![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার সবচেয়ে পীড়াদায়ক রাস্তা কোনটা? ভোটাভুটি হলে বেশীরভাগ ভোট পড়বে যাত্রাবাড়ীর পক্ষে। কেউ আমাকে আমার বাসার অবস্থান জিজ্ঞেস করলে আমি যখন বলি 'যাত্রাবাড়ীর পরে', তখন সেই ব্যক্তি আমাকে জ্যাম আর ঝাকাঝাকির মিশেলে সৃষ্টি তার জীবনের অতি বেদনাদায়ক একটা কাহিনী শুনায়ে দেয়। তার কথা শুনে বোঝা যায় যে বাপের জনমেও সে আর যাত্রাবাড়ীর আশপাশ দিয়া যাবে না।
সেই যাত্রাবাড়ী দিয়া কতো মানুষ ডেইলি স্কুল, কলেজ, অফিসে আসা-যাওয়া করে! তারা সম্ভবত মানুষ না, এলিয়েন। এই এলিয়েনগুলার জন্য ফ্লাইওভার নির্মাণ করা হইছে, আবার একটা অংশ মানুষের হাওয়া খাওয়ার জন্য উন্মুক্তও করে দেয়া হইছে। সেই ফ্লাইওভার পুরাপুরি নির্মাণ শেষ হতে হতে হয়তো আরেকটা ফ্লাই-ফ্লাইওভার নির্মাণ করার সময় হবে। যাত্রাবাড়ীর এলিয়েনগুলা আর মানুষ হবে না।
©somewhere in net ltd.