নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রদর্শন প্রিয়তার একটা নমুনা হল রাইস বাকেট চ্যালেঞ্জ

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

আমাদের সম্পদের মাঝে দুস্থ মানুষের অধিকার আছে । একটা প্রশ্ন করি, ধরেন আপনি বিপদে পড়েছেন, খুব টাকা প্রয়োজন, কারো কাছে ধার চাইলেন, সে আপনাকে ধার দেওয়ার সময়, আপনার আনত চেহারা সহ একটা সেলফি তুলে ফেইসবুকে আপলোড দিয়ে বললঃ আজ আমিও দিয়েছি ১০০০ টাকা, আপনিও দিন ।

কেমন লাগবে আপনার?

কি প্রমাণ বলতে চান ? আপনার আত্নসম্মান আছে আর ওই পঙ্গু ভিখারির নেই?

দুই বেলা পেটে দানা পানি না পড়লে আপনারও আত্নসম্মান থাকবে না, থাকে না কারো ।

এইকারনেই বলা হয়েছেঃ দান এমন ভাবে কর, যাতে ডান হাত দান করলে বাম হাত টের না পায় ।

আর দান এমন মানুষকে করা সবচেয়ে ভাল, যার অভাব আছে কিন্তু সে মুখ ফুটে লজ্জায় চাইতে পারে না । কাজ করে খায়, তবুও অভাব । ধরেন আপনার কাজের বুয়া, তার অভাব আছে কিন্তু সে মুখফুটে বলতে লজ্জা পায় । এখন আপনি ১ কেজি চালসহ তার ছবি তুলে দুনিয়াকে জানিয়ে দিলেন আপনি মহা দানী ! অভাবের তাড়নায় সে হয়ত হাত বাড়িয়ে নিবে, আর আপনি তার আত্নসম্মানকে ধুলিস্যাত করে দিলেন । অপেক্ষা করুন এমন এক সময়ের জন্য যেদিন আপনিও হেনেস্তা হবেন, হয়ত অন্য কোন ভাবে ।

দান করুন, করতেই থাকুন সঠিক নিয়তে, সত্যিকার ভাবে । লোক দেখানোর জন্য নয় ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

নতুন বলেছেন: এই ভাবে দেখলে ঐ দরিদ্র মানুষর অপমানই করা হয়... তা ঠিক..

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

উদ্যোগ প্রশংসনীয়। এভাবে যদি দু;স্থ মানুষদের উপকার হয়, সেটা খুবই ভালো।
তবে ছবি সংস্কৃতির বিপক্ষে আমি। আমি কাউকে হেল্প করলাম, তার প্রমান রাখছি, ভাবা যায় না।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

সোহানী বলেছেন: এখানে প্রমান রাখা হয়তো নয় শুধু উৎসাহ দেয়ার জন্য এটি করা। যাতে আপনি ও উৎসাহিত হয়ে কিছু করেছেন আর অণ্যকে ও উৎসাহিত করছেন কিছু করতে.....

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

আদম_ বলেছেন: সহমত

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

হেডস্যার বলেছেন:
সমর্থন।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

শ্রাবণধারা বলেছেন: সম্পূর্ণ সহমত।

দানের ব্যাপারে উৎসাহ দেয়ার জন্য হলেও এই সব ছবি দেখলে ঘেন্না লাগে। একেকটা কি বিরাট দানবীর রে! বেতের বাড়ি দরকার পাছায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.