![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
এই যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের গলাবাজী, মিছিল, পতাকা ওড়ানো এইসব কিছুর বেশ ভাল একটা দিক আছে । এগুলো না থাকলে বোঝাই যেত না বিশ্বকাপ ফুটবল হচ্ছে পৃথিবীর কোন এক কোনায় । বিশ্বকাপের আমেজ ছড়ায় আসলে এই তর্কবাজীই । এই ব্রাজিল-আর্জেন্টিনা রেষারেষির কারনেই ফুটবল বিশ্বকাপ হয়ে ওঠে হাজারগুন বেশী উপভোগ্য । ব্রাজিল বা আর্জেন্টিনা যদি এখন হেরে ঘরে ফিরে যায় তাহলেই বুঝবেন ব্যাপারটা !
এই রেষারেষি বা দলাদলি অথবা পতাকা ওড়ানো নিয়ে বেশী চিন্তা করার কিছু নেই, এর স্থায়ীত্ব বড়জোর একমাস, কোন ভাবেই এটা আমাদের জাতীকে বিভক্ত করছে না ।
যদি কেউ সত্যিকার ভাবে জাতি কেন বিভক্ত হয়ে যাচ্ছে এটা নিয়ে ভাবেন তাহলে অবশ্যই স্বীকার করবেন, আমাদের দেশের রাজনীতি ই হচ্ছে জাতীকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলার অন্যতম কারন । আওয়ামলীগ, বিএনপি, জামাতের সমর্থক ও রাজনৈতিক নেতাদের জিঘাংসা এত জঘন্য পর্যায়ের যে জবাই করে মানুষ হত্যা করাও এখন জায়েজ । আমরা ভুলেই গিয়েছি যে এরা আমাদেরই কারো বাবা, ভাই, চাচা । এই জাতি বিভক্ত হচ্ছে কার স্বার্থে?
কোন সরকারই এখন পর্যন্ত রাষ্ট্রীয় ঐক্য গঠন করার কোন চেষ্টা করেনি বরং রাষ্ট্রীয় মাধ্যম যার দখলে সে অন্যের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েই যাচ্ছে । মানুষিক ভাবে অসুস্থ কিছু লোক রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রতিবার, যাদের কাছে অন্য দলের সমর্থকদের প্রানের কোন মূল্য নেই ! ক্ষেত্র বিশেষে মনে হয় তাদের চিন্তাভাবনা এমন যে, একজন মানুষ মরল মানে একটা ভোট কমে গেল প্রতিপক্ষের ! যদি হিসেব করা হয় তাহলে দেখবেন, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশী খুন হয়েছে এই রাজনৈতিক সাম্প্রদায়িকতার কারনেই ।
আমরা রাজনৈতিক সাম্প্রদায়িকতার অবসান চাই, কারণ এটা ধর্মীয় সাম্প্রদায়িকতার চাইতেও জঘন্য ।
©somewhere in net ltd.