![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
আপনার গাড়ি আছে?
আছে!
পতাকা লাগান?
লাগাই!
আপনার মোটর সাইকেল আছে?
আছে!
পতাকা লাগান?
লাগাই।
আপনার ঘোড়া আছে?
নাই।
থাকলে আজ পতাকা লাগাতেন?
অবশ্যই! এত সুন্দর প্রাণী, লাগাব না?
তাহলে যিনি নিজের পোষা কুকুরের গায়ে বাংলাদেশের পতাকা লাগিয়ে ঘুরতে বের হয়েছেন, তারটা নিয়ে এত মাতামাতি করছেন কেন? কুকুর আপনার কাছে নোংরা কুৎসিত প্রাণী মনে হয় বলে?
আপনি যেমন আপনার গাড়ি, আর ঘোড়া থাকলে ঘোড়ায় লাগাতেন। তিনিও তার পোষা কুকুরের গায়ে লাগিয়েছেন। হয়ত তিনি তার কুকুরকে ভালবাসেন, কোলে নিয়ে ঘোরেন। তিনি চান তার পোষা প্রাণীটার গায়েই লাগুক বাংলাদেশের রং!
আপনার ধারনাটা একটু খোলাসা করার জন্য আর একটা উদাহরন দিইঃ ধরেন ওই বাংলাদেশীর জায়গায়, একজন আমেরিকান বা জার্মান আজ ঢাকার রাস্তায় একই কুকুরে নিয়ে এভাবে ঘুরতে বের হয়েছিল! তাহলে কি হত?
হয়ত পত্রিকায় নিউজও হয়ে যেত, একজন জার্মান নাগরিকের বাংলাদেশ প্রেম!
দেশকে কে কিভাবে ভালবাসবে সেটা আপনি ডিফাইন করার কে?
প্রোফাইলে দেশের পিক দিলেও সমস্যা, না দিলেও সমস্যা।
যার কাছে মনে হয়েছে, পিক দিলে দেশপ্রেম দেখান হবে সে দিয়েছে!
যার কাছে মনে হয়নি সে দেয়নি।
এটা তার ব্যাক্তিগত বিবেচনা।
আপনার world view দিয়ে পৃথীবিকে বিচার করার ধারনা বাদ দিন।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
সাচৌ বলেছেন: আপনার পছন্দের জায়গা হলেই, যে আমার পছন্দের জায়গা হবে এমন তো নয়।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: ধ্রুপদী পোস্ট।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২
ইমরান আশফাক বলেছেন: আপনি ইউরোপ বা আমেরিকায় কুকুরের গায়ে নিজ দেশের পতাকা লাগিয়ে ঘুরতে পারেন কেউ কিছু মনে করবে না কারন ঐ সব দেশে কুকুর খুব প্রিয়। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি ও মানষিকতা এইধরনের আচারন সহ্য করবে না অন্তত এই দেশে এবং এটা আপনার জানা থাকা উচিৎ। আপনি যে দেশে থাকবেন সেই দেশের আমজনতাকে বিব্রত করে এমন কোন কর্মকান্ড থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: কুত্তা বা কুত্তার বাচ্চা আপনার পছন্দের প্রাণী হলেই যে সবার পছন্দের হবে এমন তো নয়
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: আমাদের জন্য সবচেয়ে আনন্দের জায়গা হল লেট্রিন। ভরপেট খেয়ে একবার লেট্রিনে না গেলে রাতের ঘুম ভাল হবেনা। আবার বৌয়ের সাথে ঝগড়া হলে যে জায়গাটা কিছু সময় শান্তি দেয়, তা হল লেট্রিন। তাহলে আর দেরি কেন, আপনার প্রিয় জায়গায় আজই লাগিয়ে ফেলুন পতাকা!