![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন চৈত্রমাস
আমি দাড়িঁয়ে ছিলাম,
তুমি আসবে বলে
তোমার অপেক্ষাতে,
প্রহর গুনছিলাম স্ববিশ্বাসে।
সেদিন চৈত্রমাস
প্রথম প্রহরে
তুমি এলেনা।
আমি ভাবলাম,
তুমি ঘুমিয়ে পড়েছো।
থাক না সকল 'সময়' থেমে,
অপেক্ষাতে মানিয়েছি নিজেকে।
রোদ বাড়ে,তাপ বাড়ে,
অপেক্ষার বিশ্বাস কড়া নাড়ে।
দ্বিতীয় প্রহরে সূর্য মাথার উপর,
আমি তখনো দাঁড়িয়ে।
তুমি সবে মাত্র স্নান সেরেছো,
আয়নায় তোমার রূপ যায় ছড়িয়ে।
মধ্যাহ্ন শেষে আমি হাসিমুখে,
তখনো তোমার প্রতিক্ষাতে।
সময় গড়িয়ে বিকেল এলো,
বেলকনির বাতাসে তোমার চুল এলোমেলো।
আমি ভাবছিলাম,
এইতো তুমি এলে বলে।
তখন তুমি কফি হাতে,
অন্য কামনার অপেক্ষাতে।
সেদিন চৈত্রমাসে,
আমি হঠাৎ চমকাই-
বেলা শেষ হয়ে এলো।
তুমি তখন বেলকনি ছেড়ে,
চাপা রঙের শাড়িটা পড়ছো।
আমি মৃদু হাসি।
ভাবি- অপেক্ষার শেষ বুঝি একেই বলে!
সন্ধ্যা শেষে রাত নেমেছে,
তোমার চিন্তায় কপাল ঘেমেছে।
হয়তো তুমি ভিড়ের মাঝে,
এইতো আরেকটু- মন বলেছে।
সেদিন চৈত্রমাস
তখন রাত্রি দশটা নাগাদ-
ভিড় এখনো?-মনে বিভ্রমের আঘাত।
বুকের কোণে ভয়ের খেলা,
এতো 'অপেক্ষার' কেনো অবহেলা?
তখন তুমি দরজা খুলেছো,
আমি অবাক চোখে দেখি-
তোমার কামনা তোমার বন্ধনে,
ভয়ে আমার গা শিউরে উঠে।
মধ্যরাতে-
বড় একলা লাগে।
তুমি আসলে না-
হয়তো ব্যস্ত কোনো কাজে।
বোকা মন- এই কথা ভাবে।
তখন তুমি অন্য কারো বুকে,
আর আমি-
ল্যাম্পপোস্টের নিচে।
সোডিয়ামের আলো জ্বলে।
সেই আলোর নিচে-
তোমার স্বপ্ন ঘর বাধেঁ,
আমার স্বপ্ন ভেঙ্গে।
হায়!
সেদিন দিনটা ছিল-
চৈত্রমাসের।
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০
হলুদ পিঁপড়া বলেছেন: ধন্যবাদ স্যার
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০
খায়রুল আহসান বলেছেন: রোদ বাড়ে,তাপ বাড়ে,
অপেক্ষার বিশ্বাস কড়া নাড়ে - চৈতালি ভাবাবেগে লেখা কবিতা। শেষটা করুণ!