![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
মানুষের মত কৌতুকপ্রিয় জীব মহান রব অন্য কোন গ্রহে সৃষ্টি করেছেন কিনা তিনিই জানেন।
এক জায়গায় ভূমিকম্প হইছে বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষ আক্রান্ত হইছে, বিলিওন বিলিওন টাকার ত্রাণ, সাহায্য ইত্যাদি আসবে।
দেশে রাজনৈতিক মতাদর্শের বিভাজনের কারনে আন্দোলন, অথবা বিদেশের সাথে স্বার্থ নিয়ে দ্বন্দ যার ফলাফল স্বরূপ যুদ্ধ, সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আবার সেই মানুষদেরকে বাঁচাইতে দুই একটা মেডিক্যাল টিম থাকবে। যারা প্রাণ পন চেষ্টা করবে ভাঙা হাত পা জোড়া দিতে।
একটা বোয়িং সাগরে ডুবে গেছে, নিশ্চিত একজন যাত্রীও বেঁচে নাই। তবুও উদ্ধার অভিযানে মিলিওন মিলিওন টাকা খরচ করবে।
আবার কয়েকটা ট্রলারে কয়েকশো মানুষ খাদ্য, পানি ইত্যাদির অভাবে মারা যাচ্ছে সেটাও তারা চেয়ে চেয়ে দেখবে, ভিডিও করবে। কোন দেশ দায়িত্ব নিবে না।
কারন ওরা আমার নাগরিক না।
কে কোন দেশের নাগরিক এটা নিয়ে বিতর্ক থাকলেও, আমি নিশ্চিত এটা নিয়ে কোন বিতর্ক নাই যে আমরা মানুষ না।
মনে হয়না এই পৃথিবীতে মানবিকতা আর কখনো জয়ী হবে, ভবিষ্যতে হয়ত দুচোখ সাক্ষী হয়ে থাকবে এরকম আরও হাজারো ঘটনার। আর আমরা দুনিয়ার মজা নিয়ে, খেয়ে দেয়ে ফুর্তি করে চলে যাব।
পৃথিবী নামে গ্রহে স্বার্থই জয়ী, মনুষ্যত্ব?
যতসব ফালতু কথা।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৯
এম সহিদুজ্জামান বলেছেন: আপনার সাথে আমিও একমত । আসলে এই দুনিয়াটাই স্বার্থপর । গরিবের জন্য কাঁদে কয়জন ? এরা যে গরিব , অসহায় ! এদের দিকে নজর দিলে যে পাপ হবে । এরা কি মানুষ নাকি ?
ধিক ! ধিক ! ধিক !