নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে অনুরাগ নিয়ে খেলা হয়.........।

হলুদ পিঁপড়া

হলুদ পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ কালো মেঘের ডাক

১৯ শে মে, ২০১৭ রাত ২:৪০




ভোর সকাল।সূর্যের অালো এখনো ফুটে উঠেনি।মেঘহীন নীল অাকাশটা ভোরের অাবছা আলোয় শহরটাকে নতুন দিনের সূচনা লগ্নের কথা মনে করিয়ে দিচ্ছে।হালকা বাতাস কানে সুড়সুড়ি দিয়ে সারা গায়ে শীতলতা বয়ে দিয়ে যাচ্ছে।
আমি আর বাবা পাশাপাশি হাটছি।সকালের হাটা যাকে বলে।আজ অনেকদিনপর বাবার সাথে হাটতে বের হয়েছি।শহরটা এখনো জেগে উঠেনি।আচ্ছা,ভোর সকালে শহরটা এতো সুন্দর হয় কি করে?????

-মেঘা!
-জ্বি বাবা?
-হাটতে কেমন লাগছেরে মা?
-অনেক অনেক ভালো বাবা।
-মেঘা!
-বলো বাবা।
-তোর ভাইয়াকে খুব মনে পড়ছেরে মা।

আমি বাবার দিকে তাকালাম।একটা সময় ছিল যখন আমি,ভাইয়া আর বাবা একসাথে ভোরে হাটতে বের হতাম।হৈচৈ করে সারা শহরটাকে জাগিয়ে তুলতাম।হঠাৎ কি যেন হয়ে গেল।সব এলোমেলো।

তিন বছর আগের কথা।ভাইয়ার এইসএসসির রেজাল্ট যেদিন দিল,সেদিন রাতে বাবা ভাইয়াকে খুব বকা বকেছিল।বলেছিল ঘর থেকে বের হয়ে যেতে।ভাইয়া পরীক্ষায় তেমন খারাপ করেনি,দূর্ভাগ্যক্রমে শুধু 'এ' গ্রেড পেয়েছিল।আর তাতেই বাবার যতো রাগ।আচ্ছা 'এ' গ্রেডটা কি এতই খারাপ? পরদিন সকালে ভাইয়াকে আর বাসায় দেখা যায়নি।

-কিরে মা তুই চুপ করে আছিস কেন?
-আচ্ছা বাবা একটা কথা বলি?
-কি মা?
-তুমি এমন কেন?ভাইয়াকে কেন এতো বকেছিলে?
-ভুল হয়ে গিয়েছিলরে মা।বড় ভুল করে ফেলেছি।

শহরবাসি জাগতে শুরু করেছে।হোটেলগুলো খুলে ফেলেছে।সকালের হালকা মিষ্টি রোদ বাবার মুখে পড়ছে।কিছুটা শূন্যতাবোধ বাবার সম্পূর্ন মুখময় ছড়িয়ে আছে।
ভাইয়া চলে যাওয়ার পর থেকে মা মানসিকভাবে ভেঙ্গে পড়তে লাগলেন।প্রায় এক সপ্তাহ পর খবর পেলাম ভাইয়া আর নেই।ট্রেনের নিচে কাটা পড়েছে।এর পর থেকে মা একদম চুপচাপ হয়ে গেলেন।খাওয়া দাওয়া ছেড়ে দিলেন।হঠাৎ একদিন মা ও আমাদের ছেড়ে চলে গেলেন।এক নিমিষে যেন সব শেষ হয়ে গেল।হঠাৎ একটা ঝড় এসে সব উলট পালট করে দিল।সব শেষ হয়ে গেল। শুধু বেচেঁ রইল চিৎকার করে কাদঁতে না পারার মনের ভেতরের ভয়ংকর আর্তনাদ।

পড়ন্ত বিকেল।

আজিমপুর কবরস্থানে বাবা ভাইয়ার কবরের সামনে গিয়ে দাড়িয়েছেন।ভাইয়ার কবরের উপর পড়ে থাকা শুকনো পাতা গুলো পরিষ্কার করে দিচ্ছেন।দূর থেকে দাড়িয়ে বোঝতে পারছিনা বাবা কাদঁছেন কিনা।তবে আমার খুব কান্না পাচ্ছে।চিৎকার করে বলতে ইচ্ছা করছে,'এই ভাইয়া তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি?দেখেছিস বাবা কিভাবে তোর কবরে হাত বুলাচ্ছে?তুই এতো নিষ্ঠুর কেন ভাইয়া?আমি আর একলা থাকতে পারছিনা।ফিরে আস নাহ!

সন্ধ্যা হয়ে এসেছে।

আমি আর বাবা হেটে হেটে বাসায় ফিরছি।ঢাকার রাস্তার সোডিয়ামের হলুদ লাইট গুলোর অন্যরকম হলুদ আলো গায়ে এসে পড়ছে।এই আলোটা ভাইয়ার অনেক প্রিয় ছিল।ভাইয়া বলতো চাদেঁর হলুদ আলো আর সোডিয়াম লাইটের হলুদ আলো নাকি একই রকম।আকাশে মেঘ করেছে।কালো মেঘের গর্জন শরীর কাপিয়ে দিচ্ছে।
বাবার দিকে তাকাতে ইচ্ছে করছে কিন্তু পারছিনা।আচ্ছা, সোডয়াম লাইটের হলুদ আলোয় কি চোখের পানি দেখা যায়? হয়তবা না। তা না হলে বাবা এতোক্ষনে আমাকে ডেকে বলতেন,"কিরে মা,কাদঁছিস কেন?"
আজ আমার কালো মেঘ হতে ইচ্ছে করছে।কালো মেঘের মতো চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে,
"এই ভাইয়া ফিরে আস নাহ!"....................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.