করার কিচ্ছু নেই কারন বাস্তব জীবনে, গ্রেডের কোন মুল্য নেই । সেখানে শিখিয়ে দেয়া উত্তর মুখস্ত করে কোন কিছুই সমাধান করা যায় না । সেখানেই প্রমাণ হবে আসল মেধাবী কে । যদিও আমরা এমন এক সভ্যতায় বসবাস করছি যেখানে GPA দিয়ে ভাল-মন্দ মাপা হয় তবুও চারিত্রিক মৌলিক সৌন্দর্য গুলো কাগুজে সার্টিফিকেটের তুলনায় তুচ্ছ মাছির ডানার মত ।

আর আজকে সেইসব পিতামাতা ও ছাত্রদের জন্য গ্লানিতে তলিয়ে যাওয়ার একটা দিন যারা নিজেদের ছেলেমেয়েদের জন্য ফাস হওয়া প্রশ্ন সংগ্রহ করেছিলেন এবং ছেলেমেয়েরা সেটা দেখে ভাল রেজাল্ট করেছে । যদিও মানুষের সাথে তারা আজ হাসিমুখে কথা বলছে কিন্তু সেইসব পিতামাতা ও সন্তানেরা আজ মুখোমুখি হলেও হাসিমুখে একে অপরের দিকে তাকাবে না, আনন্দে সন্তানকে জড়িয়ে ধরবে না , লজ্জায় চোখ নিচু করে রাখবে । আজ সবার চেয়ে অসুখী ও লজ্জিত তারা ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫৫

হাসান বিন নজরুল বলেছেন: আমাদের এসব এ প্লাস জাতীয় মগজকে ফ্লাস করে দিচ্ছে...এসব নাটকের মানে হয়না এর চেয়ে টেস্টের রেজাল্ট দেখে মুল্যায়ন করলেও অনেক ভালো মুল্যায়ন হত

২| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:০৬

কোবিদ বলেছেন:
জিপিএর মর্যাদাটা গেছে ক্ষুন্ন হয়ে
ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষাটা দিয়ে।
আগের মতো কেউ হাসেনা পরীক্ষা পাশ করে,
উচ্চ শিক্ষার আকাংখাটা তাই গিয়েছে মরে।

৩| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

যবড়জং বলেছেন: শিক্ষাব্যবস্থাটাই শেষ হয়ে গেলে...।(আবেগে বললাম)

৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: একটা ক্লাসে রোল ১-৭৯ এর মধ্যে ৬০ জন যদি সেইম গ্রেড A+ পায়, তাহলে বুঝতে হবে সবাই ব্রিলয়ান্ট অথবা সিস্টেমে ঘাপলা আছে ।

৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০৯

মাটি আমার মা বলেছেন: এ+ পাওয়া দোষের নয়, কিন্তু এ+ পাইয়ে দেয়াটা সমগ্র জাতির জন্য অশনি সংকেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.