![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘৃণা খারাপ জিনিস, যতো কম করা যায় ততো ভালো। ঘৃণা যদি করতেই হয়, তাহলে লজিকাল ঘৃণা করবো।
ঘৃণা খুব সস্তা জিনিস বলে মানুষ খায় বেশী। আর লজিক জিনিসটা এখনো পর্যন্ত বাঙালীর জীবনের অংশ হয়ে উঠতে পারে নাই।
বলতে পারেন যে ঘৃণা তো একটা অনুভূতি, এটা লজিকাল হয় কেমনে?
অনুভূতিও লজিকাল হয়। অনুভূতিকে একটু লজিক দিয়ে কন্ট্রোল করলেই সেটা লজিকাল হয়ে উঠে। তো ঘৃণা লজিকাল হয়ে উঠবে কখন? দুইটা ফ্যাক্টর-
১. ঘৃণার কারণ সঠিক হতে হবে
২.ঘৃণা করাটা ইফেক্টিভ হতে হবে
ঘৃণার কারণ সঠিক হওয়া মানে হচ্ছে, যেই কারণে ঘৃণা করবো তার সত্যতা যাচাই করতে হবে। কারো কাছে একটা কথা শুনে যাচাই বাছাই না করে ইউরেকা বলতে বলতে ঘৃণা ছড়ানোর কোন মানে নাই।
আর ঘৃণা করাটা ইফেক্টিভ করতে হলে এমন কাজ করতে হবে যাতে একটা উচিত জবাব দেয়া হয়। যেমন ইন্ডিয়ার চোট্টামির প্রতিবাদে গালাগালাজ করাটা ইফেক্টিভ কাজ না। ইফেক্টিভ কাজ হবে যদি স্টার জলসা, জি বাংলা দেখা বন্ধ করেন। ইফেক্টিভ হবে যদি ইন্ডিয়ার মিডিওকর সিনেমা( প্রায় সবই ধরা যায়) দেখা বন্ধ করেন। ইফেক্টিভ হবে যদি সরকারকে প্রেশারাইজ করে তাদের লো কোয়ালিটির জিনিসগুলা এদেশে বন্ধ করান...
ভালোবাসতে শিখুন (ইন্ডিয়াকে নয়), লজিকালি ঘৃণা করুন।
©somewhere in net ltd.