নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ দর্পণ

হাফিজুর রহমান মাসুম

পৃথিবীর সমান বয়সের সাম্যবাদের স্বপ্ন আমি আজও দেখি

হাফিজুর রহমান মাসুম › বিস্তারিত পোস্টঃ

সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় "বুলবুল" আর আমার ঘরে সাপ নিয়ে উৎকণ্ঠা

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২৬


আজ রাত সাড়ে আটটার দিকে বাথরুম থেকে বের হয়ে জুতা খুলে রাখার সময় মনে হলো দরজার নিচে কিছু একটা নড়ছে। ভালো করে তাকিয়ে দেখি একটি সাপ নড়াচড়া করছে। রুপা(আমার স্ত্রী)কে বললাম দ্রুত একটা লাঠি জাতীয় কিছু দিতে। রুপা রান্নাঘর থেকে লাঠি খুঁজে আনতে কিছুটা সময় লেগে গেলো। এর মধ্যে সাপটি আমার নজর এড়িয়ে অন্য কোথাও চলে গিয়েছে। বাথরুমের সর্বত্র সকলে মিলে তন্নতন্ন করে খুঁজে কোথাও পেলাম না। ঘরের ভিতর লুকিয়ে থাকা সাপ আছে জেনে ঘুমানো যায় কি? আমার ছেলে অপ্রতিম দাদা-দাদির কাছে ছিলো। সাপের কথা শুনে দাদার সাথে এসে ঘুরে আবার চলে গিয়েছে।তখন থেকেই মনটা খচখচ করছিল। বাড়িতে ভিক্সল ছিলো, যাতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। বাথরুমের পিভিসি দরজার নিচে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিয়ে জানালা-দরজা সব বন্ধ করে দিলাম। প্রায় তিন ঘণ্টা পর ভাবলাম একটু খুঁজে দেখা দরকার আসলে সাপটি ঠিক কোথায় আছে? কিভাবে বেরিয়ে গেলো, কারও নজরে পড়লো না? বের হওয়ার কোনো পথই দেখতে পাচ্ছি না। বাড়ির পিছনে বড় পুকুর, পশ্চিম দিকে অনেক গাছপালা ও কবরস্থান। তারপরও এই শহরে ঘরের ভিতরে সাপ! এটি কল্পনাও করতে পারছি না। রাত্রে সাড়ে এগারোটার দিকে বাথরুমের দরজা খুলে আবার ভিতরে ঢুকলাম। ভিক্সলের গন্ধে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া দায়। নাক চেপে অনেকক্ষণ বাথরুমের ভেতরের সব জায়গা ভালো করে দেখলাম। সাপের কোনো অস্তিত্বই অনুভব করতে পারলাম না। বাথরুম থেকে বেরিয়ে দরজা লাগানোর সময় মনে হলো দরজার রাবারগুলো একটু ভালো করে দেখি। হঠাৎ খেয়াল করলাম, দরজার রাবার একটু উঁচু-নিচু মনে হচ্ছে। গভীরভাবে তাকিয়ে বুঝলাম, সাপটি দরজার রাবারের সাথে লম্বা হয়ে একেবারে মিশে আছে। এবার আর লাঠি আনতে সময় নষ্ট করা যাবে না। রুপাকে বললাম, "দ্রুত লাঠি নিয়ে এসো, সাপ পাওয়া গেছে।" রূপা দেরি না করে এবার শাবল নিয়ে দিলো এক খোঁচা। সাপটি লাফ দিয়ে দরজার রাবার থেকে মেঝেতে পড়লো। রুপা অনবরত সাপের মাথায় বাড়ি মারতে থাকলো। সাপটি নেতিয়ে পড়লো। খবর পেয়ে ছেলে আবার দাদার সাথে হাজির। এসেই সে তার আম্মুকে বকছে, মেরো না, "মেরো না ওতো আমাদের কোন ক্ষতি করেনি, তুমি একটি প্রাণ কেন মারছো?"


সত্যিই তো সাপটি আমাদের কোন ক্ষতি করেনি। তবুও ক্ষতির আশঙ্কায় আতঙ্কে আমরা তাকে মেরে ফেললাম। আজ সারাদিন ঘূর্ণিঝড় "বুলবুল" এর প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে। সাপটি হয়ত আশ্রয়হীন হয়ে আমাদের ঘরে আশ্রয় নিয়েছিলো। আমরা যেন কাউকে আশ্রয়হীন হতে না দিই।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৪

নাহার জেনি বলেছেন: মেরো না ওতো আমাদের কোন ক্ষতি করেনি, তুমি একটি প্রাণ কেন মারছো?.....সত্যিই তাই। কিন্তু নিজেরা নিরাপদে থাকতে হলে মারা ছাড়া কোনো উপায় নেই।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৭

নাহার জেনি বলেছেন: দুঃখিত! নেট সমস্যার কারণে পেজ রিলোড দিতে গিয়ে তিনবার একই কমেন্ট সাবমিট হয়ে গেছে। দয়া করে উপরের দুটি কমেন্ট মুছে দিবেন..ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৪

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন,ছেলেও মন্দ বলে নাই কিন্ত বিশাক্ত প্রাণীর কোনো ভরসা নাই । :(

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

হাফিজুর রহমান মাসুম বলেছেন: চরম উৎকণ্ঠার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তই না নিয়ে উপায় থাকে না।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাপ দেখলে আমরা ভয় পাই,
.........................................................................
অথচ থাইল্যান্ড বা চীনে সাপ নিয়ে তারা মজা করে এবং
এক সময় , উপাদেয় খাবার হিসেবে উৎসব করে খায় ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:২২

সোহানী বলেছেন: ওমাইগড!! এটি কি বিষাক্ত??

কানাডায় যেকোন প্রাণী মারা মারাত্বক অপরাধ। ফোন দিলেই সাথে সাথে এসে রক্ষা করে পরিবেশকর্মী। নাই বা তুলনা করি....... যেখানে মানুষকেই পিটিয়ে মেরে ফেলি আমরা সেখানেতো বিষাক্ত সাপের কোন ছাড় নেই :(

৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৪

নুরহোসেন নুর বলেছেন: সাপের সাথে সহানুভুতি চলেনা,
আমরা অদক্ষ বাঙ্গালী সাপকে রক্ষা করার মত প্রশিক্ষন আমাদের নেই।
সাপটা কোন ক্ষতি করেনি তবে সুযোগ পেলে করতো,
অঘটন ঘটার আগেই তাকে যমের বাড়ি পাঠানোই হয়েছে বুদ্ধিমানের কাজ।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

হাফিজুর রহমান মাসুম বলেছেন: উৎকণ্ঠার মধ্যে উপায় থাকে না।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:১২

জগতারন বলেছেন:
ব্লগার নুরহোসেন নুর -এর সাথে সহমত।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ভয়াবহ।
হায় হায়---
মাই গড সাপটা কত লম্বা!!

রুপা ভাবীর মারাত্মক সাহস। স্যলুট তাকে।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ধন্যবাদ

৯| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সাংঘাতিক !! কি সাপ ? অজগরের বাচ্চা নাকি ?

১০| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাপ দেখলে আমার গা শির শির করে ওঠে।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

দেবদাস বাবু বলেছেন: এইরকম সাপ বাড়িতে উঠলে ঘুম না হওয়াটাই স্বাভাবিক
সাপও বিপদে, আপনারাও বিপদে আসলে তখন কিছু করার থাকেনা।
এটি একটি দুর্ঘটনা মানতে হবে।
তবে সব থেকে বড় কথা আপনার লেখার মধ্যে একটা আর্ট লুকিয়ে আছে।
ধন্যবাদ------------

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ধন্যবাদ

১২| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

জি এইস মেহেদী বলেছেন: ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এমন প্রাণী কে মারা উচিত ।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

শায়মা বলেছেন: আমাদের দেশে খবর দিলে হয়ত সাপ নিয়ে যেতে পারে সাপুড়েরা। তবে সেটা আরও ঝামেলার ব্যপার। অকারণে আসবেন না, টাকা দিতে হবে। তাই একে সাপ তার উপরে টাকা। একেবারেই শাখের করাত অবস্থা হবে আর কি। অথবা সাপ হলেও যেন সেই প্রবাদ বাক্যের মত জলে কুমির ডাঙ্গায় বাঘ।

এই অসহার প্রাণীটি অসহায় হলেও তার নিজেকে রক্ষার জন্য ত্রান কর্তাকে দয়া করবার বুদ্ধি তার নেই। কাজেই নির্বোধ এই প্রানী দয়ার মর্ম তো বুঝতোই না বরং উনাকে চলে যান ভাই বললেও সেটা বুঝতো না। কাজেই মারা ছাড়া আর কোনো পথই ছিলোনা একে।

ছোট্ট বাবুটা এই পৃথিবীর কিছুই জানেনা তাই এই কথা বলেছে তার খারাপ লেগেছে কিন্তু তাকে বুঝিয়ে বলো ভাইয়া। এই সুন্দর চকচকে সোনালী প্রানীটি দেখতে যতই সুন্দর হোক সে নির্বোধ ও সুযোগ পেলেই ছোবল মারে। অনেকটা সেই বোকা বন্ধুর মত। তাই ওকে বুঝাও যে বোকা বন্ধুর চাইতে চালাক শত্রুও ভালো। কাজেই এই বোকা সাপটাকে কিছুতেই বাঁচানো গেলো না।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ধন্যবাদ। শিশুদের মাধ্যমে মানবিকতা বিকশিত হোক। আমি বরং আমার ৭ বছরের পুত্রের কাছে ক্ষমা চেয়েছি না বুঝে সাপটি মারতে হয়েছে বলে।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন: তুমি তো বুঝে শুনেই সাপটাকে মেরেছো ভাইয়া। সে কথাটাই ওকে বুঝাও নইলে মানবিকতার কাছে পরাজিত হতে হবে অবুঝ বাবুটাকে।

বাচ্চাদের মন অবুঝ নরম ও সহজেই কাতর হয়ে পরে কারণ এই বাস্তবতার কঠিন বেড়াজাল তারা বুঝতে পারে না।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

হাফিজুর রহমান মাসুম বলেছেন: জেনে বুঝে না, আপু। আমি প্রথমবার বা দ্বিতীয়বার কোনবারই সাপটার পূর্ণাঙ্গ অংশ দেখতে পাইনি।এটা বোঝার কোনো সুযোগ হয়নি যে, সাপটি কোন ধরনের।মারার পরই কেবল দেখা গেলো এর সম্পূর্ণ অংশ। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রাণী(মশা বাদে) হত্যা করতে বিব্রত হই। মুরগী জবাইও আমার অপছন্দের। সুতরাং ছেলেকে যা বলেছি ভিতর থেকেই বলেছি।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: আপনার জায়গায় আমি থাকলে সাপ দেখেই অজ্ঞান হয়ে যেতাম।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

হাফিজুর রহমান মাসুম বলেছেন: হা! হা!

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৫

আরণ্যক রাখাল বলেছেন: কিছু করার ছিল না বলেই মেরেছেন।
তবে সাপের ব্যাপারে আরেকটু মানবিক হতেই পারি আমরা। একদিন সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরপারে বসে ছিলাম। ছোট্ট একটা সাপ পাশ দিয়েই চলে যাচ্ছিল। আমার এক বন্ধু সাপটাকে মারতে চাইলেও দেইনি। অকারণে সাপ মেরে লাভ কী! আমাদের পরবর্তী প্রজন্ম হয়ত সাপ দেখতে পারবে না, চিরিয়াখানায় নিয়ে গিয়ে দেখাতে হবে।
আপনার লেখার ধরণ অনেক মানবিক

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ধন্যবাদ। ঢাবি-তে অধ্যয়নকালে আমি অবশ্য কখনও সাপের দেখা পাইনি। তবে আমাদের মাস্টার দা' সূর্যসেন হলে অনেকেই দেখেছেন বলে শুনেছি।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গত বছর আমি এক গোখরা সাপ মেরেছিলাম। বাসাবাড়ির কাছে বিষাক্ত সাপ মারাটাই বেটার। তবে নির্বিষ হলে ছেড়ে দেয়া যায়। আপনারটা কোন প্রজাতির বুঝতে পারছি না

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫১

হাফিজুর রহমান মাসুম বলেছেন: সবাই তো বলছে স্থানীয় ভাষায় 'ঘরচিতা' বা 'ঘরকিন্নী' বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.