নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার।

হাসান৭৭৭

সাধারন একজন মানুষ। লেখা পড়তে ভাল লাগে। বই পেলেই পড়তে চেষ্টা করি। সামুর সন্ধান কিভাবে পেয়েছিলাম মনে নেই। তবে দেখার পর থেকেই এর প্রেমে পরে যাই যা এখনো চলছে। হাসি খুশি থাকার চেষ্টা করি।

হাসান৭৭৭ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কিছু সাপ!! ( দুর্বল চিত্তের প্রবেশ নিষেধ )

১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৩৭

হাইড্রোফিলিস বেলচেরি (Hydrophis Belcheri ) :

অনেকে ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারনা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি। প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপানের চেয়েও প্রায় ১০০ গুন বেশি বিষাক্ত ।



সমুদ্রে বসবাসকারী এ সাপটি ০.৫ মিটার থেকে ১ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মত সাতারে সহায়ক লেজ রয়েছে। এ সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে।



পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এ সাপটি খুবই ভদ্র স্বভাবের। এটি সাধারনত কাউকে কামড়ায় না। তবে বার বার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে। এ সাপটি নিয়ে বেশি ভয়ের কারনও নেই কারন এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঢুকায় না। তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছোবলে ১৫মিনিটের কম সময়েই তার মৃত্যু ঘটতে পারে। মাত্র কয়েক মিলিগ্রাম বেলচেরির বিষ ১০০০ এর বেশি লোক বা ২৫ লক্ষ ইদুরকে মারার জন্য যথেষ্ট।





হাইড্রোফিলিস বেলচেরি





তাইপান (Taipan Snake) :

তাইপান সাপ মুলত অস্ট্রেলিয়ার মরুভূমিতে বেশি দেখা যায় । এরা প্রচণ্ড বিষাক্ত ।

সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাস কারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ংকর প্রজাতির সাপ।এর বিষাক্ত ছোবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোন রেকর্ড নেই।



তাইপান সর্প পরিবারের পাঁচটি উপ-প্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত। ইনল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক ছোবলে সবচেয়ে বেশি প্রায় ১১০ মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল। এর কয়েক মিলিগ্রাম বিষই ১০০ লোক বা প্রায় ২.৫ লক্ষ ইদুর মারার জন্য যথেষ্ট।



এ সাপগুলো ১.৮ মিটার থেকে ৩.৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সবচেয়ে ভয়ংকর ধারনা করা হলেও এরা খুব সহজেই বশ মানে। তবে একে কোন কারনে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচন্ড বেগে কয়েক বার ছোবল দিয়ে দিতে পারে।













তাইপান



ক্রেইট (Krait) : ভারত উপমহাদেশের এই সাপ অত্যন্ত বিষাক্ত। বাংলায় এদেরকে “কালাছ” , দোমনাছিটি ,শিয়ার চান্দা বা কাল কেউটে বলা হয়ে থাকে। আমাদের উপমহাদেশে সর্বাধিক সংখ্যক বিষাক্ত সাপের একটি হল এটি। এরা দিনের বেলায় কুন্ডলী পাকিয়ে থাকে এবং রাতের বেলায় শিকার করে ।

তাইপানের পর এ সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত। এ সাপগুলো ৯০ সেন্টিমিটার থেকে ১.৫ মিটার লম্বা হয়। এরা যেকোন সাধারন কোবরা থেকে প্রায় ১৫গুন বেশি বিষাক্ত। দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও এরা রাতের বেলায় বের হয়। মানুষের শ্লিপিং ব্যাগ, বুট বা তাবুর নিচের লুকানো এই সাপের একটি বড় অভ্যস। ইন্ডিয়ান ক্রেইট ইন্ডিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ।













ক্রেইট



ফিলিপাইন কোবরা (Philippine Cobra) : ভূমিতে বসবাসকারী পৃথিবীর ৩য় সবচেয়ে বিষাক্ত সাপ এটি। এরা প্রায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ক্রেইটের পরেই এরা সবচেয় বিষাক্ত প্রজাতির সাপ। শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিফাইনের সবচেয়ে বিষাক্ত এ সাপগুলো সাপুড়েরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে। সকল কোবরার মত এরাও রেগে গেলে মাথার দুইপাশে হুড দেখা যায়।









ফিলিপাইন কোবরা





ইন্ডিয়ান কিং কোবরা (King kobra) : ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে ৪র্থ বিষাক্ততম সাপ হল ইন্ডিয়ান কোবরা। ফিলিফাইন কোবরার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। এর সাধারনত ৩.৫ মিটার থেকে ৫.৫ মিটার লম্বা হয়ে থাকে। এর পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামুলক কমই কামড়ায়। এ সাপ ছোবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলোকে আক্রমন করে না। তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য। এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে। এরা জংলি প্রজাতির এবং সাপের খাদক হিসেবে পরিচিত। এরা ছোবলের সময় যেকোন সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে । স্ত্রী কিং কোবরা এর ডিমের চারপাশে বাসা বাঁধে। এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমনাত্নক আচরন করে। কিং কোবরা গভীর জঙ্গলের অধিবাসী।









ইন্ডিয়ান কিং কোবরা



রাসেলস্ ভাইপার (Russell's Viper) : ভয়ংকর দর্শন এ সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলো মধ্যে পঞ্চম।এটি খুবই রাগী ধরনের সাপ। সম্ভবত অন্য যেকোন বিষাক্ত সাপের চেয়ে এ সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এটি কুন্ডলী পাকিয়ে থাকে এবং এত প্রচন্ড বেগে শিকারকে ছোবল মারে যে পালিয়ে যাওয়ার আর কোন উপায় থাকে না। এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু কলে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে। এরা সাধারনত ১ মিটার থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে।









রাসেলস্ ভাইপার



মাল্টি-ব্র্যান্ডেড ক্রেইট (Multibanded krait) : এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অন্যতম । সাধারন ক্রেইটের মত এরাও রাতের বেলা খুবই সক্রিয় হয়ে উঠে। এদেরকে সাধারণত জলাভূমিতে মাছ, ব্যাঙ বা অন্য সাপের সন্ধানে বের হতে দেখা যায়। এরা গড়ে ১.৮ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। চীন ও ফিজিতে এদের বেশি দেখা যায়। এদের কামড়ে ভয়াবহ ক্ষতের সৃষ্টি হতে পারে ।







মাল্টি-ব্র্যান্ডেড ক্রেইট



টাইগার স্নেক(Tiger Snake) : এরা ভূমিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে ৯ম। এরা অস্ট্রেলিয়া বসবাসকারী একধরনের সাপ যারা শরীর প্রচুর পরিমানে বিষ তৈরী করতে পারে। এদেরকে শুষ্ক অঞ্চল, তৃনভূমি, জলাভূমি, মানববসতি সব জায়গায়ই দেখা যায়। এরা সাধারণত ১.২ মিটার থেকে ১.৮ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।







টাইগার স্নেক





মন্তব্য ৮৬ টি রেটিং +৪১/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৪৮

তৌিফকুল বলেছেন: ভাল লাগলো

১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৫১

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ ।

২| ১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৫২

কর্ণেল সামুরাই বলেছেন: ++ এবং প্রিয়তে। বাংলা ও ইরেজীতে সাপের নাম বেশ দরকারী ছিল আমার। বিশেষকরে প্রচলিত নামের সাপগুলোকে ইংরেজীতে কি নামে ডাকা হয়।

১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৫৬

হাসান৭৭৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ । এই সাপগুলোর বেশীরভাগই বৈদেশী । তবে আমাদের দেশেও অনেক প্রজাতির সাপ আছে ।

৩| ১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৫৩

মুহসীন৮৬ বলেছেন: ভুই পাই..।আম্মা.................আ..............আ.........................:(

১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৫৮

হাসান৭৭৭ বলেছেন: আম্মারে ভয় দেখান কিল্লাই ?

৪| ১৫ ই মে, ২০১২ বিকাল ৫:৫৬

নীলজোঁনাক বলেছেন: ভয় পাইছি... :((

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০০

হাসান৭৭৭ বলেছেন: পেক পেক

৫| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০৫

১১স্টার বলেছেন: বিষাক্ত সাপের স্যুপ নাকি খুব মজার হয় waooooooooooo

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৪

হাসান৭৭৭ বলেছেন: খাইতে কেমন লাগে ? মনে হয় বড়ই মজার । কই পাওয়া যায় ?

৬| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭

পুংটা বলেছেন: সাপ প্রকৃতির বন্ধু। কোন ধরনের দোহাই দিয়ে সাপ মারবেন না।

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৯

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ । কিন্তু মানুষের ক্ষতি করতে আসলে মানুষ তার ক্ষতি করবেই ।

৭| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৯

সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: অনেক কিছু জানলাম।

ধন্যবাদ পোষ্টের জন্য

পেক পেক পেক

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৪

হাসান৭৭৭ বলেছেন: খ্যাঁক খ্যাঁক খ্যাঁক । ধন্যবাদ ।

৮| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩

অগ্নি যোদ্ধা বলেছেন: পৃথিবীতে শ্রেষ্ঠ বিষধর সাপ হচ্ছে ব্ল্যাক মাম্বা।

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩০

হাসান৭৭৭ বলেছেন: ব্ল্যাক মাম্বা আফ্রিকা মহাদেশের সবচেয়ে লম্বা সাপ এবং অনেক বিষাক্ত । কিন্তু সবচেয়ে বেশি বিষাক্ত সাপ এটা না । উইকিতে লিস্ট আছে । http://en.wikipedia.org/wiki/Venomous_snake

৯| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৫

সুইট টর্চার বলেছেন: অসাধারন! ভাল লাগল ছবি ও বিবরণ দুটোই।

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩০

হাসান৭৭৭ বলেছেন: ধইন্না , ধইন্না ।

১০| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৬

সালমাহ্যাপী বলেছেন: ভাল লাগলো :)

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩১

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ ।

১১| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৮

পুংটা বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ । কিন্তু মানুষের ক্ষতি করতে আসলে মানুষ তার ক্ষতি করবেই ???!!!!

মনে রাখবেন মানুষ ছাড়া প্রকৃতির সবকিছুরই একটা ধর্ম আছে। ধর্মটা হলো নিয়ম। আরো একটা বিষয় মনে রাখুন.. আমরা ওদের ঘরবাড়ি দখল করে নিজেদেরটা বানাই। আমরা যারপরনাই ওদের ক্ষতি করে যাচ্ছি।

মানুষ হলো রাক্ষস।

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

হাসান৭৭৭ বলেছেন: মানুষ নিজের প্রয়োজনে ঘরবাড়ি বানায় , সাপ তার নিজের প্রয়োজনে কামড়ায় । দুই জনই তো তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইবে , নাকি?

১২| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০১

অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: ভালো... প্রিয়তে জায়গা পেল... প্লাস....

১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৪

হাসান৭৭৭ বলেছেন: ধইন্না পাতার শুভেচ্ছা লন ।

১৩| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১২

bangal manus বলেছেন: ভয় পাইছি! ওয়া, ওয়া, ওয়া, ভয় পাইছি!!!

১৬ ই মে, ২০১২ রাত ৩:০২

হাসান৭৭৭ বলেছেন: খিকয ...।

১৪| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১৯

জারজিক্‌স বলেছেন: rattle snake লিস্টে নাই কেন?

১৬ ই মে, ২০১২ রাত ৩:০৩

হাসান৭৭৭ বলেছেন: rattle snake দিতে চাইছিলাম , কিন্তু পরে আর মনে নাই । সরি

ধন্যবাদ ।

১৫| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩০

নন্দিত নন্দন বলেছেন: দিন পনের আগে একটা আধ মরা সাপের লেজ ধইরা রাস্তা দিয়া হাঁটলাম এখন তো দেখি ওইটা 7 লেখা সাপ...
হায় রাম... বড় বাঁচা বাঁচছি

১৬ ই মে, ২০১২ রাত ৩:০৭

হাসান৭৭৭ বলেছেন: হায় হায় , বাঙ্গালীর মান সম্মান তো ডুবাইছেন । আধা মরা সাপ ধরছেন । কি পেলাম আমরা স্বাধীনতা পেয়ে ?

১৬| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

অনিরূদ্ধ বলেছেন:
আমার সামনে একটা হিংস্র বাঘ কিংবা সিংহ পড়লেও হয়তো অতোটা ভয় পাবোনা যতোটা ভয় একটা সাপ দেখলে পাবো! জীব জন্তুর মধ্যে এই সাপটাকেই সবচেয়ে ভয় পাই!

অসাধারণ লিখেছেন :)

১৬ ই মে, ২০১২ রাত ৩:০৮

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ ।

১৭| ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

ভুদাই আমি বলেছেন: ভাই ভয় পাইছি !!!

১৬ ই মে, ২০১২ রাত ৩:০৯

হাসান৭৭৭ বলেছেন: ভয় , ভয় দিছি ।

১৮| ১৫ ই মে, ২০১২ রাত ৮:১৩

সাম্মতা বলেছেন: দারুনতো! পোষ্ট প্রিয়তে নিলাম,+ দিলাম।

অনেক কিছু জানলাম।

১৬ ই মে, ২০১২ রাত ৩:০৯

হাসান৭৭৭ বলেছেন: ধইন্না পাতার শুভেচ্ছা ।

১৯| ১৫ ই মে, ২০১২ রাত ৮:২৮

বরফ গলা পািন বলেছেন: +

১৬ ই মে, ২০১২ রাত ৩:১০

হাসান৭৭৭ বলেছেন: ধন্নি ধন্নি ।

২০| ১৫ ই মে, ২০১২ রাত ৮:৪৪

শহিদুল বলেছেন: ভালো একটা পোষ্ট

জানলাম অনেক কিছু

ধন্যবাদ :)

১৬ ই মে, ২০১২ রাত ৩:২০

হাসান৭৭৭ বলেছেন: জানাতে পেরে আমিও বহুত খুশ । ধন্যবাদ ।

২১| ১৫ ই মে, ২০১২ রাত ১১:০০

bhondoami_nostotumi বলেছেন: Black Mamba should be in this list....It is the most deadly in Africa region...

১৬ ই মে, ২০১২ রাত ৩:১২

হাসান৭৭৭ বলেছেন: "man is mortal ." মানুষ মাত্রই ভুল হয় । চোর পালালে বুদ্ধি বাড়ে । চোর পালানোর পরে বুঝলাম ।

ধন্যবাদ ।

২২| ১৫ ই মে, ২০১২ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

উপস্! অফ লাইনে দেখেই গা শিউরে উঠেছিলো। এখন দেখলাম, একই অনুভুতি!

দারুণ পোস্ট!!!

১৬ ই মে, ২০১২ রাত ৩:১২

হাসান৭৭৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

২৩| ১৬ ই মে, ২০১২ রাত ১২:২৬

আর.হক বলেছেন: ডরাইয়া তারাতারি পোস্ট থেকে বাহির হইয়া গেছি.......... যাওয়ার আগে একখান প্রমান রেখে গেলাম

১৬ ই মে, ২০১২ রাত ৩:১৩

হাসান৭৭৭ বলেছেন: প্রমান পাইলাম । ধন্যবাদ ।

২৪| ১৬ ই মে, ২০১২ রাত ৩:০৮

রবিন মিলফোর্ড বলেছেন: চসৎকার পোস্ট ।


ভাল লাগল ।

++++++++++++

১৬ ই মে, ২০১২ রাত ৩:১৩

হাসান৭৭৭ বলেছেন: থাঙ্কু থাঙ্কু ।

২৫| ১৬ ই মে, ২০১২ রাত ৩:১০

দেবকুমার বলেছেন: ব্যাপক লাগলো

১৬ ই মে, ২০১২ রাত ৩:১৪

হাসান৭৭৭ বলেছেন: ব্যাপক ধন্যবাদ ।

২৬| ১৭ ই মে, ২০১২ রাত ১১:৫৯

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

১৮ ই মে, ২০১২ রাত ১:১৭

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ

২৭| ১৮ ই মে, ২০১২ রাত ১২:১১

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পিলাচ!

১৮ ই মে, ২০১২ রাত ১:১৮

হাসান৭৭৭ বলেছেন: ধইন্না

২৮| ১৮ ই মে, ২০১২ রাত ১২:৩৩

rasel246 বলেছেন: ++++++++++

১৮ ই মে, ২০১২ রাত ১:১৮

হাসান৭৭৭ বলেছেন: থাঙ্কু

২৯| ১৮ ই মে, ২০১২ রাত ১২:৪৩

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: অস্থির সর্পীও পোস্ট +++

১৮ ই মে, ২০১২ রাত ১:১৯

হাসান৭৭৭ বলেছেন: অস্থির কমেন্ট । ধন্যবাদ।

৩০| ২০ শে মে, ২০১২ রাত ১২:৩৯

ফিউচারিস্ট বলেছেন: পোস্ট প্রিয়তে... :)

তবে "ফিলিপাইন কোবরা" টাইটেলে প্রথম ছবিটি ব্ল্যাক মামবা'র। এটি পৃথিবীর দ্রুততম সাপ... টুক করে এডিট করে নিন! :)

২০ শে মে, ২০১২ রাত ১২:৪১

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ । এডিট করে নিব ।

৩১| ২০ শে মে, ২০১২ রাত ১:৩১

আমি একজন যন্ত্রমানব বলেছেন: +++++++++++++++++++্

২০ শে মে, ২০১২ দুপুর ১:২৭

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ ।

৩২| ২০ শে মে, ২০১২ দুপুর ১:৪৪

কথাফাজিল বলেছেন: আমার পছন্দ ভাইপার। নামটাই সোন্দর লাগে শুনতে।

২০ শে মে, ২০১২ রাত ১১:২৩

হাসান৭৭৭ বলেছেন: নাম টা তো সুন্দর , কিন্তু ভাইপারের কাজ কিন্তু মোটেও সুন্দর না ।

৩৩| ২০ শে মে, ২০১২ দুপুর ১:৫২

সানড্যান্স বলেছেন: পৈশাচিক পোস্ট,প্রিও তে।
সুন্দর হইছে।

২০ শে মে, ২০১২ রাত ১১:২৩

হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ ।

৩৪| ২০ শে মে, ২০১২ দুপুর ২:০৮

সায়েম মুন বলেছেন: সাপগুলার বেশীরভাগই টিভি চ্যানেলে দ্যাখা। কালকেউটে সাপটাই বোধয় বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ। এরপর কোবরার অবস্থান।
ভাল লাগলো আপনার পোষ্টটা।

২০ শে মে, ২০১২ রাত ১১:২৪

হাসান৭৭৭ বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ ।

৩৫| ২১ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৫

মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: voy paici

২২ শে জুন, ২০১২ রাত ১:১০

হাসান৭৭৭ বলেছেন: ভয় দিছি ।

৩৬| ১২ ই জুলাই, ২০১২ ভোর ৫:০৩

এবিসি১০ বলেছেন: খেতে ইচ্ছে করছে :)

১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪০

হাসান৭৭৭ বলেছেন: কি?

৩৭| ১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫২

গাজী খায়রুল হাসান বলেছেন: এই পোস্ট পরতে পরতে আমার বাসার বাত্তি চইলা গেলো।ভাবতেছি আর পড়া ঠিক হবে কিনা!কিন্তু এমন সুন্দর পোস্ট না পরেও পারছি না।কিন্তু পরতে পরতে যে ভয় পাইছি সেই ভঁয়ের জন্যে আপনারে মাইনাস। :-P :-P
পোস্টে প্লাস তো কবেই দিসি। :-B

১৭ ই জুলাই, ২০১২ রাত ১:২৬

হাসান৭৭৭ বলেছেন: ভয় পাইসেন কিল্লাই? ভয় পাওনের জন্য আপ্নারে মাইনাস ।

আর বিদ্যুতরে পিলাচ ।

ধইন্না ।

৩৮| ১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৭

বোহেমিয়ান বলেছেন: বেদের মেয়ে কথা দিয়েছিলো তাও ভুই পাইছি :-& তাইপান কত ভালা নাম B:-) B:-) B:-)

১৭ ই জুলাই, ২০১২ রাত ১:২৭

হাসান৭৭৭ বলেছেন: তাইপান দেখবার মন চায় তাও সরাসরি ।

ধইন্না ।

৩৯| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভয় পাইচিইই। :P :P

০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৭

হাসান৭৭৭ বলেছেন: ভয় দিছি । পেক পেক পেক ।


ধইন্না ।

৪০| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৬

বাক স্বাধীনতা বলেছেন: সাপ ভুই পাই। এইগুলা থেকে ১০০০০০০০ হাত দূরে থাকতাম চাই। তাই পোস্টে প্লাস দিয়া প্রিয়তে নিলাম যাতে দরকার হলে চিনে নিতে পারি।

২২ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৫৪

হাসান৭৭৭ বলেছেন: রাস্তা ঘাটে কোন কোন সর্প মামুর লগে দেখা হইল জানাইয়েন কিন্তু।

৪১| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৫

সাঈদ তাশনিম মাহমুদ বলেছেন: এই সাপগুলো আশা করি মানুষের চেয়ে কম বিষাক্ত......

৪২| ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪২

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: এটা অত্যন্ত পরিশ্রমী ও তথ্যবহুল পোস্ট। তবে কিছু তথ্য সংশোধন করা প্রয়োজন। কিছু ছবির সাথে টাইটেলের মিল নেই।

এটা fer de lance



তথ্যসূত্র

এটা horned viper



তথ্যসূত্র

কিন্তু এগুলো পোস্টে দেওয়া হয়েছে krait এর মধ্যে।

আবার philippines cobra তেও ভুল আছে।

এটা black mamba

তথ্যসূত্র

আর এটা inland taipan



তথ্যসূত্র

অন্যদিকে king cobra বিষের তীব্রতার লিস্টে কখনোই এতো উপরে থাকবে না।

http://en.wikipedia.org/wiki/Venomous_snake

http://www.venomsupplies.com/toxicity/

eastern brown হচ্ছে বিষের তীব্রতায় দ্বিতীয়।

http://en.wikipedia.org/wiki/Eastern_brown_snake

৪৩| ২২ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৪১

শাকিলা জান্নাত বলেছেন: অনেক তথ্য জানতে পারলাম, ভাল লাগলো।

২২ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৫১

হাসান৭৭৭ বলেছেন: অনেক তথ্য জানাতে পারলাম, ভাল লাগলো। :D :D


ধন্যবাদ।

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

শয়ন কুমার বলেছেন: ভয় দেখান কিল্লাই ????

৪৫| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

অন্তহীন বালক বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.