![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
(ইহা সত্যের বেড়াজালে একটি ফান পোষ্ট)
প্রেক্ষাপটঃ
সময়কাল ১৯৮০।
BTV রঙ্গীন সম্প্রচার শুরু করেছে, অধিকাংশ মানুষের ঘরে রঙ্গিন বা সাদাকালো টিভি ছিল না । মাসের চার সপ্তাহের, একসপ্তাহে একদিন রঙ্গিন সিনেমা, আর বাকী তিন সপ্তাহে তিন দিন সাদাকালো বাংলা সিনেমা দেখান হত । সেদিন গ্রামের বা শহরের বাড়ির উঠোনে টিভি বসিয়ে পাটি বিছিয়ে দেওয়া হত দর্শকদের জন্য । টান টান উত্তেজনা নিয়ে সবাই ভাত দে, পোকামাকড়ের ঘর বসতি দেখত । আলমগীর যখন ভাত ভাত করত তখন দুঃখে সবাই চোখ দিয়ে পানি গড়াত । বাড়ির বউ তার লুকিয়ে তার আচল দিয়ে স্বামীর চোখ মুছে দিত !
আস্তে আস্তে অর্ধ যুগে রঙ্গিন টিভি বেশ জনপ্রিয়তা পেল ।
ঘটনাকালঃ
ঠিক এহেন পরিস্থিতিতে ১৯৮৬ সালের বিশ্বকাপ শুরু হল, ঘরে ঘরে হাহাকার পরে গেল রঙ্গিন বা সাদাকালো টিভির জন্য । যাদের সামর্থ ছিল তারা টিভি কিনল আর যাদের ছিলনা তারা সবাই অন্যের বাসায় খেলা দেখতে লাগল ।
একের উপর নতুন টিভি তার উপর ফুটবল, আর কি লাগে !
কিন্তু একি ! বিশ্বের বাঘা বাঘা সব দলের সাথে দারুন ভালো খেলছে এক নতুন দল (বাংলাদেশীদের জন্য) , যারা গতবার ২য় রাউন্ড থেকেই বাদ পড়ে গিয়েছিল । কেউ কল্পনাও করেনি ওদের মেইন স্ট্রাইকার এত দুর্দান্ত খেলবে । বিশেষ করে হাত দিয়েও যে ফুটবল খেলা যায় সেটা বিশ্ব প্রথম দেখল । হ্যাঁ চ্যাম্পিয়ান হয়ে গেল ম্যারাডোনার আর্জেন্টিনা ।
চারিদিকে ছড়িয়ে পড়ল হাত দিয়ে গোল দেওয়ার জাদু । যারা খেলা দেখেনি তারাও এই মহিমায় আর্জেন্টিনার ফ্যান হয়ে গেল ।
এরপরের কাহিনী ইতিহাস !
উপসংহারঃ
পরের বিশ্বকাপেও রানার্স আপ হল তারা । আর্জেন্টিনার ফ্যান হুড়হুড় করে ঘুরতে লাগল । সেই শেষ এই জনমে আর তারা কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরুতে পারে নি, শেষ ১৬ এমনকি প্রথম রাউন্ড থেকে বাদ পরার ইতিহাস ও আছে । তবুও ৯০ পরবর্তী জেনারেশানের একটা বিশাল অংশ (নতুন প্রজন্ম) আর্জেন্টিনা সাপোর্ট করে, যদিও তারা আর্জেন্টিনাকে বিশ্বকাপে ভালো খেলতে কখনো দেখেনি ।
কেন?
শুধু তাদের বাবা দাদার ঐতিহ্য রক্ষা করার জন্য । এমনকি সংবাদ মারফত জানা যায় তাদের এক সমর্থক বাজিতে হেরে আর বিবাহ ই করেন নি । তারা কামনা করে একদিন আবার ম্যারাডোনা আসবে হাত দিয়ে ফুটবল খেলে তাদেরকে ভালো ফুটবল খেলা দেখাবে !
জয়তু বিটিভি !
“এই দেশে আর্জেন্টিনার যাকিছু ফ্যান, বংশপরম্পরা সমর্থকগোষ্ঠী !
অর্ধেক তার অবদান ম্যারাডোনার, অর্ধেক বিটিভির !”
২| ২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:১১
স্পেলবাইন্ডার বলেছেন: কথা মোটামুটি ঠিক। যাদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে তাদের অধিকাংশই আর্জেন্টিনার সমর্থক মূলত ম্যারাডোনার কারণে....
৩| ২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৯
মদন বলেছেন: অবৈধ কাজের সবচেয়ে বড় স্বীকৃতিকারী দেশ হইলো বাংলাদেশ
হাত দিয়ে গোল দিয়ে অপরাধ স্বীকার না করে ইশ্বরের ঘাড়ে চাপায় দিছে। কত বড় ধান্দাবাজ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:০০
মাথা ঠান্ডা বলেছেন: খাটি কথা বলেছেন।