নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ সাকিবঃ ব্রিলিয়ান্টদের হ্যান্ডেল করার জন্য ব্রিলিয়ান্ট লিডারশীপ দরকার, অথারিটি দিয়ে সেখানে কিচ্ছু হবে না ।

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৩

আবারো শুরু হয়েছে সাকিবকে পচানো !

মেধাহীন, ডাম্ব কিছু লোক যদি পরিচালকের আসলে বসে তাহলে যা হবে ঠিক তাই হচ্ছে সাকিবের সাথে ।

প্রশ্ন ১ কিসের জন্য সাকিবকে ডেকে পাঠিয়েছেন কোচ ?

উত্তরঃ অনুশীলন শিবিরে যোগ দেওয়ার জন্য !

প্রশ্ন ২ কিসের অনুশীলন শিবির ?

উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের অনুশীলন শিবির।

প্রশ্ন ৩ সাকিব কোথায় যাচ্ছেন ?

উত্তরঃ ক্যারিবীয় প্রিমিয়ার লিগে !

আসুন সংবাদটা আবার পড়িঃ

"বারবাডোস যাওয়ার পথেই বিসিবির নোটিশ পেয়ে সাকিব দেশে ফিরে আসেন।

কোচ হাথুরুসিঙ্গে সাকিবকে চিঠি দিয়ে জানিয়ে দেন, তিনি যেনো ১ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। অন্যদিকে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ ১১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে ।"

সাকিব কি ঐখানে প্রমোদ ভ্রমনে যাচ্ছেন ?

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলা সাকিবের এবং বাংলাদেশের জন্য কতবড় শুভবার্তা সেটা বোঝার নূণ্যতম যোগ্যতাও এদের নেই !

এরা আছে শুধু কাগুজে নিয়ম কানুন নিয়ে, এই হয় নাই নিয়মমত, সেই হয় নাই নিয়মমত ! যেন এই পর্যায়ে এসে সাকিব প্রশিক্ষন নিয়ে ব্রায়ান লারার ব্যাটিং আর সাক্লায়েনের স্পিন শিখে ফেলবে !

জনাব ব্রিলিয়ান্টদের হ্যান্ডেল করার জন্য ব্রিলিয়ান্ট লিডারশীপ দরকার, অথারিটির পাওয়ার দিয়ে সেখানে কিচ্ছু হবে না । রুটিন এর বাইরে চিন্তা করুন, think out of box.

নইলে বিদ্রোহের এমন বানী আরও শুনতে হবে । বিদ্রোহ করার জন্যও যোগ্যতা লাগে ।

সাকিবের এখনই সময় টাকা কামানোর, আপনি কি চান, সে রিটায়ার করে সিধুর মত টাকার জন্য কমেডি শো করবে আর কারনে অকারনে ভুঁড়ি দুলিয়ে হো হো করবে ?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৮

হেডস্যার বলেছেন:
ভেরী ব্রিলিয়ান্ট চিন্তাভাবনা আপনার। ;)

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সাচৌ বলেছেন: ধন্যবাদ স্যার !

২| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২

জুন বলেছেন: সিঢু ডিসগাস্টিং

৩| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬

স্বপ্নী বলেছেন: সহমত

৪| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

হৃদয় রিয়াজ বলেছেন: এই কথা বলবেন না। ভারত সিরিজের আগেও তো সাকিব আইপিএল খেলে আসছে তো ঘরের মাটিতে কি ছিরসে টিম বাংলাদেশ? আপনার কি মনে হয় সাকিব এখন ক্যারিবিয়ান লীগ খেললেই বাংলাদেশ সিরিজ জিতে যাবে? এখন কোনটা বেশি দরকার আমাদের সবার বোঝা উচিত। টিমের মধ্যে ইউনিটি নাই, প্লেয়ারদের ডেডিকেশান নাই তাহলে কেমনে কি???

৫| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সেইরকম চিন্তভাবনা :D

৬| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

সাচৌ বলেছেন: আশা করি উত্তর পেয়েছেন

৭| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.