![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
পীর সাহেবের দরবারে অন্যান্য বার গেলে উনি নিজেই আগাইয়া আসেন, কিন্তু এইবার উনি কোন কারনে নারাজ হয়েছেন বলে মনে হচ্ছে । মিনিস্টার সাহেব এসেছেন প্রায় ২০ মিনিট হয়, অথচ বাবার কোন খবর নাই । মিনিস্টার অবশ্য মাইন্ড করেন নাই, গরম পীর বলে কথা । বাবার দোয়াতেই বিনা ভোটে এইবার এমপি হয়েছেন। দোয়া এতই গরম ছিল যে শুধু এমপি না, মন্ত্রীও হয়েছেন ।
যাক শেষ পর্যন্ত বাবা এসেছেন । মোরাকাবায় ছিলেন সম্ভবত ।
মিনিস্টার সাহেব দাড়িয়ে সালাম দেওয়ার চেষ্টা করলেন ।
-বসেন মন্ত্রী সাহেব । বাবা চেহারার দিকে না তাকিয়েই বললেন ।
-হুজুর কি আমার উপরে নাখোশ কোন কারনে? এই যে তুমি তুমি করে বলতেছেন । দরকার হইলে দুইডা বারি দেন আমার মাথায় আপনার সুন্নতী লাঠি দিয়া, তবুও রাগ কইরেন না ।
ফোস করে নি:শ্বাস ছেড়ে বাবা জিজ্ঞাসা করলেন: তোর বয়স কত?
-ইয়ে মানে আপনার কাছাকাছিই হইবে বাবা ।
-এত বয়স হইয়াছে, এখনো বিবাহ কর নাই কেন? বিবাহ অস্থিরতা কমায়। এই বয়সে স্থিরতা প্রয়োজন। রেইল মিনিস্টার হইলা কিন্তু রেইল গাড়ির জীবন থেইকা কিছুই শিখবার পারলা না । যত দেরীই করুক সে ঠিক স্টেশনেই পৌছায় ।
-আপনে এজাজত দিলে বাবা করতে পারি । কিন্তু পাবলিকের তো মুখের লাগাম নাই, কি না কি বলে বসে !
মিনিস্টারের সেক্রেটারী এর মাঝে লাফিয়ে উঠল: সার, কি যে বলেন! পাবলিকের মাথায় ১ নম্বর পচা সাবানের ফেনা ছাড়া কিচ্ছু নাই । আপনে খালি কইবেন, আমি শেষ নবীর উম্মত, নবীজী(সা) বলেছেন, যে ব্যক্তি বিবাহ করে না সে আমার দলে নাই । তাই তার দল্ভুক্ত হইবার জন্য বিবাহ করিলাম এই বয়সে ।
পীর সাহেব প্রসন্ন দৃষ্টিতে পি এস এর দিকে তাকালেন । এইটার মাথায় আল্লাহ পাক হিটলারী বুদ্ধি দিছে ।
কার মন্ত্রী হইবার কথা আর কে মন্ত্রী হয়? দেশের যে কি হইবে একমাত্র আল্লাহ পাকই জানেন ।
অতপর নিউজ চ্যানেলগুলি একখানা লাইভ রম্য টেলিকাস্ট করিতে লাগিল । কেহ কেহ জিজ্ঞাসা করিতেছিল: আপনার অনুভূতি কি?!
সামনে মাইক পাইয়া মহাশয় ভুলিয়া গেলেন, ইহা নির্বাচনী জনসভা নয়, বিবাহ সভা ।
©somewhere in net ltd.