নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ দর্পণ

হাফিজুর রহমান মাসুম

পৃথিবীর সমান বয়সের সাম্যবাদের স্বপ্ন আমি আজও দেখি

হাফিজুর রহমান মাসুম › বিস্তারিত পোস্টঃ

বিবিসির এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে ক্ষুদ্রঋণের কিস্তি শোধ করতে বাংলাদেশের গরিব মানুষ নিজের অঙ্গ বিক্রি করছে

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪০

গত ২৮ অক্টোবর সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের টাকা পরিশোধ করতে বাংলাদেশের অনেক গরিব মানুষ নিজেদের অঙ্গ বিক্রি করছে।

নিচের লিংকে মূল প্রতিবেদনটি পাবেন।

The Bangladesh poor selling organs to pay debts

ঋণদাতা প্রতিষ্ঠানগুলো মাত্রাতিরিক্ত সুদ নেয় বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

“দারিদ্র্য দূর করার একটি পদক্ষেপের অংশ হিসেবে অগণিত মানুষ ক্ষুদ্রঋণ দাতাদের ঋণের জালে জড়িয়ে পড়ছে। এরপর তারা এমন একটি অবস্থায় পড়ছে যেখানে তারা ঋণের অর্থ শোধ করতে অপারগ,” বলা হয়েছে সোফি কাজিনের প্রতিবেদনে।

“ঋণ শোধের সর্বশেষ অবলম্বন হিসেবে অনেকে নিজের অঙ্গ বিক্রি করেছেন এবং বেরিয়ে এসেছেন দারিদ্র্যের কষাঘাত থেকে।”

প্রতিবেদনে এ বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয় যে, “এই ঋণ দাতা প্রতিষ্ঠানগুলো প্রকৃত অর্থে গড়ে উঠেছে ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে সেই সব মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে, যাদের বিদ্যমান ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার সামর্থ্য নেই। এগুলো গড়ে উঠেছে নারী উদ্যোক্তা তৈরি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে।”

ঋণের অর্থ সংগ্রহের পদ্ধতি এবং ঋণগ্রহীতারা একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর যথাযথ যাচাই-বাছাই না করার বিষয়টিও উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

“ফলে, এটা একটি দুষ্ট চক্র তৈরি করে যেখানে একটি ঋণের কিস্তি শোধ করতে ঋণ গ্রহীতারা অন্য এনজিও থেকে ঋণ করে। পরে অনেকে আর ঋণ শোধ দিতে পারে না। তখন কিস্তি দেয়ার জন্য অঙ্গ বিক্রির মতো চূড়ান্ত পদক্ষেপ নেয় অনেকে,” বলা হয় কাজিনের প্রতিবেদনে।

এ ধরনের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে, যার বেশিরভাগই জয়পুরহাটের কালাই গ্রামের।

বাংলাদেশিদের অঙ্গ বিক্রির ওপর গবেষণাকারী মনির মনিরুজ্জামানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অঙ্গ বিক্রি করা অনেকে তাকে বলেছেন- ক্ষুদ্র ঋণের কিস্তি শোধের চাপে পড়ে তারা এটা করেছেন।

একজন মনিরকে বলেছেন, এনজিও কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার ভয়ে তিনি গ্রাম ছেড়েছেন।

“এনজিওর সামাজিক ও অর্থনৈতিক চাপ এতো অসহনীয় ছিল যে, তিনি কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন,” বলেন মিসিগান স্টেট ইউনিভার্সিটির নৃবিজ্ঞানের অধ্যাপক মনিরুজ্জামান।

বাংলাদেশের দুই প্রধান ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক অবশ্য ঋণ গ্রহীতাদের চাপ দেয়ার অভিযোগ অস্বীকার করেছে।

ব্র্যাকের মোহাম্মাদ আরিফুল হক বিবিসিকে বলেন, “ঋণ গ্রহীতাদের ঋণের অর্থ ফেরত দেয়া বড় কোনো ব্যাপার নয়।”

দীর্ঘদিন ধরে নোবেলজয়ী ইউনূসের ‘কর্তৃত্বে’ থাকা গ্রামীণ ব্যাংকের বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, “বেশিরভাগ গ্রহীতারই তাদের অ্যাকাউন্টে ঋণের অর্থের অন্তত ৭৫ ভাগ সঞ্চয় আছে।”

তবে তাদের সুদের হার মাত্রাতিরিক্ত, তা ব্যাংকের সুদের হারের চেয়ে অনেক বেশি।

বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ঋণের ওপর ২৭ শতাংশ, আর গ্রামীণ ব্যাংক ২০ শতাংশ সুদ নিয়ে থাকে।

সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ খাতে ঋণ শোধের পদ্ধতি এবং বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর আয় করার তেমন সুযোগ না থাকাটাই মূলত সমস্যার সৃষ্টি করছে।

ক্ষুদ্রঋণের মাধ্যমে সামষ্টিক ঋণ কমে আসে বলে বিশ্ব ব্যাংক দাবি করলেও এবং এর মাধ্যমে ১০ লাখ বাংলাদেশি দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে বলে একটি গবেষণায় দেখানো হলেও আরেকটি গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০০৬-০৭ সালে মাত্র ৭ শতাংশ ঋণ গ্রহীতা দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসতে পেরেছেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

শহিদশানু বলেছেন: ঘটনাটি সত্যি

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২

মিঠুন চাকমা বলেছেন: আপনার লেখা ভালো লাগলো। আপনার ফেসবুকে শেয়ার করেছি।
এই লেখা কি ব্লগ বা ওয়েবসাইটে দেয়া যাবে?

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ধন্যবাদ। হ্যা যাবে।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

নিজাম বলেছেন: জয় ড. ইউনুস!

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: Click This Link

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯

এম আর ইকবাল বলেছেন:
আমাদের দেশে এমন কোন ডাটা আছে
কতজন লোক ক্ষুদ্র ঋণ নিয়েছেন,
আর কতজন ক্ষুদ্র ঋণ নেওয়ার কারণে
আরো দারিদ্র্য হয়েছেন ।

বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ঋণের ওপর ২৭ শতাংশ, আর গ্রামীণ ব্যাংক ২০ শতাংশ সুদ নিয়ে থাকে।

গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া সম্পকে আমরা সবাই কথা বলছি,
আপনার তথ্য অনুযযিী ব্র্যাক ঋণের সুদের হার বেশি।

সেখানে তাদের গ্রাহকরা কি ভাল আছে ?

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

হাফিজুর রহমান মাসুম বলেছেন: আপনি সঠিক বলেছেন। ব্রাক বা অন্যান্য ক্ষুদ্রঋণ বিতরণ প্রতিষ্ঠানগুলো গ্রামীণ ব্যাংকের চেয়ে অনেক বেশি সুদ নিয়ে থাকে। আমি সকল প্রকার ক্সুদ্র ঋণ নিয়েই কথা বলছি বিশেষ কোন ব্যাং নয়। তবে গ্রামীণ ব্যাংক নিয়ে ভিন্ন মাত্রার বিতর্ক আছে এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে।শেখ হাসিনাকে পছন্দ নয় বলে ড. ইউনুসের পক্ষ নেয়া বা শেখ হাসিনার সমর্থক বলে ইউনুসের বিরোধিতা করা ইভয় প্রবণতাই ন্যায়ের বিপরীত। ইউনুস নানাভাবে নিয়ম মানেন নি আর শেখ হাসিনার ইউনুস বিরোধিতার মধ্যে আদর্শের কিছু দেখতে পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.